IPL 2021: প্লে অফের টিকিটের লড়াইতে KKR vs PBKS, মুখোমুখি টক্করে কে এগিয়ে

Last Updated:

IPL 2021: কেকেআর বনাম পঞ্জাব ম্যাচের আগে জেনে নিন মুখোমুখি (Head to Head) পরিসংখ্যান৷

KKR vs PBKS head to head
KKR vs PBKS head to head
#কলকাতা: আজ আইপিএলে কেকেআর প্রেমীদের জন্য মেগা ম্যাচ,  আইপিএল ২০২১ -র (IPL 2021) ৪৫ তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে পঞ্জাব কিংসের (KKR vs PBKS) বিরুদ্ধে৷ ১ অক্টোবর দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে হবে ম্যাচ৷ কেকেআর বনাম পঞ্জাব ম্যাচের আগে জেনে নিন মুখোমুখি  (Head  to Head) পরিসংখ্যান৷  ২৮ বার মুখোমুখি হয়েছে দুই দল, তার মধ্যে কেকেআর জিতেছে  ১৯ বার আর পঞ্জাব জিতেছে ৯বার৷ ভারতে আইপিএলের প্রথমপর্বে আহমেদাবাদে কেকেআর, পঞ্জাবকে ৫ উইকেটে হারিয়েছে৷ পঞ্জাবের বিরুদ্ধে সুনীল নারিনের পারফম্যান্স বল হাতে খুবই ভালো তিনি এই দলের বিরুদ্ধে ৩০ টি উইকেট নিয়েছেন৷
শেষ ম্যাচ সাক্ষাৎকারে কেকেআর বনাম পঞ্জাব ম্যাচের ফলাফল
কেকেআর জিতেছে ৫ উইকেটে
কিংস ইলেভেন পঞ্জাব জিতেছিল ৮ উইকেটে
advertisement
কলকাতা নাইট রাইডার্স জিতেছিল ২ রানে
কলকাতা নাইট রাইডার্স জিতেছিল ৭ উইকেটে
কলকাতা নাইট রাইডার্স জিতেছিল ২৮ রানে
এদিন আইপিএলের ম্যাচে নামার আগে কেকেআর ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবলের চার নম্বরে রয়েছে৷ আর পঞ্জাব ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকার ছ নম্বরে রয়েছে৷  এই ম্যাচে জিতলে আইপিএলে -র প্লে অফের (IPL Playoff) টিকিটের দিকে আরও একধাপ এগোবে কেকেআর৷
advertisement
কেকেআর বনাম পঞ্জাব কিংসের (KKR vs PBKS)  ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে সাতটায় দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে৷ এই ম্যাচ লাইভ দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে, লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টার ও জিওতে৷
এই ম্যাচের লাইভ  আপডেটস -র জন্য নজর রাখতে পারেন নিউজ ১৮ বাংলার ওয়েবসাইটে৷
advertisement
নাইট বনাম পঞ্জাব ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ
কলকাতা নাইট রাইজার্স (KKR Probable 11) - শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর্গ্যান, নীতিশ রাণা, দীনেশ কার্তিক, সুনীল নারিন, টিম সাউদি, লকি ফার্গুসন, সন্দীপ ওয়ারিয়র বরুণ চক্রবর্তী
বেঞ্চ- পওয়ন নেগি, শাকিব আল হাসান, বেন কাটিং
পঞ্জাব কিংস  (PBKS Probable 11)- কেএল রাহুল, ময়ঙ্ক আগরওয়াল/মনদীপ সিং, ক্রিস গেইল, আইডেন মারক্রম, নিকোলাস পুরান , দীপক হুডা, হরপ্রীত ব্রার, ন্যাথান এলিস, মহম্মদ শামি, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং
advertisement
বেঞ্চ- শাহরুখ খান, ফ্যাবিয়ান অ্যালেন , প্রভসিমরণ সিং
কেকেআর বনাম পিবিকেএস (KKR vs PBKS) ম্যাচে কেকেআরের নেতৃত্ব দেবেন নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান এবং পিবিকেএস -র অধিনায়ক কেএল রাহুল৷ কেকেআর এখনও অবধি নিজেদের ১১ ম্যাচের ৫ টি জিতেছে এবং এখন পয়েন্ট টেবলের ৪ নম্বরে রয়েছে৷ অন্যদিকে পঞ্জাব ১১ ম্যাচের মধ্যে ৪ টি জিতেছে৷ তারা পয়েন্ট টেবলের ৬ নম্বরে রয়েছে৷
advertisement
কেকেআর বনাম পিবিকেএস ম্যাচের পিচ রিপোর্ট
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ইতিমধ্যেই ব্যাটসম্যানদের সহায়ক বলে প্রমাণিত হয়েছে৷ আশা করা যাচ্ছে এদিনের ম্যাচ যে পিচে খেলা হবে তা ব্যাটসম্যানদের সহায়ক হবে৷ পেসাররা ম্যাচের দ্বিতীয়ভাগে কিছু সুবিধা পেতে পারে৷ মাঝের ওভারগুলিতে স্পিনাররা কিছুটা সুবিধাজনক পরিস্থিতি পেতে পারেন৷
কেকেআর বনাম পঞ্জাব ম্যাচে কেমন থাকবে আবহাওয়া
advertisement
এদিন তাপমাত্রা থাকবে ৩৩° সেলসিয়াসের আশেপাশে৷ আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৬৭ %, বায়ুর গতি থাকবে ঘণ্টায় ১৪ কিলোমিটার৷ ম্যাচ চলাকালীন বৃষ্টির কোনও পূর্বাভাস নেই৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2021: প্লে অফের টিকিটের লড়াইতে KKR vs PBKS, মুখোমুখি টক্করে কে এগিয়ে
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement