India vs Pakistan: এশিয়া কাপ অতীত, পাকিস্তানের সঙ্গে হ্যান্ডশেক বিতর্ক এবার বিশ্বকাপে! কিছুতেই হাত মেলাল না ভারত
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
India vs Pakistan: হ্যান্ডশেক বিতর্ক চলেছে এশিয়া কাপে, ভারত-পাকিস্তানের মধ্যে তিনটি ম্যাচে হাত মেলাননি কেউ। এবার সেই বিতর্ক মহিলাদের একদিনের বিশ্বকাপেও। রবিবার কলম্বোতে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান।
কলম্বো: হ্যান্ডশেক বিতর্ক চলেছে এশিয়া কাপে, ভারত-পাকিস্তানের মধ্যে তিনটি ম্যাচে হাত মেলাননি কেউ। এবার সেই বিতর্ক মহিলাদের একদিনের বিশ্বকাপেও। রবিবার কলম্বোতে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান।
কিন্তু এই ম্যাচের সব বিতর্ককে ছাপিয়ে গিয়েছে হাত না মেলানোর বিতর্ক। টসের সময়, ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কউর এবং তার পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা হাত মেলাননি। এশিয়া কাপে গিলরা যেমন টসের পর এড়িয়ে গিয়েছিলেন, সেভাবেই হ্যান্ডশেক এড়িয়ে যান হরমনপ্রীতরা।
advertisement
advertisement
মনে করা হচ্ছে মহিলাদের বিশ্বকাপও জমে উঠ হ্যান্ডশেক বিতর্কে। ইতিমধ্যেই হরমনপ্রীত এবং ফাতিমার হাত না মেলানোর ক্লিপটি ইন্টারনেটে ভাইরাল হচ্ছে। মহিলাদের চলতি বিশ্বকাপে ভারত প্রথম ম্যাচ জিতলেও প্রথম ম্যাচে হেরেছে পাকিস্তান। তাই এই ম্যাচটি দুই দলের জন্য গুরুত্বপূর্ণ। পাকিস্তান ম্যাচে প্রথম একাদশে একটি পরিবর্তন করেছে ভারত। অলরাউন্ডার আমানজোৎ কউর এই ম্যাচে খেলছেন না। ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনিই সর্বোচ্চ রান করেছিলেন।
advertisement
তবে যাই হোক, এশিয়া কাপে বিস্তর সমালোচনা হয়েছিল পাকিস্তানের সঙ্গে হাত না মেলানোর জন্য। এবার আইসিসির প্রতিযোগিতাতেও একই ঘটনা ঘটায় বিতর্ক কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 05, 2025 4:20 PM IST