হোম /খবর /খেলা /
প্লেঅফের টক্করে কেকেআর বনাম পঞ্জাব, মুখোমুখি টক্করে কে এগিয়ে

IPL 2021: প্লে অফের টিকিটের লড়াইতে KKR vs PBKS, মুখোমুখি টক্করে কে এগিয়ে

KKR vs PBKS head to head

KKR vs PBKS head to head

IPL 2021: কেকেআর বনাম পঞ্জাব ম্যাচের আগে জেনে নিন মুখোমুখি (Head to Head) পরিসংখ্যান৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: আজ আইপিএলে কেকেআর প্রেমীদের জন্য মেগা ম্যাচ,  আইপিএল ২০২১ -র (IPL 2021) ৪৫ তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে পঞ্জাব কিংসের (KKR vs PBKS) বিরুদ্ধে৷ ১ অক্টোবর দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে হবে ম্যাচ৷ কেকেআর বনাম পঞ্জাব ম্যাচের আগে জেনে নিন মুখোমুখি  (Head  to Head) পরিসংখ্যান৷  ২৮ বার মুখোমুখি হয়েছে দুই দল, তার মধ্যে কেকেআর জিতেছে  ১৯ বার আর পঞ্জাব জিতেছে ৯বার৷ ভারতে আইপিএলের প্রথমপর্বে আহমেদাবাদে কেকেআর, পঞ্জাবকে ৫ উইকেটে হারিয়েছে৷ পঞ্জাবের বিরুদ্ধে সুনীল নারিনের পারফম্যান্স বল হাতে খুবই ভালো তিনি এই দলের বিরুদ্ধে ৩০ টি উইকেট নিয়েছেন৷

শেষ ম্যাচ সাক্ষাৎকারে কেকেআর বনাম পঞ্জাব ম্যাচের ফলাফল

কেকেআর জিতেছে ৫ উইকেটে

কিংস ইলেভেন পঞ্জাব জিতেছিল ৮ উইকেটে

কলকাতা নাইট রাইডার্স জিতেছিল ২ রানে

কলকাতা নাইট রাইডার্স জিতেছিল ৭ উইকেটে

কলকাতা নাইট রাইডার্স জিতেছিল ২৮ রানে

এদিন আইপিএলের ম্যাচে নামার আগে কেকেআর ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবলের চার নম্বরে রয়েছে৷ আর পঞ্জাব ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকার ছ নম্বরে রয়েছে৷  এই ম্যাচে জিতলে আইপিএলে -র প্লে অফের (IPL Playoff) টিকিটের দিকে আরও একধাপ এগোবে কেকেআর৷

আরও পড়ুন - বাঙালি বেড়াতে ভালোবাসে, ভূস্বর্গ পর্যটকের অপেক্ষায়

কেকেআর বনাম পঞ্জাব কিংসের (KKR vs PBKS)  ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে সাতটায় দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে৷ এই ম্যাচ লাইভ দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে, লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টার ও জিওতে৷এই ম্যাচের লাইভ  আপডেটস -র জন্য নজর রাখতে পারেন নিউজ ১৮ বাংলার ওয়েবসাইটে৷

নাইট বনাম পঞ্জাব ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশকলকাতা নাইট রাইজার্স (KKR Probable 11) - শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর্গ্যান, নীতিশ রাণা, দীনেশ কার্তিক, সুনীল নারিন, টিম সাউদি, লকি ফার্গুসন, সন্দীপ ওয়ারিয়র বরুণ চক্রবর্তী

বেঞ্চ- পওয়ন নেগি, শাকিব আল হাসান, বেন কাটিং

পঞ্জাব কিংস  (PBKS Probable 11)- কেএল রাহুল, ময়ঙ্ক আগরওয়াল/মনদীপ সিং, ক্রিস গেইল, আইডেন মারক্রম, নিকোলাস পুরান , দীপক হুডা, হরপ্রীত ব্রার, ন্যাথান এলিস, মহম্মদ শামি, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং

বেঞ্চ- শাহরুখ খান, ফ্যাবিয়ান অ্যালেন , প্রভসিমরণ সিং

আরও পড়ুন - Siliguri News: পুরভোট দ্রুত করার দাবি জানিয়ে পথে বাম এবং কংগ্রেস, গণ স্বাক্ষর অভিযান বামেদের, ভোট প্রস্তুতি কংগ্রেস শিবিরে!

কেকেআর বনাম পিবিকেএস (KKR vs PBKS) ম্যাচে কেকেআরের নেতৃত্ব দেবেন নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান এবং পিবিকেএস -র অধিনায়ক কেএল রাহুল৷ কেকেআর এখনও অবধি নিজেদের ১১ ম্যাচের ৫ টি জিতেছে এবং এখন পয়েন্ট টেবলের ৪ নম্বরে রয়েছে৷ অন্যদিকে পঞ্জাব ১১ ম্যাচের মধ্যে ৪ টি জিতেছে৷ তারা পয়েন্ট টেবলের ৬ নম্বরে রয়েছে৷

কেকেআর বনাম পিবিকেএস ম্যাচের পিচ রিপোর্টদুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ইতিমধ্যেই ব্যাটসম্যানদের সহায়ক বলে প্রমাণিত হয়েছে৷ আশা করা যাচ্ছে এদিনের ম্যাচ যে পিচে খেলা হবে তা ব্যাটসম্যানদের সহায়ক হবে৷ পেসাররা ম্যাচের দ্বিতীয়ভাগে কিছু সুবিধা পেতে পারে৷ মাঝের ওভারগুলিতে স্পিনাররা কিছুটা সুবিধাজনক পরিস্থিতি পেতে পারেন৷

কেকেআর বনাম পঞ্জাব ম্যাচে কেমন থাকবে আবহাওয়াএদিন তাপমাত্রা থাকবে ৩৩° সেলসিয়াসের আশেপাশে৷ আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৬৭ %, বায়ুর গতি থাকবে ঘণ্টায় ১৪ কিলোমিটার৷ ম্যাচ চলাকালীন বৃষ্টির কোনও পূর্বাভাস নেই৷

Published by:Debalina Datta
First published:

Tags: IPL 2021, Kkr, PBKS