বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠেও মেজাজ ঠিক নেই কোচ দ্রাবিড়ের ! কারণ জানেন?
- Published by:Rohan roychowdhury
Last Updated:
আমেদাবাদ: মেজাজটা ঠিক নেই ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের। কিছুটা বিরক্ত তিনি। ভাবতেই পারেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হওয়ার পরেও কেন মেজাজ খারাপ তার? আসলে সূচি নিয়ে ক্ষোভ রাহুলের মনে। ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট পাকা করেছে টিম ইন্ডিয়া। আগামী ৭-১১ জুন ইংল্যান্ডের ওভালে খেতাবি লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল।
বিলেতের খামখেয়ালি আবহাওয়া ও পিচের সঙ্গে মানিয়ে নিয়ে সেরা পারফরম্যান্স মেলে ধরা সবসময়ই কঠিন চ্যালেঞ্জ। গতবারও একই সমস্যায় পড়েছিল টিম ইন্ডিয়া। স্বপ্নভঙ্গ হয়েছিল নিউজিল্যান্ডের কাছে হেরে। এবার তাই সতর্ক কোচ রাহুল দ্রাবিড়। এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিতে চান তিনি। তবে তাঁকে চিন্তায় ফেলেছে আইপিএলের ধকল।
আরও পড়ুন - 'মোহনবাগানের মার্টিনেজ'! সমর্থকদের আদরের নাম ট্রফি জিতেই ঋণ শোধ করতে চান বিশাল
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি নিয়েও যে তিনি অখুশী, তা জানাতে ভোলেননি ‘দ্য ওয়াল’। আসলে আইপিএলের পর ডব্লুটিসি ফাইনালের প্রস্তুতির জন্য ভারতীয় ক্রিকেটাররা পর্যাপ্ত সময় পাবেন না। কারণ, ২৮মে শেষ হবে কোটিপতি লিগ। আর ডব্লুটিসি ফাইনাল শুরু ৭ জুন। মেরেকেটে হাতে সময় বলতে সপ্তাহ খানেক।
advertisement
advertisement
The #WTCFinal between India and Australia will be held at The Oval in London from June 7-11, while the IPL ends on June 1.#INDvAUS #INDvsAUS https://t.co/BnqbVXLmjp
— CricketNDTV (@CricketNDTV) March 13, 2023
দ্রাবিড় চাইছিলেন, কাউন্টি ক্লাবের বিরুদ্ধে দু’টি প্রস্তুতি ম্যাচে গা ঘামিয়ে নিয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে। তবে সমস্যায় ফেলেছে সময়। যা নিয়ে অসন্তোষ চেপে রাখেননি ভারতীয় দলের কোচ। ঘুরিয়ে তিনি দুষেছেন বিসিসিআই এবং আইসিসি’কে। দ্রাবিড়ের কথায়, আইপিএলের মতো বড় টুর্নামেন্টে খেলার ধকল অনেক বেশি। এক শহর থেকে অন্য শহরে ঘুরে বেড়াতে হয়।
advertisement
তার উপর আইপিএল ও ডব্লুটিসি ফাইনালের মধ্যে ফারাক খুব কম। একটা ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে সুইচওভার করা সহজ ব্যাপার নয়। তার উপর পরিবেশ যেখানে ভিন্ন। আমার কাছে এটা বড় চ্যালেঞ্জ। এই ব্যাপারে আমাদের সবারই ভাবা উচিত। তবে রোহিত শর্মা জানিয়েছেন যখন সুচি আগে থেকেই তৈরি তখন সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করার মানে নেই।
advertisement
বরং যে সাত দিন সময় পাওয়া যাবে তার মধ্যে অন্তত চার দিন কঠিন অনুশীলন এবং প্র্যাকটিস ম্যাচ খেলে ইংল্যান্ডের সিমিং উইকেটের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করতে হবে। অযথা ভেবে চাপ বাড়াতে চান না। শামি, সিরাজ, শারদুল - তিন পেসার নিশ্চিত। একজন বাঁহাতি পেসার লক্ষ্য ভারতের। সেটা জয়দেব উনাদকাট নাকি আরশদীপ সিং - কে হবেন তাড়াতাড়ি ঠিক করতে হবে ভারতকে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2023 12:26 PM IST