কেকেআরকে টাটা করে গোতির ‘দিল্লি চলো’ ফ্লপ শো, জেনে নিন হালহকিকত

Last Updated:

শুধু কলকাতা ছাড়াটা খুব একটা মধুর হল না গৌতম গম্ভীরের ৷ কেকেআরের অধিনায়ক থাকাকালীন দু‘বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল দল

#দিল্লি: শুধু কলকাতা ছাড়াটা খুব একটা মধুর হল না গৌতম গম্ভীরের ৷ কেকেআরের অধিনায়ক থাকাকালীন দু‘বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল দল ৷ তিনি আসার আগে কলকাতা আইপিএলে বিশেষ দাগ কাটতে পারেনি ৷ কিন্তু তাঁর উপস্থিতিতে ম্যাজিক হয়েছিল ৷ তবে কী ম্যাজিকটা ছিল শুধু কেকেআর আর গোতি সম্পর্কেই ৷
এই মরশুমের শুরুতেই কেকেআরকে টাটা করে দিয়েছিলেন গোতি ৷  ঘরেরে ছেলে ফিরে গিয়েছিলেন ঘরে ৷ কিন্তপ হোমকামিংয়ের এফেক্টটা বিশেষ পারফেক্ট হয়নি তা লিগ টেবলের অবস্থা থেকেই বোঝা যাচ্ছে ৷  ৬ ম্যাচের পর গোতির কপালে একটি জয়ের শিকে ছিঁড়েছে ৷ দিল্লি ডেয়ারডেভিলসের অবস্থান একেবারে লিগ টেবলের তলানিতে অর্থাৎ অষ্টম স্থানে ৷  সোমবার কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে লড়েও ম্যাচ বার করতে ব্যর্থ শ্রেয়স আইয়ার, পার্থিব শ-রা ৷ ফলে কিংস ইলেভেনের দেওয়া ১৪৪ রানও তাড়া করতে পারল না তারা,তাও আবার ঘরের মাঠে ৷ হেরে গেল ৪ রানে ৷
advertisement
এদিকে দলের পারফরম্যান্স যেরকম তথৈবচ, ঠিক তেমনিই তথৈবচ অধিনায়ক গৌতম গম্ভীরের পারফরম্যান্স ৷ তাঁর ঝোলায় প্রথম ম্যাচে একটি মাত্র ৫৫ রান রয়েছে কিংসের সঙ্গে এ মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে যা এসেছিল গোতির ব্যাট থেকে ৷ তারপর থেকে দু‘ অঙ্কের রান রয়েছে মাত্র একবার মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে একটি ১৫ রান করেছেন তিনি ৷ বাকি ইনিংসে দু‘ সংখ্যার রানেও পৌঁছতে পারেননি তিনি ৷
advertisement
advertisement
সব মিলিয়ে গৌতম গম্ভীরের ‘দিল্লি চলো’ অভিযান এখনও অবধি ফ্লপ শ্যো ৷ না অধিনায়ক হিসেবে না ক্রিকেটার হিসেবে দলকে চাঙ্গা করতে পারছেন না প্রাক্তন নাইট ৷
বাংলা খবর/ খবর/খেলা/
কেকেআরকে টাটা করে গোতির ‘দিল্লি চলো’ ফ্লপ শো, জেনে নিন হালহকিকত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement