কমছে উত্তুরে হাওয়ার দাপট, বাড়ছে কুয়াশা! জাঁকিয়ে শীত কি এখানেই শেষ? বড়দিন থেকে পারদ নামার ইঙ্গিত হাওয়াঅফিসের!

Last Updated:
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে শীত কমলেও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা। বড়দিন থেকে তাপমাত্রা ফের কমতে পারে।
1/8
শীতের মাঝেই রাজ্যে আবহাওয়ার চরিত্রে আপাতত বদলের ইঙ্গিত। উত্তুরে হাওয়ার দাপট কিছুটা কম থাকায় শীতের আমেজও ফিকে হয়ে এসেছে। তার মধ্যেই কুয়াশার প্রভাব বাড়ছে একাধিক জেলায়। এই পরিস্থিতিতে আগামী কয়েক দিনের আবহাওয়া নিয়ে সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। 
শীতের মাঝেই রাজ্যে আবহাওয়ার চরিত্রে আপাতত বদলের ইঙ্গিত। উত্তুরে হাওয়ার দাপট কিছুটা কম থাকায় শীতের আমেজও ফিকে হয়ে এসেছে। তার মধ্যেই কুয়াশার প্রভাব বাড়ছে একাধিক জেলায়। এই পরিস্থিতিতে আগামী কয়েক দিনের আবহাওয়া নিয়ে সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। 
advertisement
2/8
আজ, শনিবার রাজ্য জুড়ে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় রয়েছে। শীতের আমেজ বেশ কিছুটা কমেছে এবং উইকেন্ডে উষ্ণতা সামান্য বাড়তে পারে। আগামী পাঁচ দিনে জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই।
আজ, শনিবার রাজ্য জুড়ে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় রয়েছে। শীতের আমেজ বেশ কিছুটা কমেছে এবং উইকেন্ডে উষ্ণতা সামান্য বাড়তে পারে। আগামী পাঁচ দিনে জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই।
advertisement
3/8
ড়দিন থেকে ফের কমবে তাপমাত্রা। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ নামতে পারে। তবে জাঁকিয়ে শীত নয়। ১৪ থেকে ১৫ ডিগ্রী সেলসিয়াস এর ঘরে পারদ থাকতে পারে।
ড়দিন থেকে ফের কমবে তাপমাত্রা। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ নামতে পারে। তবে জাঁকিয়ে শীত নয়। ১৪ থেকে ১৫ ডিগ্রী সেলসিয়াস এর ঘরে পারদ থাকতে পারে। 
advertisement
4/8
তবে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে ধীরে ধীরে পারদ নামতে পারে। এরই মধ্যে কুয়াশার প্রভাব বাড়ছে পশ্চিমের জেলাগুলি এবং উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে।
তবে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে ধীরে ধীরে পারদ নামতে পারে। এরই মধ্যে কুয়াশার প্রভাব বাড়ছে পশ্চিমের জেলাগুলি এবং উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে।
advertisement
5/8
শনিবার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
6/8
রবিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা থাকবে। সোমবার উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে। 
রবিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা থাকবে। সোমবার উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে। 
advertisement
7/8
কলকাতায় আজ মূলত পরিষ্কার আকাশ থাকবে। সকালে হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল ও সন্ধ্যায় শীতের অনুভূতি কম থাকবে এবং দিনের বেলায় কার্যত শীতের আমেজ থাকবে না। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি।
কলকাতায় আজ শনিবার মূলত পরিষ্কার আকাশ থাকবে। সকালে হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল ও সন্ধ্যায় শীতের অনুভূতি কম থাকবে এবং দিনের বেলায় কার্যত শীতের আমেজ থাকবে না। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি।
advertisement
8/8
গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫২ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ১৭ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উইকেন্ডে উষ্ণতা সামান্য বাড়তে পারে, তবে ২৫ ডিসেম্বর বড়দিন থেকে ফের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
গতকাল, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫২ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ১৭ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উইকেন্ডে উষ্ণতা সামান্য বাড়তে পারে, তবে ২৫ ডিসেম্বর বড়দিন থেকে ফের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
advertisement
advertisement