খেলোয়াড়রা কি বিসিসিআই নির্বাচকদের ভয় পান? বড় মন্তব্য ভারতীয় তারকার

Last Updated:

Indian Cricketer Ajinkya Rahane Made A Big Comment On BCCI Selectors: ভারতের অভিজ্ঞ ব্যাটার এবং প্রাক্তন অধিনায়ক অজিঙ্কা রাহানে দেশের ঘরোয়া ক্রিকেটে নির্বাচক নিয়োগের পদ্ধতিতে মৌলিক পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন।

কী রকম সেই বয়কট? তবে কী খেলতে নামবেন না সূর্যকুমারেররা? সূত্রের খবর, তেমন কিছুই নয়। সূর্যকুমার যাদবেরা রবিবার ঠিক সময়েই খেলতে নামবেন। কিন্তু, তাঁদের সঙ্গে কোনও কর্তারা থাকবে না। ভারতীয় বোর্ডের কোনও কর্তা দুবাইয়ে এই ম্যাচে উপস্থিত থাকবেন না।
কী রকম সেই বয়কট? তবে কী খেলতে নামবেন না সূর্যকুমারেররা? সূত্রের খবর, তেমন কিছুই নয়। সূর্যকুমার যাদবেরা রবিবার ঠিক সময়েই খেলতে নামবেন। কিন্তু, তাঁদের সঙ্গে কোনও কর্তারা থাকবে না। ভারতীয় বোর্ডের কোনও কর্তা দুবাইয়ে এই ম্যাচে উপস্থিত থাকবেন না।
ভারতের অভিজ্ঞ ব্যাটার এবং প্রাক্তন অধিনায়ক অজিঙ্কা রাহানে দেশের ঘরোয়া ক্রিকেটে নির্বাচক নিয়োগের পদ্ধতিতে মৌলিক পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন। তিনি মনে করেন, সদ্য অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নির্বাচক হিসেবে নিয়োগ দিলে আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মেলানো সহজ হবে এবং খেলোয়াড়রাও স্বাধীনভাবে পারফর্ম করতে পারবে।
সম্প্রতি তার প্রাক্তন সতীর্থ চেতেশ্বর পুজারার ইউটিউব চ্যানেলে এক আলোচনায় রাহানে বলেন, “খেলোয়াড়দের যেন নির্বাচকদের ভয় না থাকে। নির্বাচকদের মানসিকতা আধুনিক ক্রিকেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। যারা পাঁচ-ছয় বা সাত-আট বছর আগে খেলেছে, তাদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বর্তমান ক্রিকেটের চাহিদা বুঝতে বেশি কার্যকর।”
advertisement
advertisement
রাহানে আরও বলেন, “আজকের ক্রিকেট দ্রুত বদলাচ্ছে। টি-টোয়েন্টি এবং আইপিএলের মতো ফরম্যাটে সফল হতে হলে ক্রিকেটারদের স্বাধীনভাবে খেলতে দিতে হবে। তাই নির্বাচকদেরও আধুনিক ক্রিকেট বুঝতে হবে এবং সেই অনুযায়ী দল নির্বাচন করতে হবে। প্রত্যেক রাজ্য থেকেই সাম্প্রতিক অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের নির্বাচক করা উচিত।”
বর্তমানে BCCI-এর নিয়ম অনুযায়ী, যেকোনো অবসরপ্রাপ্ত ক্রিকেটার যার অন্তত ১০টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, তিনি পাঁচ বছরের কুলিং-অফ পিরিয়ড শেষে রাজ্য দলের নির্বাচক হতে পারেন। জাতীয় নির্বাচকদের জন্য নিয়ম আরও কঠিন। ফলে সদ্য অবসর নেওয়া অনেক অভিজ্ঞ ক্রিকেটার এই সুযোগ থেকে বঞ্চিত হন।
advertisement
চেতেশ্বর পুজারা রাহানের প্রস্তাবের সঙ্গে একমত হলেও পরিমিত দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন, “বড় রাজ্যগুলিতে এটা বাস্তবায়ন সম্ভব। তবে এর মানে এই নয় যে পুরনো প্রজন্মের সফল খেলোয়াড়দের নির্বাচক হওয়ার সুযোগ পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত।”
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
খেলোয়াড়রা কি বিসিসিআই নির্বাচকদের ভয় পান? বড় মন্তব্য ভারতীয় তারকার
Next Article
advertisement
West Bengal Weather Update: হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন আবহাওয়া কেমন?
  • হাওয়া বদল বাংলায় !

  • বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া

  • আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement