কোহলির সেঞ্চুরিতে উচ্ছ্বসিত সচিন, শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা মাস্টার ব্লাস্টারের
- Published by:Sudip Paul
Last Updated:
ভারত বনাম শ্রীলঙ্কা একদিনের সিরিজের প্রথম ম্যাচ। টস হেরে প্রথমে ব্যাট করে ৩৭৩ রানের বিশাল স্কোর করল টিম ইন্ডিয়া। শতরান করলেন বিরাট কোহলি। অর্ধশতরান রোহিত শর্মা ও শুবমান গিলের। একাধিক রেকর্ড কোহলির ঝুলিতে।
#গুয়াহাটি: শ্রীলঙ্কার বিরুদ্ধে গুয়াহাটিতে ফের একবার কিং কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে বছরের শেষ ওয়ান ডে -তে শতরান করে যেখানে শেষ করেছিলেন বিরাট কোহলি। নতুন বছরের প্রথম একদিনের ম্যাচে ঠিক যেন সেখান থেকেই শুরু করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। একদিনের আন্তর্জাতিক কেরিয়ারের ৪৫ তম শতরান করেন বিরাট। ভেঙেছেন সচিন তেন্ডুলকরের একাধিক রেকর্ড। কোহলির অনবদ্য ইনিংসের প্রশংসা করলেন খোদ মাস্টার ব্লাস্টারও।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৮৭ বলে ১১৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন বিরাট কোহলি। ১২টি চার ও ১টি ছয়ে সাজানো তার ইনিংস। চলতি বছরে েদশের মাটিতে একদিনের বিশ্বকাপ রয়েছে। বছরের শুরু চেনা ছন্দে বিরাট কোহলিকে পেয়ে খুশি তার কোটি কোটি ফ্যানেরা। সচিন তেন্ডুলকর নিজে সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন। শত শতরানের মালিক লিখেছেন,'টপ অর্ডারে নেমে চমৎকার ব্যাটিং পারফরম্যান্স। এই ভাবে পারফর্ম করতে থাকো বিরাট,ভারতকে গর্বিত করতে থাকো।'
advertisement
इसी तरह विराट प्रदर्शन करते रहना, भारत का नाम रौशन करते रहना। Splendid batting performance by the top order!#INDvSL @imVkohli @ImRo45 @ShubmanGill pic.twitter.com/IAfLmEhFAH
— Sachin Tendulkar (@sachin_rt) January 10, 2023
advertisement
প্রসঙ্গত, এদিন শতরান করে সচিন তেন্ডুলকরের একটি রেকর্ড ভাঙলেন ও একটি রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি। আন্তর্জাতিক কেরিয়ারে ভারতের মাটিতে সচিন তেন্ডুলকর ১৬৪টি ওডিআই খেলে ২০টি সেঞ্চুরি করেছিল। বিরাট কোহলি এই ম্যাচের আগে ১০১টি ম্যাচ খেলে ১৯টি শতরান ছিল। গুয়াহাটিতে শতরান কর ১০২ ম্যাচে ২০টি শতরান করে মাস্টার ব্লাস্টারকে ধরলেন বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে সচিন তেন্ডুলকরের শতরানের সংখ্যা ছিল ৮৪ ম্যাচে ৮টি। মাত্র ৪৮ ম্যাচেই শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের ৯ নম্বর শতরান করে সচিনকে টপকে গেলেন বিরাট কোহলি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 10, 2023 8:44 PM IST