Lionel Messi: মেসির অবিশ্বাস্য গোল, স্তম্ভিত-হতবাক গোটা বিশ্ব, অবাক এমবাপে-নেইমার, দেখুন ভিডিও

Last Updated:

Lionel Messi: ফরাসী লিগ ওয়ানের লিলের বিরুদ্ধে রুদ্ধশ্বাস থ্রিলারে মেসির শেষ মুহূর্তে করা অবিশ্বাস ফ্রি কিক থেকে গোলে জয় পায় পিএসজি। খেলার ফল ৪-৩। স্কোরলাইনই বলে দিচ্ছে কতটা হাড্ডাহাড্ডি ছিল এই ম্যাচ।

লিওনেল মেসি
লিওনেল মেসি
প্যারিস: আগামি মরসুমে তিনি পিএসজিতে লিওনেল মেসি থাকবেন কিনা তা নিয়ে চলছে জল্পনা। এমবাপের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জলঘোলা হচ্ছে অনেক দিন ধরেই। মেসি-নেইমার-এমবাকে একই ছাতার তলায় রাখতে যে সমস্যা হচ্ছে সেই কথা স্বীকারও করেছেন পিএসজি কোচ। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বায়ার্নের বিরুদ্ধে মেসির পারফরম্যান্স ফের একবার সরব হয়েছে সমালোচকরা। কিন্তু মুখে কোনও দিনই কিছু বললেননি আর্জেন্টাইন তারকা। যা প্রমাণ করার করেছে তাঁর বাঁ পা। আরও একবার সেটা প্রমাণ করে দেখালেন মেসি। যা দেখে হতবাক, স্তম্ভিত গোটা বিশ্ব।
ফরাসী লিগ ওয়ানের লিলের বিরুদ্ধে রুদ্ধশ্বাস থ্রিলারে মেসির শেষ মুহূর্তে করা অবিশ্বাস ফ্রি কিক থেকে গোলে জয় পায় পিএসজি। খেলার ফল ৪-৩। স্কোরলাইনই বলে দিচ্ছে কতটা হাড্ডাহাড্ডি ছিল এই ম্যাচ। ম্যাচের নির্ধারিত সময় এমবাপে জোড়া গোল করেন, একটি গোল করেন নেইমারও। কিন্তু তা শোধ করে খেলা ৩-৩ করেছিল লিলে। এই ম্যাচ ড্র হলে বা পিএসজি হারলে লিগ টেবিলে চাপ অনেকটাই বাড়ত। ম্যাচের ইনজুরি টাইমে ৯৫ মিনিটে আরও একবার মেসি ম্যাজিক দেখল গোটা বিশ্ব।
advertisement
advertisement
৯৫ মিনিটে বক্সের বাইরে ফ্রি কিক পায় পিএসজি। ম্যাচে জয় পাওয়ার সেটাই শেষ সুযোগ। ফ্রি কিক মারার দায়িত্ব কাঁধে তুলে নেন মেসি। সামনে অভেদ্য মানব প্রাচীর। মেসির সেট পিস রক্ষণের মানবপ্রাচীর ভেদ করে বল সুইং হয়ে গোলকিপারকে পরাস্ত করে পোস্টে লেগে গোলে ঢুকে যায়। লিলে গোলকিপার লুকাস শ্যাভেলিয়েরের কার্যত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন জালে বল জড়ানোর ঘটনা। ৯৫ মিনিটে মেসির দুর্ধর্ষ গোলের সৌজন্যে লিগা ওয়ানে পিএসজি ৮ পয়েন্টে এগিয়ে গেল দ্বিতীয় স্থানে থাকা মার্সেইয়ির থেকে। মেসির এমন অবিশ্বাস ফ্রি কিক দেখে গোটা বিশ্ব মুগ্ধ।
advertisement
advertisement
গোলের পর মেসির সেলিব্রেশনও ছিল দেখার মত। গ্যালারিতে উচ্ছ্বাস প্রকাশ করে তাঁর পরিবারও। মেসির গোলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে বেশি সময় লাগেনি। যতবার দেখা যায় সেই গোল ততবারই আপনি মুগ্ধ হবেন। হতবাক হয়ে যায় মেসি-এমবাপে সহ পিএসজি কোচও। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা কিংবদন্তি কেন বলা হয় মেসিকে তার প্রমাণ ফের দিয়ে গেল ওই বাঁ পায়ের ঝলকানি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Lionel Messi: মেসির অবিশ্বাস্য গোল, স্তম্ভিত-হতবাক গোটা বিশ্ব, অবাক এমবাপে-নেইমার, দেখুন ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ মিলবে শীঘ্রই, রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই, আগামী কয়েকদিনেই তাপমাত্রা কিছুটা কমতে পারে
শীতের আমেজ মিলবে শীঘ্রই, বৃষ্টির সম্ভাবনা নেই, আগামী কয়েকদিনেই তাপমাত্রা কিছুটা কমতে পারে
  • শীতের আমেজ মিলবে শীঘ্রই

  • রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই

  • আগামী কয়েকদিনেই তাপমাত্রা কিছুটা কমতে পারে

VIEW MORE
advertisement
advertisement