India vs Australia 2nd Test: রাহানের শতরানের পর জাদেজার হাফ-সেঞ্চুরি, মেলবোর্নে জয়ের স্বপ্ন দেখাচ্ছে ভারতকে

Last Updated:

১৩১ রানে পিছিয়ে থাকা অবস্থায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার জো বার্নস (৪)-এর উইকেট হারায় অস্ট্রেলিয়া ৷ তাঁকে আউট করেন উমেশ যাদব ৷

অস্ট্রেলিয়া: ১৯৫
ভারত: ৩২৬
#মেলবোর্ন:  আগের টেস্টেই ৩৬ রানে শেষ হয়ে গিয়ে নিজেদের সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া ৷ অধিনায়ক বিরাট কোহলি নেই ৷ চোটের জন্য ছিটকে গিয়েছেন মহম্মদ শামির মতো দলের অন্যতমে সেরা বোলার ৷ সবমিলিয়ে বেশ চাপেই মেলবোর্নে বক্সিং ডে টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল ভারত ৷ কিন্তু খেলা শুরুর প্রথম দিন থেকেই রাহানেরা বুঝিয়ে দিয়েছিলেন এই ভারতীয় দল সমালোচকদের মুখ বন্ধ করতে জানে ৷ অস্ট্রেলিয়াকে ১৯৫ রানে অল-আউট করার পর প্রথম ইনিংসে ৩২৬ রান করল ভারত ৷ রাহানের সেঞ্চুরির পর হাফ-সেঞ্চুরি করে দলের রানকে তিনশোর গণ্ডি টপকাতে সাহায্য করলেন রবীন্দ্র জাদেজা ৷ ৫৭ রান করেন তিনি ৷ ১১২ রান করে রান আউট হন অধিনায়ক অজিঙ্কা রাহানে ৷
advertisement
advertisement
advertisement
৩৬ রানে শেষ হওয়ার লজ্জা বয়ে বেড়াতে হচ্ছে টিম ইন্ডিয়াকে ৷ এই টেস্টে একটা ছোট্ট ভুল মানে আবার সব কিছু অন্ধকারে হারিয়ে যাওয়া। আবার সমালোচকদের দাঁত-নখ বার করে ঝাঁপিয়ে পড়া। সেখান থেকে পারিপার্শ্বিক বিচারে রাহানে টেস্টে নিজের সেরা ইনিংসটা খেলে গেলেন এমসিজিতে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১৯৫ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল পাঁচ উইকেটে ২৭৭। সোমবার, তৃতীয় দিনের সকালে আর মাত্র ৪৯ রানই যোগ করতে পারে ভারত ৷ ১৩১ রানে পিছিয়ে থাকা অবস্থায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার জো বার্নস (৪)-এর উইকেট হারায় অস্ট্রেলিয়া ৷ তাঁকে আউট করেন উমেশ যাদব ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Australia 2nd Test: রাহানের শতরানের পর জাদেজার হাফ-সেঞ্চুরি, মেলবোর্নে জয়ের স্বপ্ন দেখাচ্ছে ভারতকে
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement