কী করলে ওডিআই বিশ্বকাপে সুযোগ পাবেন রোহিত-কোহলি? শর্ত জানিয়ে দিলেন ভারতীয় তারকা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rohit Sharma And Virat Kohli: সম্প্রতি দুটি আইসিসি ট্রফি জয় করে বিশ্ব ক্রিকেটে দাপট দেখিয়েছে ভারতীয় ক্রিকেট দল। টি-২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি—এই দুই শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।
সম্প্রতি দুটি আইসিসি ট্রফি জয় করে বিশ্ব ক্রিকেটে দাপট দেখিয়েছে ভারতীয় ক্রিকেট দল। টি-২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি—এই দুই শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। কিন্তু টি-২০ ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর ওডিআই ফরম্যাটে তাদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশেষ করে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে রোহিত-কোহলিকে দেখা যাবে কিনা তা নিয়ে জল্পনার শেষ নেই।
advertisement
ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই ফরম্যাটভিত্তিক পরিবর্তনের পথে হাঁটছে। এর ইঙ্গিত পাওয়া গেছে শুভমান গিলকে ওডিআই অধিনায়ক হিসেবে ঘোষণা করার মধ্য দিয়ে। বোর্ড ও নির্বাচকরা পরবর্তী প্রজন্মকে সুযোগ দিতে চাইছেন। রোহিত ও কোহলির মতো সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে তাদের পারফরম্যান্স, ফিটনেস এবং খেলার প্রতি আগ্রহের ওপর।
advertisement
ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এই প্রসঙ্গে মন্তব্য করেছেন,"এটা নির্ভর করছে আপনি কতটা ক্ষুধার্ত, কতটা ফিট আছেন, এবং এখনও খেলায় আগ্রহ আছে কি না তার ওপর।" তিনি আরও বলেন, “এক-একটি সিরিজ করে ভাবতে হবে। এখনও অনেক সময় বাকি।” তার মতে, অস্ট্রেলিয়া সফরে ভালো পারফর্ম করতে পারলে তাদের আত্মবিশ্বাস বাড়বে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে।
advertisement
advertisement
ভারতের বর্তমান কোচ গৌতম গম্ভীরও রোহিত-কোহলির ভবিষ্যৎ নিয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করতে রাজি নন। তিনি বর্তমানে যারা ভালো খেলছে, তাদের নিয়েই ভাবতে আগ্রহী। তবে বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লার বক্তব্য একটু আলাদা। তিনি বলেন, “ওরা দুর্দান্ত ব্যাটসম্যান। এটাই তাদের শেষ সিরিজ—এমনটা বলা ভুল। অবসর নেওয়ার সিদ্ধান্ত খেলোয়াড়দের ওপরই নির্ভর করে।”
advertisement