Mamata Banerjee On SIR List: 'মানুষের পাশে থাকতে হবে', খসড়া তালিকা প্রকাশ হতেই 'নথি' নিয়ে বড় নির্দেশ মমতার
- Published by:Debalina Datta
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee On SIR List: তালিকা প্রকাশের পরেই বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তারপরেই তিনি জানিয়েছেন একের পর এক পদক্ষেপ যা দলীয় কর্মীদের তিনি নিতে নির্দেশ দিয়েছেন৷
কলকাতা: জেলায় জেলায় সর্বদলীয় বৈঠক করার পরেই জেলাশাসকরা খসড়া তালিকা প্রকাশ করে দিতে পারেন। জেলাগুলিকে নির্দেশ ছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের। তার আগে রাজনৈতিক দলগুলির হাতে খসড়া তালিকা দিতে হবে এমনটাই জানিয়েছিল তারা৷ এই নির্দেশ মেনেই সাতসকালেই নাম বাদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এরপরেই বৈঠকে ভবানীপুর বিধানসভার বিএলএ’দের নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শুনানি পর্বে এলাকার মানুষের পাশে থাকতে হবে। সবরকমভাবে সাহায্য করতে হবে। বাড়ি বাড়ি যেতে বলা হয়েছে৷
SIR-এ পশ্চিমবঙ্গের কাদের নাম বাদ গেল? CEO দফতরের ওয়েবসাইটে তালিকা প্রকাশ। ওয়েবসাইটে লগ ইন করলেই দেখা যাবে তালিকা। খসড়া তালিকার আগেই নাম বাদের তালিকা প্রকাশ। ওয়েবসাইট ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা। নাম বাদের তালিকা দেখা যাবে ceowestbengal.wb.gov.in -এই ওয়েবসাইটে। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫৮ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে তালিকা থেকে।
advertisement
advertisement
এদিকে তালিকা প্রকাশের পরেই বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তারপরেই তিনি জানিয়েছেন একের পর এক পদক্ষেপ যা দলীয় কর্মীদের তিনি নিতে নির্দেশ দিয়েছেন৷ তিনি বলেছেন, শুনানিতে সবার পাশে দাঁড়াতে হবে। পাড়ায় পাড়ায় ক্যাম্পে সমস্ত ধরণের সাহায্যের জন্য প্রস্তুত থাকতে বলেছেন৷ এরপর তিনি আরও বলেছেন, ‘‘কাগজ নিয়ে যাদের অসুবিধা হচ্ছে তাদের মে আই হেল্প ইউ ক্যাম্পে নিয়ে যান। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করুন।’’
advertisement
তাঁর কড়া নির্দেশ কোনও বৈধ ভোটারের নাম বাদ যাওয়া হবে না। তিনি প্রশ্ন তুলেছেন, বিএলও ও বিএলএ’দের সমন্বয় কেমন ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সূত্র মারফত খবর বিএলও এবং বিএলএদের সমন্বয় নিয়ে তিনি খুবই অসন্তুষ্ট৷
বিএলএ’রা অনেকেই জানিয়েছেন, তাঁরা সমস্ত বাড়িতেই গেছেন। কেউ কেউ যদি ফর্ম না ফেরত দেন, সেই অবস্থা সম্পর্কে তাঁরা বুঝতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘যাঁদের নাম বাদ গেছে তাঁদের প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ করতে হবে। জীবিত অথচ মৃত দেখানো হচ্ছে কিনা তা খুঁজে দেখতে হবে।’’ তাঁর বিশেষ নির্দেশিকা ‘বহুতলে বেশি করে নজর রাখুন।’
advertisement
তিনি বলেছেন ,‘‘শোনা যাচ্ছে বহু নাম বাদ পড়েছে। যত নাম বাদ পড়েছে, তা আবার খুঁটিয়ে চেক করুন। স্ক্রুটিনি করুন। কেন নাম বাদ পড়েছে। প্রত্যেকটি পার্ট ধরে ধরে চেক করুন।’’ বৈঠকে ভবানীপুর বিধানসভার বিএলএ’দের নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শুনানি পর্বে এলাকার মানুষের পাশে থাকতে হবে। সবরকমভাবে সাহায্য করতে হবে। বাড়ি বাড়ি যেতে বলা হয়েছে৷
advertisement
Abir Ghosal
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 16, 2025 9:54 PM IST










