গলি কাঁপালেন ক্রিকেট ভগবান, ভাইরাল ভিডিওতে মজে ফ্যানরা

Last Updated:

তিনি আছেন আর ক্রিকেট থাকবে না, মানতেই যেন মন চায় না৷ তিনি সচিন তেন্ডুলকর৷ এই মুহূ্র্তে দেশ জুড়ে আইপিএলের বাজার সরগরম৷ কিন্তু তিনি তো আর আইপিএলটাও খেলেন না৷

#মুম্বই:  তিনি আছেন আর ক্রিকেট থাকবে না, মানতেই যেন মন চায় না৷ তিনি সচিন তেন্ডুলকর৷ এই মুহূ্র্তে দেশ জুড়ে আইপিএলের বাজার সরগরম৷ কিন্তু তিনি তো আর আইপিএলটাও খেলেন না৷
তবে তাঁকে কি আর ক্রিকেট ব্যাট হাতে তোলার জন্য কিছুর অপেক্ষা করতে হয়৷ ক্রিকেট ভগবানের ‘গলি ক্রিকেট’ এখন ভাইরাল৷ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০১৩ সালে৷ মুম্বই ইন্ডিয়ান্সের আইকন হিসেবে যুক্ত রয়েছেন তেন্ডুলকর৷
৭৮ টি ম্যাচে  মুম্বইয়ের হয়ে তাঁর রান ২,৩৩৪৷ রয়েছে একটি শতরান, ১৩ টি অর্ধশতরান৷ তবে আজ আর তথ্যের কচাকচি নয়৷ একেবারে মজে যান সচিনের গলি ক্রিকেটের ভিডিওতে৷
advertisement
advertisement
সচিন গাড়ি করে যাওয়ার পথে দেখেন রাস্তার উন্নয়নের কাজে যুক্ত শ্রমিকরা ব্যাট হাতে খেলছেন৷ তাই দেখে আর নিজেকে আটকে রাখতে পারেননি তিনি৷ নেমে পড়েন ব্যাট হাতে৷
এদিকে আইপিএলের অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ান্সের এ মরশুমের শুরুটা ভালো হয়নি৷ জয়ের সন্ধানে এখনও হন্যে হয়ে ঘুরছে রোহিত শর্মা এন্ড কোং৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
গলি কাঁপালেন ক্রিকেট ভগবান, ভাইরাল ভিডিওতে মজে ফ্যানরা
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement