মঙ্গল ‘মঙ্গলে’র আশায় সম্মুখ সমরে বিরাট-রোহিত

Last Updated:
#মুম্বই:  ‘মঙ্গলে’র আশায় মুম্বই ইন্ডিয়ন্স৷ খেতাব রক্ষার লড়াইতে নামা মুম্বইয়ের এবার শুরুটা নেহাতই মন্দ হয়েছে৷ তিনটি ম্যাচ হয়ে গেলেও জয় এখনও অধরা৷ তাই আরসিবি-র বিরুদ্ধে জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামবে মুম্বই ইন্ডিয়ন্স৷
বিরাট কোহলির আরসিবি-র অবস্থাও অবশ্য বিশেষ ভালো নয়৷ তারাও ৩টি ম্যাচের মাত্র ১টিতেই জিতেছে৷ তাই এদিনের ম্যাচে জিততে মরিয়া লড়াই চালাবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক ও সহ অধিনায়ক৷
দুটি দলের পারফরম্যান্সে যেমন মিল রয়েছে, ঠিক তেমনিই দুটি দলের টিম কম্পোজিশনও অনেকটা একই ধাঁচের৷ দুদলেই অনেক ধামাকা ব্যাটসম্যান রয়েছে৷ অধিনায়ক৷ এদিন ওয়াংখেড়েতে প্রথম জয়ের জন্য বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্সদের আটকানোর নীল নকশা তৈরিতে ব্যস্ত এমআই থিঙ্কট্যাঙ্ক৷
advertisement
advertisement
চেন্নাই সুপার কিংস, দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে লড়াই করেও জয় অধরা ছিল মুম্বইয়ের৷ হারতে হয়েছে একটি মাত্র অ্যাওয়ে ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও৷ যার ফলস্বরূপ যা হওয়ার তাই হয়েছে৷ গত মরশুমের চ্যাম্পিয়ন দল আইপিএল টেবলের একদম তলানিতে রয়েছে৷ তবে এর আগেও মুম্বই এরকম খারাপ জায়গা থেকে ঘুরে দাঁড়িয়েছে৷ এবারও সেই আশাতেই বুক বাঁধছেন তাঁরা৷
advertisement
এদিকে বিরাট কোহলির আরসিবি কেকেআরের বিরুদ্ধে হার দিয়ে অভিযান শুরু করেছে৷ যদিও কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে জয় পেয়ে কিছুটা ধাক্কা সামলেছিল তারা, কিন্তু রাজস্থান রয়ালসের বিরুদ্ধে ফের হার সঙ্গী হয়েছে তাদের৷ উমেশ যাদব, যজুবেন্দ্র চাহালরা সকলেই ভালোই আঁটোসাঁটো বল করছিলেন৷ পাশাপাশি তাদের বাড়তি স্বস্তি ফর্মের ঝলক দেখিয়েছিন ক্যাপ্টেন কোহলি৷
সূর্যকুমার যাদব ভালো ফর্মে রয়েছেন মুম্বই ইন্ডিয়ন্সের জার্সি গায়ে চাপিয়ে৷ তবে রোহিত শর্মা এবং পান্ডিয়া ভাইরা এখনও প্রত্যাশা পূরণে ব্যর্থ৷ তাই নতুন বেঙ্গালুরু বধ মিশনে নতুন ভাবনা চিন্তায় ব্যস্ত তারা৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মঙ্গল ‘মঙ্গলে’র আশায় সম্মুখ সমরে বিরাট-রোহিত
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement