'মোহনবাগানের মার্টিনেজ'! সমর্থকদের আদরের নাম ট্রফি জিতেই ঋণ শোধ করতে চান বিশাল

Last Updated:
লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, বিশাল এখন মোহনবাগানের প্রাণ ভোমরা
লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, বিশাল এখন মোহনবাগানের প্রাণ ভোমরা
কলকাতা: ওড়িশার বিরুদ্ধে যুবভারতীতে কয়েক মিনিটের জন্য জ্ঞান হারিয়েছিলেন তিনি। বিপক্ষ দলের ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সঙ্গে সংঘর্ষে ঘটে যেতে পারত দুর্ঘটনা। তবে শেষ পর্যন্ত উঠে দাঁড়িয়েছিলেন বিশাল কাইথ। মোহনবাগান জিতেছিল ম্যাচটা। তারপর হায়দারাবাদ গিয়ে ড্র। এবার কলকাতায় জয়। সেমি-ফাইনালের বাধা অতিক্রমের মুহূর্তে যুবভারতীর রং সবুজ-মেরুন।
গ্যালারিতে মোহন বাগান সমর্থকরা একে অপরকে আবির মাখাতেই ব্যস্ত। দু’বছর পরে ফের আইএসএল ফাইনালে উঠল পালতোলা নৌকা। সোমবারের রাতে তো তাই এই ছবি প্রত্যাশিত। গোলের নীচে আরও একবার দলকে ভরসা জোগালেন বিশাল কেইথ। ম্যাচ শেষে বাগানের দুর্গপ্রহরী জানান, টাই-ব্রেকারের আগে গোলরক্ষক কোচের সঙ্গে আলোচনা করি।
advertisement
advertisement
বিপক্ষের কোন ফুটবলার কোনদিকে শট নিতে পারে তা বুঝে নেওয়াই ছিল আমার কাজ। সমর্থকদের সামনে সেরা পারফরম্যান্স মেলে ধরতে পেরেছি। তবে কাজ এখনও শেষ হয়নি। এবার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। এই এই সাফল্য আমার একার নয়, গোটা দলের। উল্লেখ্য, চলতি মরশুমে ১২টি ম্যাচ দুর্গ অটুট রেখে গুরপ্রীত সিং সান্ধুকে (১১) পিছনে ফেললেন বিশাল।
advertisement
কোচ ফেরান্দো জানান, যে কোনও পরিস্থিতির জন্য তৈরি ছিলাম। পেনাল্টি শ্যুট-আউটের আগে ছেলেদের মনোবল বাড়ানোর চেষ্টা করেছি। জানতাম, বিশাল কিছু একটা করবে। ফাইনালে পৌঁছনোর জন্য মোহন বাগানকে কৃতিত্ব দিলেন হায়দরাবাদ কোচ মানোলো মার্কুয়েজ। তিনি বলেন, যোগ্য দল হিসেবেই ওরা ফাইনালে পৌঁছেছে। শনিবার উপভোগ্য ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছি।
বিশাল জানিয়েছেন সমর্থকদের দেওয়া মোহনবাগানের মার্টিনেজ নামটা উপভোগ করছেন তিনি। কেউ আবার তাকে ফ্লায়িং কাইট ( উড়ন্ত ঘুড়ি) সঙ্গে তুলনা করেছেন। এত ভালবাসা এর আগে পাননি। তাই শনিবার আইএসএল ফাইনালে বেঙ্গালুরুকে হারিয়ে এটিকে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করার জন্য মরিয়া শিমলার ছেলে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
'মোহনবাগানের মার্টিনেজ'! সমর্থকদের আদরের নাম ট্রফি জিতেই ঋণ শোধ করতে চান বিশাল
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement