সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কের পদ থেকে ইস্তফা ওয়ার্নারের
Last Updated:
বল বিকৃতি বিতর্কের জেরে এবার সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব ছাড়লেন ওয়ার্নার।
#হায়দরাবাদ: স্মিথের পর এবার ডেভিড ওয়ার্নার। বল বিকৃতি বিতর্কের জেরে এবার সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব ছাড়লেন ওয়ার্নার। একই কারণে রাজস্থান রয়ালসের অধিনায়কত্ব ছাড়েন স্মিথ। আইপিএল থেকে সরে দাঁড়ালেন ডেভিড ওয়ার্নার ৷ সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কের পদ ছাড়লেন ওয়ার্নার ৷
“In light of recent events, David Warner has stepped down as captain of SunRisers Hyderabad. The new captain of the Team will be announced shortly.” – K.Shanmugam, CEO, SunRisers Hyderabad
— SunRisers Hyderabad (@SunRisers) March 28, 2018
advertisement
ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁকে একবছরের জন্য নির্বাসনের সিদ্ধান্ত নেওয়ার আগেই সানরাইজার্সের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান ওয়ার্নার ৷ আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি এবছর আইপিএলেও খেলা হচ্ছে না এই দুই ক্রিকেটারের ৷ নির্বাসনের ফলে ভারতের বিরুদ্ধে নিজের দেশে হতে চলা সিরিজেও খেলতে পারবেন না তিনি ৷ ব্যানক্রফট, ওয়ার্নার এবং অধিনায়ক স্মিথ তিনজনকেই প্রাথমিক তদন্তের পর দেশে ফিরতে বলে ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, কোচ ড্যারেন লেম্যানকে রেহাই দেওয়া হয়েছে গোটা বিষয় তিনি জড়িত নন বলে জানিয়ে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 28, 2018 2:24 PM IST