ধোনির লড়াই কাজে এল না, মোহালিতে শেষ হাসি হাসল প্রীতির পঞ্জাবই

Last Updated:

কিংস ইলেভেন পঞ্জাব : ১৯৭/৭ (২০ ওভার), চেন্নাই সুপার কিংস: ১৯৩/৫ (২০ ওভার)

কিংস ইলেভেন পঞ্জাব : ১৯৭/৭ (২০ ওভার)
চেন্নাই সুপার কিংস: ১৯৩/৫ (২০ ওভার)
৪ রান জয়ী কিংস ইলেভেন পঞ্জাব
advertisement
#মোহালি: ১৯৮ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল টিম সিএসকে ৷ সৌজন্যে অবশ্যই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ মোহালির মাঠে তাঁর মরণপণ লড়াই কিংস ইলেভেন পঞ্জাবের মালকিনের মুখ থেকে আরেকটু হলেই হাসি ছিনিয়ে নিচ্ছিল ৷ কিন্তু শেষপর্যন্ত সেটা হল না ৷ জয়ের থেকে মাত্র ৪ রান দূরে থামল সিএসকে ৷
advertisement
প্রথম কয়েকটি ম্যাচে সুযোগ না পেলেও এদিন কিংস ইলেভেনের হয়ে ওপেন করতে নেমেছিলেন ক্রিস গেইল ৷ মাত্র ৩৩ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে ক্যারিবিয়ান কিং ফের বুঝিয়ে দিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি ৷ টি২০ ফর্ম্যাটে তিনি এখনও বিশ্বের যে কোনও বোলারের কাছে ত্রাস ৷ ১৯৮ রানের টার্গেট তাড়া করতে নেমে সিএসকে ওপেনাররা রান না পেলেও দলের ইনিংসকে টানেন আম্বাতি রায়াডু ৷ ৩৫ বলে ৪৯ রান করেন তিনি ৷ রায়াডু রান আউট হওয়ার পর দলকে জেতানোর দায়িত্ব একাই নিজের কাঁধে  তুলে নেন ধোনি ৷ মাঠে সর্বত্র তখন একটাই স্লোগান, ‘‘ মাহি মার রাহা হ্যায়...৷ ’’ তাঁর ৪৪ বলে ৭৯ রানের ইনিংসে রয়েছে ৬টা চার এবং ৫টা ছক্কা ৷ কিন্তু শেষরক্ষা করতে পারলেন না তিনি ৷
advertisement
ম্যাচের পরে ধোনি বলেন, ‘‘ আমরা ভেবেছিলাম, দ্বিতীয় ইনিংসের সময় শিশির পড়বে। কিন্তু সে রকম কিছু হয়নি। ক্রিস গেইলের ইনিংস আর মুজিব-উর-রহমানের বোলিং ম্যাচটা জিতিয়ে দিল পঞ্জাবকে।’’
বাংলা খবর/ খবর/খেলা/
ধোনির লড়াই কাজে এল না, মোহালিতে শেষ হাসি হাসল প্রীতির পঞ্জাবই
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement