Narendra Modi on North Bengal: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জেরে বিপর্যয় নিয়ে শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিপর্যয়ের জেরে উত্তরবঙ্গে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭ জনের।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জেরে বিপর্যয় নিয়ে শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিপর্যয়ের জেরে উত্তরবঙ্গে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭ জনের। অনির্দিষ্ট কালের জন্য পর্যটন কেন্দ্রগুলি বন্ধ করেছে জিটিএ।
এক্স হ্যান্ডলে একটি পোস্টে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন এবং বলেছেন যে দার্জিলিং এবং আশেপাশের এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মোদি লিখেছেন, “দার্জিলিংয়ে একটি সেতু দুর্ঘটনায় প্রাণহানির কারণে গভীরভাবে ব্যথিত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।” তিনি আরও লেখেন, “দার্জিলিং এবং আশেপাশের এলাকায় ভারী বৃষ্টি এবং ভূমিধসের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা ক্ষতিগ্রস্তদের সমস্ত সম্ভাব্য সহায়তা প্রদানের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
প্রসঙ্গত, আগামিকাল শিলিগুড়ি রওনা হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি জানান, আগামিকাল বেলা ৩টে নাগাদ শিলিগুড়ি পৌঁছবেন। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে পাঁচ জেলাশাসকদের নিয়ে জরুরী বৈঠক করেছেন তিনি।
The tragic loss of lives due to heavy rain and landslides in Darjeeling, West Bengal, is distressing. I express my heartfelt condolences to the bereaved families. I pray for the success of rescue and relief operations and wish a speedy recovery to those injured.
Authorities are closely monitoring the situation in Darjeeling and surrounding areas affected by heavy rainfall and landslides. My thoughts are with the bereaved families. Wishing the injured a quick recovery.
আজ উত্তরবঙ্গে দুর্যোগের আবহাওয়া। প্রবল বৃষ্টিতে এবং ঝোড়ো হাওয়ায় দুর্যোগ বেশি হবে আলিপুরদুয়ার জেলাতে। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে এই জেলাতে। অতি ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই। সোমবারেও ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ারে। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।