কেকেআরকে টাটা করে গোতির ‘দিল্লি চলো’ ফ্লপ শো, জেনে নিন হালহকিকত
Last Updated:
শুধু কলকাতা ছাড়াটা খুব একটা মধুর হল না গৌতম গম্ভীরের ৷ কেকেআরের অধিনায়ক থাকাকালীন দু‘বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল দল
#দিল্লি: শুধু কলকাতা ছাড়াটা খুব একটা মধুর হল না গৌতম গম্ভীরের ৷ কেকেআরের অধিনায়ক থাকাকালীন দু‘বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল দল ৷ তিনি আসার আগে কলকাতা আইপিএলে বিশেষ দাগ কাটতে পারেনি ৷ কিন্তু তাঁর উপস্থিতিতে ম্যাজিক হয়েছিল ৷ তবে কী ম্যাজিকটা ছিল শুধু কেকেআর আর গোতি সম্পর্কেই ৷
এই মরশুমের শুরুতেই কেকেআরকে টাটা করে দিয়েছিলেন গোতি ৷ ঘরেরে ছেলে ফিরে গিয়েছিলেন ঘরে ৷ কিন্তপ হোমকামিংয়ের এফেক্টটা বিশেষ পারফেক্ট হয়নি তা লিগ টেবলের অবস্থা থেকেই বোঝা যাচ্ছে ৷ ৬ ম্যাচের পর গোতির কপালে একটি জয়ের শিকে ছিঁড়েছে ৷ দিল্লি ডেয়ারডেভিলসের অবস্থান একেবারে লিগ টেবলের তলানিতে অর্থাৎ অষ্টম স্থানে ৷ সোমবার কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে লড়েও ম্যাচ বার করতে ব্যর্থ শ্রেয়স আইয়ার, পার্থিব শ-রা ৷ ফলে কিংস ইলেভেনের দেওয়া ১৪৪ রানও তাড়া করতে পারল না তারা,তাও আবার ঘরের মাঠে ৷ হেরে গেল ৪ রানে ৷
advertisement
এদিকে দলের পারফরম্যান্স যেরকম তথৈবচ, ঠিক তেমনিই তথৈবচ অধিনায়ক গৌতম গম্ভীরের পারফরম্যান্স ৷ তাঁর ঝোলায় প্রথম ম্যাচে একটি মাত্র ৫৫ রান রয়েছে কিংসের সঙ্গে এ মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে যা এসেছিল গোতির ব্যাট থেকে ৷ তারপর থেকে দু‘ অঙ্কের রান রয়েছে মাত্র একবার মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে একটি ১৫ রান করেছেন তিনি ৷ বাকি ইনিংসে দু‘ সংখ্যার রানেও পৌঁছতে পারেননি তিনি ৷
advertisement
advertisement
সব মিলিয়ে গৌতম গম্ভীরের ‘দিল্লি চলো’ অভিযান এখনও অবধি ফ্লপ শ্যো ৷ না অধিনায়ক হিসেবে না ক্রিকেটার হিসেবে দলকে চাঙ্গা করতে পারছেন না প্রাক্তন নাইট ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 24, 2018 8:57 AM IST