IPL 2021: Moragn-র সঙ্গে কোমর বেঁধে ঝগড়ায় নামলেন Ashwin, ট্যুইটে বিস্ফোরক তারকা

Last Updated:

আইপিএলের ২০২১ (IPL 2021) ৪১ তম ম্যাচে অশ্বিন (Ravichandran Ashwin vs Eion Morgan) ও কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইয়ন মর্গ্যানের (Eoin Morgan) মধ্যে মাঠেই প্রচণ্ড গণ্ডগোল শুরু হয়ে গিয়েছিল৷

 IPL 2021: Ravichandran Ashwin slams KKR captain Eoin Morgan- Phooto Courtesy- IPL/Twitter
IPL 2021: Ravichandran Ashwin slams KKR captain Eoin Morgan- Phooto Courtesy- IPL/Twitter
#কলকাতা: দিল্লি ক্যাপিটাল্সের (Delhi Capitals) তারকা বোলার রবিচন্দ্রন অশ্বিন (R Ashwin) তাঁর সমস্ত সমালোচকদের একেবারে মুখের ওপর জবাব দিয়েছেন৷ তাঁর ক্রিকেট ভাবনা নিয়ে ক্রিকেটের স্পিরিট নিয়েও উঠেছে প্রশ্ন৷ আসলে আইপিএলের ২০২১ (IPL 2021) ৪১ তম ম্যাচে অশ্বিন (Ravichandran Ashwin vs Eion Morgan) ও কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইয়ন মর্গ্যানের (Eoin Morgan) মধ্যে মাঠেই প্রচণ্ড গণ্ডগোল শুরু হয়ে গিয়েছিল৷ গণ্ডগোলের সূচনা হয়েছিল যখন কেকেআর ফিল্ডার রাহুল ত্রিপাঠী থ্রো ছোঁড়েন এবং সেই ঋষভ পন্থের গায়ে লেগে দূরে চলে যায়৷ এই সময় অশ্বিন দ্বিতীয় রান চুরি করে নেওয়ার চেষ্টা করেন৷ মর্গ্যান মনে করেছেন এটা ক্রিকেটের স্পিরিটের বিরোধী৷ টিম সাউদির বলে যখন অশ্বিন আউট হন তখন  এই কথা তিনি অশ্বিনকে বলেন৷ এরপরেই দেখা যায় অশ্বিন প্রচণ্ড রেগেমেগে কিছু বলছেন৷ এই ঝগড়া থামাতে আসরে নামতে হয় দীনেশ কার্তিককে৷ এরপর মর্গ্যান নিজের ট্যুইটে অশ্বিনের সমালোচনা করেন৷ তাঁকে আবার প্রাক্তন অজি স্পিনার শ্যেন ওয়ার্নের সমর্থণ পান৷
advertisement
ম্যাচের পর মর্গ্যান (Eoin Morgan) করে লিখেছিলেন ,‘‘ আমি যেটা দেখছি সেটা বিশ্বাস করতে পারছি না৷ আইপিএল আগামী ছোটদের জন্য ভয়ানক উদাহরণ৷ আমার মনে হয় সামনের দিনে অশ্বিনের অনুশোচনা হবে৷ ’’
advertisement
advertisement
এবার এই ঝগড়ায় আসরে নামলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)৷  তিনি অনেকগুলি ট্যুইট করেন৷ সেখানে নিজের পক্ষের হয়ে সওয়াল করেন৷ তিনি লেখেন, ‘‘যখন আমি ফিল্ডারকে থ্রো করতে দেখি তখন আমি দৌড়তে শুরু করি৷ আমি জানি না থ্রো ঋষভের গায়ে লেগেছিল৷ আমি যদি এটা দেখতাম তাহলে কি আমি দৌড়তাম? আমি অবশ্যই করব এবং আমার এর অনুমতি রয়েছে৷ আমি কি মর্গ্যানের (Eion Morgan) কথায় কি আমি খারাপ হয়ে যাব? না এরকম নয়৷ ’’
advertisement
অশ্বিন আরও একটি ট্যুইটে লেখেন. ‘‘আমি রি লড়াই করেছি? আমি নিজের জন্য দাঁড়িয়েছি৷ আমি তাই করেছি যা মা-বাবা-শিক্ষকরা শিখিয়েছেন৷ আপনিও নিজের বাচ্চাকে নিজের জন্য দাঁড়াতে শেখাবেন৷ মর্গ্যান ও সাউদির ক্রিকেট দুনিয়ায় যা খুশি সঠিক বা ভুল মানতে পারেন৷ যদি নীতির কথা হয় তাহলে ভুলভাল শব্দ ব্যবহার করা তাঁদের অধিকার নয়৷ আশ্চর্যের বিষয় এঁরা এটা নিয়ে আলোচনা করছেন আর কোনটা সত্যি কোনটা ভুল এসব বলছেন৷ ’’
advertisement
advertisement
advertisement
অশ্বিন আরও লিখেছেন, ‘‘লক্ষ লক্ষ খেলোয়াড় এই খেলার সঙ্গে যুক্ত রয়েছে যাঁরা এই মহান খেলাটি খেলে নিজের কেরিয়ার তৈরি করে৷ তাঁদের শেখানো হয় খারাপ থ্রোতে আপনি রান নিয়ে নিজের কেরিয়ার তৈরি করতে পারেন৷ তাঁদের এভাবে ভুল বোঝাবেন না যে আপনি রান নিতে অস্বীকার করবেন বা ননস্ট্রাইকারকে হুঁশিয়ারি দেন তাহলে আপনাকে ভালো মানুষ বলা হবে৷ কারণ সমস্ত মানুষ যাঁরা ভালো -খারাপ বলছেন তাঁরা সকলেই নিজেদের জীবন কাটিয়েদিয়েছেন৷ এঁরা তাই করেছেন যা সফল হওয়ার জন্য আবশ্যক৷ ’’
রবিচন্দ্রন অশ্বিন নিজের শেষ ট্যুইটে লিখেছেন মাঠে হৃদয় দিয়ে খেলুন এবং সব নিয়মের মধ্যে থেকে খেলুন৷ আর খেলার শেষে হাত মিলোন৷ আমার কাছে এটাই ক্রীড়াভাবনা৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2021: Moragn-র সঙ্গে কোমর বেঁধে ঝগড়ায় নামলেন Ashwin, ট্যুইটে বিস্ফোরক তারকা
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement