IPL 2021: Dhoni- ধামাকার দিন, আইপিএলে ১০০ ক্যাচ, ছক্কা মেরে জেতালেন দলকে, দেখুন ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ধামাকার দিনে, আইপিএল ২০২১-র (IPL 2021) প্লে অফে পৌঁছে গেল চেন্নাই সুপার কিংস (CSK in Playoff)৷ এবারের আইপিএলে প্রথম দল হিসেবে আইপিএল প্লেঅফে জায়গা নিশ্চিত করল তারা৷
#কলকাতা: চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) বৃহস্পতিবারের দিনটা একেবারে নিজের নামে করে নিলেন৷ মাহি অনেক দিন ধরেই ঠিক যেন নিজের রাজকীয় ফর্মের কাছাকাছি নেই এরকম একটা গুঞ্জন চলছিল৷ আর বৃহস্পতিবার একেবারে আইপিএল ২০২১ (IPL 2021)- সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ফ্যানদের দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল৷ কারণ এদিনের জয়ের ফলে আইপিএল ২০২১-র (IPL 2021) প্লে অফে পৌঁছে গেল চেন্নাই সুপার কিংস (CSK in Playoff)৷ এবারের আইপিএলে প্রথম দল হিসেবে আইপিএল প্লেঅফে জায়গা নিশ্চিত করল তারা৷
এদিনের ম্যাচে রবীন্দ্র জাদেজার বলে ঋদ্ধিমান সাহার ক্যাচ ধরে আইপিএলে ১০০ ক্যাচ ধরার নজির গড়লেন৷ এদিন তিনি ৩ টি ক্যাচ ধরেন৷ মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এদিন ১০০ ক্যাচ (MS Dhoni 100 catch) ধরে আইপিএলের (IPL) ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন৷ আইপিএলের ৪৪ তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয় পেল চেন্নাই সুপার কিংস৷
advertisement
advertisement
সিএসকের মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ক্যাচের তালিকায় দু নম্বরে রয়েছেন তাঁরই দলের সতীর্থ সুরেশ রায়না৷ তাঁর আইপিএলে ক্যাচের সংখ্যা ৯৮৷ এছাড়া রয়েছে মুম্বইয়ের কাইরন পোলার্ড , তাঁর ক্যাচের সংখ্যা ৯৪ টি৷ ধোনি এই এলিট ক্লাবের প্রথম সদস্য৷ মিলিয়ন ডলার ক্রিকেট টুর্নামেন্টে এই ১০০ ক্যাচের প্রথম কৃতিত্ব লেখা হল মহেন্দ্র সিং ধোনির নামের পাশে৷ দেখুন ভিডিও (Video)৷
advertisement
Special cricketer, special milestone! 👏 👏@msdhoni completes 1⃣0⃣0⃣ IPL catches for @ChennaiIPL as a wicketkeeper. 🙌 🙌 #VIVOIPL #SRHvCSK
Follow the match 👉 https://t.co/QPrhO4XNVr pic.twitter.com/OebX4cuJHq — IndianPremierLeague (@IPL) September 30, 2021
.@ChennaiIPL become the first team to secure a place in the #VIVOIPL Playoffs & here's how the Points Table looks 👇 pic.twitter.com/JTIssMVfCt
— IndianPremierLeague (@IPL) September 30, 2021
advertisement
এই ম্যাচে ধোনির ১০০ ক্যাচের ম্যাচের পাশাপাশি এদিন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ছক্কা মেরে দলের জয় এনে দেন৷ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শারজা ক্রিকেট স্টেডিয়ামে ১৩৫ তাড়া করতে নেমে চেন্নাই ২ বল বাকি থাকতেই টার্গেটে পৌঁছে যায়৷ ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস পয়েন্ট টেবলের এক নম্বরে৷ এদিনের হারের পরে হায়দরাবাদ টুর্নামেন্ট থেকে ছিটকে গেল৷
advertisement
এদিন শেষ ওভারে জয়ের জন্য ৩ রান দরকার ছিল৷ অম্বাতি রায়ডু এদিন স্ট্রাইক দেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে৷ ধোনি চতুর্থ বলের শটটি মিস টাইম করে পুল মারেন৷ বাউন্ডারির ওপর দিয়ে গিয়ে সেটা ছক্কা (MS Dhoni six) হয়৷ এদিনের ম্যাচে ধোনি শুধু দলকে জয় এনে দেন তাই নয়, দলকে প্লে অফের টিকিট এনে দেয়৷ দেখুন ভিডিও (Video)৷
advertisement
Finally got to see a six from MS Dhoni. #CSKvsSRH pic.twitter.com/S8T2zPJycO
— IndirectPuma10 (@Puma_Man10) September 30, 2021
এদিন ধোনি টসে জিতে সানরাইজার্স হায়দরাবাদকে ব্যাট করতে ডাকেন৷ শারজা স্টেডিয়ামে এদিনের ম্যাচে সহজ জয় পায় সিএসকে৷
Location :
First Published :
October 01, 2021 9:19 AM IST