হোম /খবর /খেলা /
দ্বিতীয় টেস্ট হেরেই দেশে ফিরে গেলেন প্যাট কামিন্স, কারণটা কী, জানুন বিস্তারিত

India vs Australia: দ্বিতীয় টেস্ট হেরেই দেশে ফিরে গেলেন প্যাট কামিন্স, কারণটা কী, জানুন বিস্তারিত

প্যাট কামিন্স

প্যাট কামিন্স

India vs Australia: নাগপুরের পর দিল্লিতেও লজ্জার হারের সম্মুখীন হয়েছে অস্ট্রেলিয়াকে। দ্বিতীয় টেস্ট হারের পরই দেশে ফিরে গেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

  • Share this:

দিল্লি: নাগপুরে প্রথম টেস্টে ইনিংসে হার। দিল্লিতে প্রথম ইনিংসে ভালো শুরু করেও লজ্জার হার। বর্ডার গাভাসকর সিরিজে ৪ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে লিড নিয়েছে ভারতীয় দল। প্রথম দুটি টেস্ট হেরে সিরিজ জয়ের সুযোগ ইতিমধ্যেই হাতছাড়া করেছে ব্যাগি গ্রিনরা। দলের ব্যাটিং লাইনের পারফরম্যান্স নিয়ে উঠছে প্রশ্ন। সমালোচনা মুখে পড়তে হয়েছে ভারতের উইকেটে প্যাট কামিন্সের অধিনায়কত্ব নিয়েও। এরইমধ্যে দিল্লি টেস্ট হারের পর দেশে ফিরে গেলেন অজি অধিনায়ক।

প্যাট কামিন্সের দেশে ফেরার খবর জানিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম। হঠাৎ কেন সিরিজের মাঝখানে দেশে ফিরলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক সেই খবর সামনে আসতেই প্রাথমিকভাবে জল্পনা তৈরি হয়। তৃতীয় টেস্টে কামিন্সকে পাওয়া যাবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। যদিও পরে জানা যায় পারিবারিক কারণেই দেশে ফিরেছেন তিনি। তবে পাকাপাকি ভাবে নয়। মাঝপথে দলকে ছেড়ে গেলেও কয়েক দিন পরে ভারতে ফিরে আসবেন তিনি। তৃতীয় টেস্টে দলের দায়িত্বভার তিনিই সামলাবেন।

আরও পড়ুনঃ Lionel Messi: মেসির অবিশ্বাস্য গোল, স্তম্ভিত-হতবাক গোটা বিশ্ব, অবাক এমবাপে-নেইমার, দেখুন ভিডিও

প্রসঙ্গত, দিল্লি টেস্টে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। টস জিতে প্রথমে ব্যাট করে ২৬৫ রান করে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৮১ রান করেন উসমান খোয়াজা। ভারতের হয়ে ৪টি উইকেট নেন মহম্মদ শামি ও ৩টি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে ভারত করে ২৬২ রান। সর্বোচ্চ ৭৪ রান করেন অক্ষর প্যাটেল। অজিদের ৫ উইকেট নেন ন্যাথান লায়ন। ১ রানের লিড পায় ব্যাগি গ্রিনরা।

দ্বিতীয় ইনিংসে জাদেজা ও অশ্বিনের স্পিনের ভেলকিতে ১১৩ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ট্রেভিস হেড ৪৩ ও মার্নাস লাবুশানের ৩৫ ছাড়া কোনও অজি ব্যাযার দুই অঙ্কের স্কোর করতে পারেনি। রবীন্দ্র জাদেজা একাই ৭ উইকেট নেন। অশ্বিন নেন ৩ উইকেট। ১১৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে জযের লক্ষ্যে পৌছে যায় টিম ইন্ডিয়া। সর্বোচ্চ রোহিত শর্মা ও চেতেশ্বর পুজারা ৩১ করে রান করে। এই জয়ের ফলে ৪ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিও ধরে রাখল টিম ইন্ডিয়া।

Published by:Sudip Paul
First published:

Tags: Cricket, India vs Australia, Pat Cummins