একটা ওভারই ম্যাচের মোড় ঘুরিয়ে দিল, মানছেন বিরাটরাও

Last Updated:

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১৭৬/৭ ( ২০ ওভার), কলকাতা নাইট রাইডার্স: ১৭৭/৬ (১৮.৫ ওভার )

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১৭৬/৭ ( ২০ ওভার)
কলকাতা নাইট রাইডার্স: ১৭৭/৬ (১৮.৫ ওভার )
৭ বল বাকি থাকতেই ৪ উইকেটে জয়ী কেকেআর
advertisement
#কলকাতা: ইডেনে প্রথম ম্যাচেই দুরন্ত জয় কেকেআরের ৷ বলিউড বাদশার সামনেই ফেভারিট বিরাটের আরসিবি-কে মাত ৷ আইপিএল একাদশের অভিযান দারুণভাবেই শুরু হল নাইটদের ৷ সুনিল নারিনের ১৯ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস ছাড়াও এদিন বল হাতে চমকে দিয়েছেন নীতিশ রানা ৷ রানা-নারিনে ভর করেই রবিবার চার উইকেটে হাসতে হাসতে ম্যাচ জিতেছে কেকেআর ৷ ম্যাচ শেষে মালিক কিং খানকে নিয়ে মাঠেই উৎসবে মাতলেন ক্রিকেটাররা ৷
advertisement
খেলা নাইটদের ডেরা ইডেনে হলেও এদিনের ম্যাচে বিরাটের আরসিবি-কেই জয়ের ব্যাপারে কিছুটা হলেও এগিয়ে রেখেছিলেন বিশেষজ্ঞরা ৷ মাঠে নেমে অবশ্য তাঁদের ভুলই প্রমাণিত করেছেন কার্তিক অ্যান্ড কোম্পানি ৷ আরসিবি-র হয়ে ওপেনার ব্রেন্ডন ম্যাকালাম (২৭ বলে ৪৩) শুরুটা দুর্দান্ত করলেও সেই মোমেন্টাম শেষপর্যন্ত ধরে রাখতে পারেনি বিরাট বাহিনী ৷ তিন নম্বরে নেমে অধিনায়ক বিরাটের ৩৩ বলে ৩১ রানের ইনিংসও দলের রান ওঠার গতিকে অনেকাংশেই কমিয়ে দেয় ৷ যদিও ডেভিলিয়ার্সের ২৩ বলে ৪৪ এবং মণদীপ সিংয়ের ১৮ বলে ৩৭ রানের ইনিংসের সৌজন্যে মোটামুটি ভদ্রস্থ রানই স্কোরবোর্ডে খাঁড়া করে আরসিবি ৷
advertisement
মোক্ষম সময় বোলার বদল করে প্রথম ম্যাচেই প্রশংসিত হয়েছে কার্তিকের ক্যাপ্টেন্সি ৷ এদিন বিরাটরা যখন কেকেআর-এর বিরুদ্ধে আক্রমণ শানাতে তৈরি হচ্ছে, তখনই দীনেশ কার্তিক বল করতে ডাকেন নীতীশ রানা-কে। দিল্লির এই পার্ট-টাইম অফস্পিনার বল করতে এসেই পর পর দু’বলে প্যাভিলিয়নে ফেরত পাঠান আরসিবি-র দুই প্রথম সারির ব্যাটসম্যান বিরাট কোহলি এবং এবি ডেভিলিয়ার্সকে। আর সেখানেই থমকে যায় আরসিবি-র রান ওঠার গতিও।
advertisement
প্রথম ম্যাচেই প্রশংসিত কার্তিকের ক্যাপ্টেন্সি। একটা ওভারই যে তাঁদের সমস্যায় ফেলে দেয় সেটা মানছে আরসিবি শিবিরও ৷ ম্যাচ শেষে দলের ব্যাটসম্যান মনদীপ সিং জানান, ‘‘ রানার ওভারে বিরাট এবং ডেভিলিয়ার্স আউট হতেই রানের গতি কমে গিয়েছিল আমাদের। ’’
বাংলা খবর/ খবর/খেলা/
একটা ওভারই ম্যাচের মোড় ঘুরিয়ে দিল, মানছেন বিরাটরাও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement