IPL 2019: এ বছর পারফরম্যান্স সত্যি খারাপ, কিন্তু প্রত্যেকের চেষ্টায় আমি গর্বিত: বিরাট
Last Updated:
সানরাইজার্স হায়দরাবাদ: ১৭৫/৭ (২০ ওভার), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১৭৮/৬ ( ১৯.২ ওভার)
৪ উইকেটে জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
#বেঙ্গালুরু: ১৪ ম্যাচ খেলে মাত্র ৫টি-তে জয় ৷ এবছর টুর্নামেন্টটা একেবারেই ভাল যায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জন্য ৷ শনিবার অবশ্য সানরাইজার্সকে হারিয়েই এবারের মতো আইপিএল অভিযান শেষ করেছে কোহলি ব্রিগেড ৷
advertisement
আইপিএলে গত ১২ বছরে একবারও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাননি বিরাটরা ৷ এবছরও লিগ টেবলের একেবারে তলার দিকেই শেষ করতে হল তাঁদের ৷ বিদায়বেলায় তাই স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বিরাট জানিয়েছেন, ‘‘ টানা ছ’টা ম্যাচ হার হজম করাটা মোটেই সহজ কাজ ছিল না ৷ আমরা একে অপরের দিকে তাকিয়ে মাথা ঝুঁকিয়েছিলাম ৷ শেষ সাত ম্যাচে যা করেছি, ঠিক সেটাই প্রথম সাত ম্যাচে করা উচিৎ ছিল। কিন্তু যে ভাবে আমরা ফিরে এসেছি তা সত্যি অসাধারণ। এই মরশুমে আমাদের পারফরম্যান্সে একেবারেই খুশি নই, কিন্তু প্রত্যেকের চেষ্টায় আমি গর্বিত ৷ বেঙ্গালুরুর দর্শকদের অনেক ধন্যবাদ ৷ আরসিবি-র সমর্থকদের কুর্নিশ জানাই ৷ দলের খারাপ পারফরম্যান্সে ওদের কতটা কষ্ট হয়েছে, সেটা আমি বুঝি ৷ পরের বছর ভাল পারফরম্যান্স করবই আমরা ৷ ’’
advertisement
Ahead of @RCBTweets' final match of #VIVOIPL 2019, @imVkohli has some special words to share for the Bold Army!
Watch the skipper speak on #InsideRCB at 1 PM & catch #RCBvSRH, after #DCvRR at 2:30 PM, only on Star Sports. pic.twitter.com/jYUlnDKQpB— Star Sports (@StarSportsIndia) May 4, 2019
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 05, 2019 9:08 AM IST