নাইটদের বিজয়োৎসবের টুকরো ছবি, খুশিতে ফুটছেন দীনেশ, নারিনরা

Last Updated:

জয়ের স্বাদ সব সময়েই মধুর৷ কিন্তু সেটা যদি আবার একটু অপেক্ষার পর হয় তাহলে মাধুর্য যেন আরও উপচে পড়ে৷ দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে কেকেআরের জয় ৭১ রানে ম্যাচ জিতেছে দীনেশ কার্ত্তিকের ছেলেরা৷

জয়ের স্বাদ সব সময়েই মধুর৷ কিন্তু সেটা যদি আবার একটু অপেক্ষার পর হয় তাহলে মাধুর্য যেন আরও উপচে পড়ে৷ দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে কেকেআরের জয় ৭১ রানে ম্যাচ জিতেছে দীনেশ কার্ত্তিকের ছেলেরা৷
দলের জয়ে অবদান রেখেছেন সকলেই৷ নীতিশ রানা-র ব্যাট হাতে ৩৫ বলে ৫৯, আন্দ্রে রাসেলের ১২ বলে ৪১৷ অন্যদিকে বল হাতে সুনীল নারিন, কুলদীপ যাদবের তিনটি করে উইকেট সব মিলিয়ে যেন পিকচার পারফেক্ট৷
এদিকে হ্যাপি নাইট ফ্যামিলি টিম হোটেলে ফেরার পরই ছিল সেলিব্রেশনের ব্যবস্থাও৷ কেকেআর টুইটার হ্যান্ডেলে উঁকি মারলেই বুঝে যাবেন ঠিক কতটা খুশি ছিল কিং খানের দলের ছেলেরা৷
advertisement
advertisement
এদিন কেকেআরের জার্সি গায়ে দারুণ নজির গড়ে খুশি ক্যারিবিয়ান ক্রিকেটার আন্দ্রে রাসেল৷ মহম্মদ শামির এক ওভারে ৬ টি বলে তাঁর ৬ টি ছক্কার জেরে বঙ্গ পেসারের চোখ যেন ধাঁধিয়ে যায়৷ নিজের পারফরম্যান্সে বেজায় খুশি এই নাইট৷
এদিকে দিনটা নিঃসন্দেহে স্পেশাল আরেক ক্যারিবিয়ান ক্রিকেটারের৷ বরং বলা ভালো আরেক বিশ্বস্ত নাইটের৷ তিনি সুনীল নারিন৷ তিনি এদিন কেকেআরের হয়ে ১০০ উইকেট তুলে নিলেন৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
নাইটদের বিজয়োৎসবের টুকরো ছবি, খুশিতে ফুটছেন দীনেশ, নারিনরা
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement