India vs Pakistan: ফের শুরু হতে চলেছে ভারত-পাকিস্তান সিরিজ? রজার বিনির কথায় আশার আলো! কী বললেন বিসিসিআই সভাপতি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Pakistan: এশিয়া কাপ উপলক্ষ্যে পাকিস্তানে গিয়েছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি ও ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। বিসিসিআই সভাপতি রজার বিনির কথায় ফের ভারত-পাক সিরিজ নিয়ে আশার আলো দেখতে পাচ্ছেন ক্রিকেট প্রেমিরা।
এশিয়া কাপ বা বিশ্বকাপের মত প্রতিযোগিতার মঞ্চে মুখোমুখি হলেও এক দশকেরও বেশি সময় ধরে বন্ধ ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। দুই প্রতিবেশি দেশের রাজনৈতিক সম্পর্কের জটিলতাই এর প্রধান কারণ। যার ফলে ক্রিকেট বিশ্বের সবথেকে উত্তেজক সিরিজ থেকে বঞ্চিত হচ্ছেন ক্রীড়া প্রেমিরা। কিন্তু এশিয়া কাপ উপলক্ষ্যে পাকিস্তানে গিয়েছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি ও ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। বিসিসিআই সভাপতি রজার বিনির কথায় ফের ভারত-পাক সিরিজ নিয়ে আশার আলো দেখতে পাচ্ছেন ক্রিকেট প্রেমিরা।
এবারের এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান। কিন্তু ভারতীয় দল পাকিস্তানে খেলতে যেতে আপত্তি করায় শেষমেশ হাইব্রিড মডেলে আয়োজন করা হচ্ছে এশিয়া সেরা হওয়ার প্রতিযোগিতা। এশিয়া কাপ ২০২৩ চলাকালীন, বিসিসিআই-এর প্রধান রজার বিনি এবং ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লাকে পাকিস্তান সফরে আমন্ত্রণ জানিয়েছিল পিসিবি। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ১৭ বছর পর কোনও বিসিসিআই কর্তারা গিয়েছিলেন পাকিস্তান সফরে। সেখানে আতিথিয়তায় মুগ্ধ রজারা বিনি। সফর শেষে মুখ খুললেন ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়েও।
advertisement
সফর শেষে ভারতে ফিরে এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই সভাপতি রজার বিনি বলেন,”সেখানে আমাদের যত্ন নেওয়া হয়েছিল। রাজার হালে রাখা হয়েছিল। এক দারুণ অভিজ্ঞতা ছিল। তবে ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে বিসিসিআই কিছু বলতে পারে না। কারণ এটি একটি সরকারি বিষয় এবং তাদের তরফ থেকে এটি বলতে হবে। আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। তবে আমি আশা করি এটি ঘটবে, কারণ (ওডিআই) বিশ্বকাপ আসছে, সেখানে পাকিস্তান দলও টুর্নামেন্ট খেলতে ভারতে আসবে।”
advertisement
advertisement
প্রসঙ্গত, আগামি রবিবার এশিয়া কাপের সুপার ফোরের ফের মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। দুই দেশের গ্রুপ পর্বের খেলা বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেয়েছে বাবররা। রবিবার কলম্বোতে শেষ হাসি কোন দল হাসে সেটাই দেখার অপেক্ষা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 08, 2023 9:35 AM IST