নাইটদের বিজয়োৎসবের টুকরো ছবি, খুশিতে ফুটছেন দীনেশ, নারিনরা

Last Updated:

জয়ের স্বাদ সব সময়েই মধুর৷ কিন্তু সেটা যদি আবার একটু অপেক্ষার পর হয় তাহলে মাধুর্য যেন আরও উপচে পড়ে৷ দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে কেকেআরের জয় ৭১ রানে ম্যাচ জিতেছে দীনেশ কার্ত্তিকের ছেলেরা৷

জয়ের স্বাদ সব সময়েই মধুর৷ কিন্তু সেটা যদি আবার একটু অপেক্ষার পর হয় তাহলে মাধুর্য যেন আরও উপচে পড়ে৷ দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে কেকেআরের জয় ৭১ রানে ম্যাচ জিতেছে দীনেশ কার্ত্তিকের ছেলেরা৷
দলের জয়ে অবদান রেখেছেন সকলেই৷ নীতিশ রানা-র ব্যাট হাতে ৩৫ বলে ৫৯, আন্দ্রে রাসেলের ১২ বলে ৪১৷ অন্যদিকে বল হাতে সুনীল নারিন, কুলদীপ যাদবের তিনটি করে উইকেট সব মিলিয়ে যেন পিকচার পারফেক্ট৷
এদিকে হ্যাপি নাইট ফ্যামিলি টিম হোটেলে ফেরার পরই ছিল সেলিব্রেশনের ব্যবস্থাও৷ কেকেআর টুইটার হ্যান্ডেলে উঁকি মারলেই বুঝে যাবেন ঠিক কতটা খুশি ছিল কিং খানের দলের ছেলেরা৷
advertisement
advertisement
এদিন কেকেআরের জার্সি গায়ে দারুণ নজির গড়ে খুশি ক্যারিবিয়ান ক্রিকেটার আন্দ্রে রাসেল৷ মহম্মদ শামির এক ওভারে ৬ টি বলে তাঁর ৬ টি ছক্কার জেরে বঙ্গ পেসারের চোখ যেন ধাঁধিয়ে যায়৷ নিজের পারফরম্যান্সে বেজায় খুশি এই নাইট৷
এদিকে দিনটা নিঃসন্দেহে স্পেশাল আরেক ক্যারিবিয়ান ক্রিকেটারের৷ বরং বলা ভালো আরেক বিশ্বস্ত নাইটের৷ তিনি সুনীল নারিন৷ তিনি এদিন কেকেআরের হয়ে ১০০ উইকেট তুলে নিলেন৷
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
নাইটদের বিজয়োৎসবের টুকরো ছবি, খুশিতে ফুটছেন দীনেশ, নারিনরা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement