Indian Team Player: বাবা পারেননি, কিন্তু ছেলে পারল, ৬ বছর বয়সে বাবার হাত ধরেই মাঠে, এবার খেলবেন দেশের জার্সিতে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Indian Team Player: দেশের জার্সি গায়ে ফুটবল খেলতে নামতে চলেছে, হুগলির রিষড়ার ছেলে শুভম ভট্টাচার্য
হুগলি: ভারতীয় ফুটবল দলের জার্সি গায়ে এবার খেলতে দেখা যাবে হুগলির ছেলে শুভম ভট্টাচার্যকে। রিষড়ার এই প্রতিভাবান ফুটবলার ভারতীয় ফুটবল দলের অনূর্ধ্ব ২৩ বিভাগে খেলার সুযোগ পেয়েছে। মাত্র ছয় বছর বয়স থেকে ফুটবলে হাতে খড়ি হয়েছিল তার সেই থেকেই স্বপ্ন ছিল দেশের জার্সি গায়ে খেলার জন্য। অবশেষে সেই স্বপ্ন হচ্ছে পূরণ। ভারতীয় দলের হয়ে এবার ডিফেন্স থেকে মাঝ মাঠ সামলাতে দেখা যাবে শুভমকে।
বাবা ফুটবল খেললেও বড় মঞ্চে ওঠার সুযোগ পাননি। তবে ছেলের হাত ধরেই সেই অপূর্ণ স্বপ্ন এবার বাস্তব হল। রিষড়ার শুভম ভট্টাচার্য জায়গা করে নিলেন অনূর্ধ্ব-২৩ ভারতীয় ফুটবল দলে। বর্তমানে ওড়িশা এফসি-র হয়ে আইএসএল খেলছেন শুভম। মাত্র ৫-৬ বছর বয়সে স্থানীয় মাঠে বাবার হাত ধরে ফুটবলে পা রাখেন তিনি। বাবা শ্রীকান্ত ভট্টাচার্য ছেলেকে ছোট থেকেই মাঠে নিয়ে যেতেন নিয়মিত।
advertisement
advertisement
ছ’বছরের মধ্যেই শুভমের প্রতিভা নজরে পড়ে রিলায়েন্স ফাউন্ডেশনের। তারাই শুভমের পড়াশোনা ও খেলাধুলার সম্পূর্ণ দায়িত্ব নেয়। এরপর থেকেই উত্থান শুরু শুভমের। দেশের জার্সি গায়ে তোলার প্রথম ধাপে সফল এই তরুণ রক্ষণ ভাগের খেলোয়াড়। এখন লক্ষ্য, সিনিয়র জাতীয় দলের হয়ে খেলার। ছেলের এই কৃতিত্বে উচ্ছ্বসিত শুভমের বাবা ও পরিজনেরা। শুভম যেন হয়ে ওঠেন আগামী দিনের ভারতের ফুটবল তারকা এটাই এখন রিষড়া জুড়ে কামনা।
advertisement
Rahee Halder
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2025 7:15 PM IST









