সিএসকে –র বিরুদ্ধে ম্যাচে নাইটদের তুরুপের তাস হয়ে উঠতে পারেন এই তারকারা

Last Updated:

চেন্নাই ক্লাসের ফার্স্ট বয়, আর কলকাতার অবস্থা অনেকটা সাধারণ মানের ছাত্রের মতো , যাদের ভালো পারফরম্যান্স করার ক্ষমতা আছে বটে কিন্তু ধারাবাহিকতার কোনও গ্যারান্টি নেই ৷

#কলকাতা: চেন্নাই ক্লাসের ফার্স্ট বয়, আর কলকাতার অবস্থা অনেকটা সাধারণ মানের ছাত্রের মতো , যাদের ভালো পারফরম্যান্স করার ক্ষমতা আছে বটে কিন্তু ধারাবাহিকতার কোনও গ্যারান্টি নেই ৷ তবুও কেকেআর ফ্যানরা আপনারা মনোবল হারাবেন না ৷ নাইট শিবিরেও এমন দক্ষ ক্রিকেটার আছেন যাঁরা নিজেদের দিনে গেমচেঞ্জার হয়ে ওঠার পুরো ক্ষমতা রাখেন ৷
ওয়াটসনের বিরুদ্ধে নারিন
ওয়াটসনের ধামাকা ক্রিকেট সিএসকে-কে ভালো একটা শুরু দেয় ৷ কিন্তু তাঁর যম রয়েছে কেকেআরেরে কাছে ৷ সুনীল নারিনকে একেবারেই স্বচ্ছন্দে খেলতে পারেন না ৷ এ পর্যন্ত পাঁচবার মিস্ট্রি স্পিনিরের শিকার তিনি ৷ তবে দীনেশ কার্তিক এখনও অবধি নারিনকে মিডল ওভারে বল করিয়েছেন ৷ এই ম্যাচে তাহলে সেই স্ট্র্যাটেজি বদলাতে হবে ৷
advertisement
advertisement
 রায়ডুর বিষ পীযূষ চাওলা
অম্বাতি রায়ডু এই মরশুমে আইপিএলে ধামাকা ফর্মে রয়েছেন ৷ ফলে তিনি জমে যাওয়া মানেই কেকেআরের বিপদ ৷ যত দ্রুত সম্ভব তাঁকে  সরাতে গেলে অভিজ্ঞ পীযূষ চাওলা তুরুপের তাস হয়ে উঠতে পারেন ৷
 কুলদীপকে বল দাও –ধোনি হঠাও
ধোনি ধামাকা হয়ত এতদিন দেখতে ভালো লেগেছে ৷ কিন্তু নাইট ফ্যানদের কী আর নিজেদের দলের বিরুদ্ধে তা ভালো লাগবে ৷ মোটেই নয় ৷ অতএব তাঁর বিরুদ্ধেও টোটকা দরকার ৷ কুলদীপ যাদব যেহেতু ভারতীয় দলের নেটে ধোনিকে সীমিত ওভারের অনুশীলনে বল করেন ৷ তাই তিনিই পারেন ধোনিকে ক্রিজ থেকে সরাতে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
সিএসকে –র বিরুদ্ধে ম্যাচে নাইটদের তুরুপের তাস হয়ে উঠতে পারেন এই তারকারা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement