Assam Rail Accident :ছুটন্ত রাজধানীর চাকায় ছিন্নভিন্ন ৮ হাতি! অসমের নওগাঁও-তে ভয়াবহ দুর্ঘটনা, লাইনচ্যুত ট্রেনের ৫ কামরা
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
নয়াদিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল সাতটি হাতির। দুর্ঘটনার অভিঘাতে মোট সাতটি কামরাও লাইনচ্যুত হয়। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
advertisement
advertisement
advertisement
advertisement
উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার এবং লামডিং-এর বিভাগীয় রেলওয়ে ম্যানেজারসহ ঊর্ধ্বতন রেল কর্মকর্তারাও ঘটনাস্থলে ছুটে যান। ক্ষতিগ্রস্ত কোচগুলো বিচ্ছিন্ন করার পর লাইনচ্যুত ট্রেনটি আজ সকাল ৬টা ১১ মিনিটে গুয়াহাটির উদ্দেশ্যে ঘটনাস্থল থেকে রওনা করানো হয় । ট্রেনটি গুয়াহাটি পৌঁছানোর পর ক্ষতিগ্রস্ত কোচগুলোর যাত্রীদের জন্য অতিরিক্ত কোচ যুক্ত করা হবে এবং ট্রেনটি তার যাত্রা পুনরায় শুরু করবে।
advertisement
advertisement
ওই সেকশন দিয়ে যাওয়ার জন্য নির্ধারিত ট্রেনগুলোকে আপ লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পুনরুদ্ধারের কাজ চলছে।প্রসঙ্গত, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জন্য হাতির লাইন পারাপার একটি বড় সমস্যা। যা প্রায়শই ট্রেন চলাচলে বাধা দেয় এবং দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়, কারণ হাতিরা খাবারের খোঁজে বা করিডোর হিসেবে ব্যবহৃত পথে যাতায়াত করে। যদিও রেল কর্তৃপক্ষ 'ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম', আন্ডারপাস নির্মাণ, এবং চালকদের সতর্কতা ও প্রশিক্ষণের মাধ্যমে এই সমস্যা মোকাবিলা করার চেষ্টা করছে, তবুও প্রায়শই দুর্ঘটনা ঘটে ফলে এতে মানুষ এবং বন্যপ্রাণ দুইই ক্ষতিগ্রস্ত হয়






