KKR News: নিলামের পর কেমন হল কেকেআরের ২৫ জনের পুরো দল? ব্যাটিং-বোলিং-অলরাউন্ডার বিভাগে কারা? দেখে নিন

Last Updated:
Kolkata Knight Riders: এবার আইপিএল নিলামে সবথেকে বেশি অ্যাক্টিভ ছিল কলকাতা নাইট রাইডার্স। নিলামে সবথেকে বেশি টাকা নিয়ে বসে, সবথেকে বেশি প্লেয়ারও কেনে ৩ বারের আইপিএল চ্যাম্পিয়নরা।
1/6
এবার আইপিএল নিলামে সবথেকে বেশি অ্যাক্টিভ ছিল কলকাতা নাইট রাইডার্স। নিলামে সবথেকে বেশি টাকা নিয়ে বসে, সবথেকে বেশি প্লেয়ারও কেনে ৩ বারের আইপিএল চ্যাম্পিয়নরা।
এবার আইপিএল নিলামে সবথেকে বেশি অ্যাক্টিভ ছিল কলকাতা নাইট রাইডার্স। নিলামে সবথেকে বেশি টাকা নিয়ে বসে, সবথেকে বেশি প্লেয়ারও কেনে ৩ বারের আইপিএল চ্যাম্পিয়নরা।
advertisement
2/6
এবার নিলামে সবথেকে বড় নাম ছিল অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তাকে ২৫.২০ কোটি টাকা দিয়ে কেনে কেকেআর। এছাড়াও একাধিক ক্রিকেটারকে দলে নেয় নাইটরা। তাদের মধ্য়ে মুস্তাফিজুর রহমান, মাথিশা পাথিরানা, রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, রাহুল ত্রিপাঠী অন্যতম।
এবার নিলামে সবথেকে বড় নাম ছিল অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তাকে ২৫.২০ কোটি টাকা দিয়ে কেনে কেকেআর। এছাড়াও একাধিক ক্রিকেটারকে দলে নেয় নাইটরা। তাদের মধ্য়ে মুস্তাফিজুর রহমান, মাথিশা পাথিরানা, রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, রাহুল ত্রিপাঠী অন্যতম।
advertisement
3/6
নিলামের আগে একাধিক তারকা ক্রিকেটারকে রিলিজ করেছিল কেকেআর। আর এবার নিলামে মোট ১৩ জনকে কিনেছে কিং খানের দল। কেমন হল কেকেআরের ২৫ জনের সম্পূর্ণ স্কোয়াড, চলুন দেখে নেওয়া যাক।
নিলামের আগে একাধিক তারকা ক্রিকেটারকে রিলিজ করেছিল কেকেআর। আর এবার নিলামে মোট ১৩ জনকে কিনেছে কিং খানের দল। কেমন হল কেকেআরের ২৫ জনের সম্পূর্ণ স্কোয়াড, চলুন দেখে নেওয়া যাক।
advertisement
4/6
ব্যাটার- অজিঙ্কে রাহানে, রিঙ্কু সিং, ফিন অ্যালেন, টিম সেইফার্ট, আংক্রিশ রঘুবংশী, রাহুল ত্রিপাঠী, মনীশ পান্ডে, রভম্যান পাওয়েল, তেজস্বী সিং, সার্থক রঞ্জন।
ব্যাটার- অজিঙ্কে রাহানে, রিঙ্কু সিং, ফিন অ্যালেন, টিম সেইফার্ট, আংক্রিশ রঘুবংশী, রাহুল ত্রিপাঠী, মনীশ পান্ডে, রভম্যান পাওয়েল, তেজস্বী সিং, সার্থক রঞ্জন।
advertisement
5/6
বোলার- মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, বৈভব অরোরা, হর্ষিত রানা, সুনীল নারিন, উমরান মালিক, বরুণ চক্রবর্তী, আকাশ দীপ, কার্তিক ত্যাগি।
বোলার- মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, বৈভব অরোরা, হর্ষিত রানা, সুনীল নারিন, উমরান মালিক, বরুণ চক্রবর্তী, আকাশ দীপ, কার্তিক ত্যাগি।
advertisement
6/6
অলরাউন্ডার- ক্যামেরন গ্রিন, রাচিন রবীন্দ্র, অনুকুল রায়, রমনদীপ সিং, প্রশান্ত সোলাঙ্কি, দক্স কামরা।
অলরাউন্ডার- ক্যামেরন গ্রিন, রাচিন রবীন্দ্র, অনুকুল রায়, রমনদীপ সিং, প্রশান্ত সোলাঙ্কি, দক্স কামরা।
advertisement
advertisement
advertisement