মঙ্গল ‘মঙ্গলে’র আশায় সম্মুখ সমরে বিরাট-রোহিত
Last Updated:
#মুম্বই: ‘মঙ্গলে’র আশায় মুম্বই ইন্ডিয়ন্স৷ খেতাব রক্ষার লড়াইতে নামা মুম্বইয়ের এবার শুরুটা নেহাতই মন্দ হয়েছে৷ তিনটি ম্যাচ হয়ে গেলেও জয় এখনও অধরা৷ তাই আরসিবি-র বিরুদ্ধে জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামবে মুম্বই ইন্ডিয়ন্স৷
বিরাট কোহলির আরসিবি-র অবস্থাও অবশ্য বিশেষ ভালো নয়৷ তারাও ৩টি ম্যাচের মাত্র ১টিতেই জিতেছে৷ তাই এদিনের ম্যাচে জিততে মরিয়া লড়াই চালাবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক ও সহ অধিনায়ক৷
দুটি দলের পারফরম্যান্সে যেমন মিল রয়েছে, ঠিক তেমনিই দুটি দলের টিম কম্পোজিশনও অনেকটা একই ধাঁচের৷ দুদলেই অনেক ধামাকা ব্যাটসম্যান রয়েছে৷ অধিনায়ক৷ এদিন ওয়াংখেড়েতে প্রথম জয়ের জন্য বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্সদের আটকানোর নীল নকশা তৈরিতে ব্যস্ত এমআই থিঙ্কট্যাঙ্ক৷
advertisement
advertisement
চেন্নাই সুপার কিংস, দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে লড়াই করেও জয় অধরা ছিল মুম্বইয়ের৷ হারতে হয়েছে একটি মাত্র অ্যাওয়ে ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও৷ যার ফলস্বরূপ যা হওয়ার তাই হয়েছে৷ গত মরশুমের চ্যাম্পিয়ন দল আইপিএল টেবলের একদম তলানিতে রয়েছে৷ তবে এর আগেও মুম্বই এরকম খারাপ জায়গা থেকে ঘুরে দাঁড়িয়েছে৷ এবারও সেই আশাতেই বুক বাঁধছেন তাঁরা৷
advertisement
এদিকে বিরাট কোহলির আরসিবি কেকেআরের বিরুদ্ধে হার দিয়ে অভিযান শুরু করেছে৷ যদিও কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে জয় পেয়ে কিছুটা ধাক্কা সামলেছিল তারা, কিন্তু রাজস্থান রয়ালসের বিরুদ্ধে ফের হার সঙ্গী হয়েছে তাদের৷ উমেশ যাদব, যজুবেন্দ্র চাহালরা সকলেই ভালোই আঁটোসাঁটো বল করছিলেন৷ পাশাপাশি তাদের বাড়তি স্বস্তি ফর্মের ঝলক দেখিয়েছিন ক্যাপ্টেন কোহলি৷
সূর্যকুমার যাদব ভালো ফর্মে রয়েছেন মুম্বই ইন্ডিয়ন্সের জার্সি গায়ে চাপিয়ে৷ তবে রোহিত শর্মা এবং পান্ডিয়া ভাইরা এখনও প্রত্যাশা পূরণে ব্যর্থ৷ তাই নতুন বেঙ্গালুরু বধ মিশনে নতুন ভাবনা চিন্তায় ব্যস্ত তারা৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 17, 2018 12:57 PM IST