ICC Women's T20 World Cup: অস্ট্রেলিয়ার কাছে হেরে আরও বিপাকে ভারত! মহিলাদের টি২০ বিশ্বকাপে সেমিফাইনালের আশা প্রায় শেষ

Last Updated:

ICC Women's t20 World Cup: সেমিফাইনালের আশা অনেকটাই কমে গেল ভারতের। সোমবার নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের কঠিন অঙ্কের উপর নির্ভর করছে ভারতের সেমিফাইনাল ভাগ্য।

টি২০ বিশ্বকাপে আবার হার ভারতের।
টি২০ বিশ্বকাপে আবার হার ভারতের।
শারজাহ: শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫১ রান করে অস্ট্রেলিয়ার মহিলা দল। ওপেনার গ্রেস হ্যারিস ৪১ বলে ৪০ রান করেন।
পরে তাহলিয়া ম্যাকগ্রাথ এবং এলিসে পেরি ৩২ রান করে অস্ট্রেলিয়াকে লড়াকু স্কোরে পৌঁছে দেন। বল হাতে ভারতের হয়ে রেনুকা সিং ৪ ওভার বল করে ২টি উইকেট নিয়ে ২৪ রান দেন। ২টি উইকেট নেন দীপ্তি শর্মাও। জবাবে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতে শেফালি ভার্মা এবং স্মৃতি মন্দনার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। শেফালি ১৩ বলে ২০ রান করে আউট হন। ১২টি বল খেলে মাত্র ৬ রান করেন স্মৃতি।
advertisement
advertisement
৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ভারতের হাল ধরেন দীপ্তি শর্মা এবং অধিনায়ক হরমনপ্রীত কওর। ব্যক্তিগত ২৫ বলে ২৯ করে আউট হন দীপ্তি। হরমনপ্রীত শেষ পর্যন্ত লড়াই করে ৪৭ বলে ৫৪ রান করে অপরাজিত থাকলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। শেষ ওভারে ভারতের জয়ের জন্য দরকার ছিল ১৪ রান।
advertisement
শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান করে ভারত। এই ম্যাচ হারের ফলে সেমিফাইনালের আশা অনেকটাই কমে গেল ভারতের। সোমবার নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের কঠিন অঙ্কের উপর নির্ভর করছে ভারতের সেমিফাইনাল ভাগ্য।
বাংলা খবর/ খবর/খেলা/
ICC Women's T20 World Cup: অস্ট্রেলিয়ার কাছে হেরে আরও বিপাকে ভারত! মহিলাদের টি২০ বিশ্বকাপে সেমিফাইনালের আশা প্রায় শেষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement