IPL 2021: Dhoni- ধামাকার দিন, আইপিএলে ১০০ ক্যাচ, ছক্কা মেরে জেতালেন দলকে, দেখুন ভিডিও

Last Updated:

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ধামাকার দিনে, আইপিএল ২০২১-র (IPL 2021) প্লে অফে পৌঁছে গেল চেন্নাই সুপার কিংস (CSK in Playoff)৷ এবারের আইপিএলে প্রথম দল হিসেবে আইপিএল প্লেঅফে জায়গা নিশ্চিত করল তারা৷

 IPL 2021: MS Dhoni hits a six and team enters in IPL Playoff- Photo Courtesy- Twitter/Video Grab
IPL 2021: MS Dhoni hits a six and team enters in IPL Playoff- Photo Courtesy- Twitter/Video Grab
#কলকাতা: চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) বৃহস্পতিবারের দিনটা একেবারে নিজের নামে করে নিলেন৷ মাহি অনেক দিন ধরেই ঠিক যেন নিজের রাজকীয় ফর্মের কাছাকাছি নেই এরকম একটা গুঞ্জন চলছিল৷ আর বৃহস্পতিবার একেবারে আইপিএল ২০২১ (IPL 2021)- সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ফ্যানদের দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল৷ কারণ এদিনের জয়ের ফলে আইপিএল ২০২১-র (IPL 2021) প্লে অফে পৌঁছে গেল চেন্নাই সুপার কিংস (CSK in Playoff)৷  এবারের আইপিএলে প্রথম দল হিসেবে আইপিএল প্লেঅফে জায়গা  নিশ্চিত করল তারা৷
এদিনের ম্যাচে রবীন্দ্র জাদেজার বলে ঋদ্ধিমান সাহার ক্যাচ ধরে আইপিএলে ১০০ ক্যাচ ধরার নজির গড়লেন৷ এদিন তিনি ৩ টি ক্যাচ ধরেন৷ মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এদিন ১০০ ক্যাচ (MS Dhoni 100 catch) ধরে আইপিএলের (IPL) ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন৷ আইপিএলের ৪৪ তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয় পেল চেন্নাই সুপার কিংস৷
advertisement
advertisement
সিএসকের মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ক্যাচের তালিকায় দু নম্বরে রয়েছেন তাঁরই দলের সতীর্থ সুরেশ রায়না৷ তাঁর আইপিএলে ক্যাচের সংখ্যা ৯৮৷ এছাড়া রয়েছে মুম্বইয়ের কাইরন পোলার্ড , তাঁর ক্যাচের সংখ্যা ৯৪ টি৷ ধোনি এই এলিট ক্লাবের প্রথম সদস্য৷ মিলিয়ন ডলার ক্রিকেট টুর্নামেন্টে এই ১০০ ক্যাচের প্রথম কৃতিত্ব লেখা হল মহেন্দ্র সিং ধোনির নামের পাশে৷ দেখুন ভিডিও (Video)৷
advertisement
advertisement
এই ম্যাচে ধোনির ১০০ ক্যাচের ম্যাচের পাশাপাশি এদিন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ছক্কা মেরে দলের জয় এনে দেন৷ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শারজা ক্রিকেট স্টেডিয়ামে ১৩৫ তাড়া করতে নেমে চেন্নাই ২ বল বাকি থাকতেই টার্গেটে পৌঁছে যায়৷ ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস পয়েন্ট টেবলের এক নম্বরে৷ এদিনের হারের পরে হায়দরাবাদ টুর্নামেন্ট থেকে ছিটকে গেল৷
advertisement
এদিন শেষ ওভারে জয়ের জন্য ৩ রান দরকার ছিল৷ অম্বাতি রায়ডু এদিন স্ট্রাইক দেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে৷ ধোনি চতুর্থ বলের শটটি মিস টাইম করে পুল মারেন৷ বাউন্ডারির ওপর দিয়ে গিয়ে সেটা ছক্কা (MS Dhoni six) হয়৷ এদিনের ম্যাচে ধোনি শুধু দলকে জয় এনে দেন তাই নয়, দলকে প্লে অফের টিকিট এনে দেয়৷ দেখুন ভিডিও (Video)৷
advertisement
এদিন ধোনি টসে জিতে সানরাইজার্স হায়দরাবাদকে ব্যাট করতে ডাকেন৷ শারজা স্টেডিয়ামে এদিনের ম্যাচে সহজ জয় পায় সিএসকে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2021: Dhoni- ধামাকার দিন, আইপিএলে ১০০ ক্যাচ, ছক্কা মেরে জেতালেন দলকে, দেখুন ভিডিও
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখে নিন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখে নি
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement