Ind vs Sa 2nd T20 : ৭টি ওয়াইড, এক ডজনেরও বেশি বলে ওভার, অর্শদীপ সিংয়ের কেরিয়ার কি শেষ! গম্ভীরের মুখ-চোখ বদলে গেল

Last Updated:

Ind vs Sa 2nd T20 : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে টিম ইন্ডিয়ার পেসার অর্শদীপ সিং একটি ছক্কার কারণে বেশ চাপে পড়ে যান।

News18
News18
নিউ চণ্ডীগড় : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে টিম ইন্ডিয়ার পেসার অর্শদীপ সিং একটি ছক্কার কারণে বেশ চাপে পড়ে যান। ইনিংসের ১১তম ওভার করতে আসা অর্শদীপের প্রথম বলেই দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ছক্কা হাঁকান। এর পর অর্শদীপ বারবার ওয়াইড করতে থাকেন। একের পর এক ওয়াইড দেখে ডাগআউটে বসে থাকা প্রধান কোচ গৌতম গম্ভীরও বিরক্ত হয়ে ওঠেন। গম্ভীরের সেই রাগান্বিত প্রতিক্রিয়া এখন সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে।
অর্শদীপের লাইন-লেন্থ এমনভাবে নড়বড়ে হয়ে যায় যে নিজের ওভার শেষ করতে তাঁকে মোট ১৩টি বল করতে হয়। এই ওভারে অর্শদীপ সিং মোট ৭টি ওয়াইড দেন। একটি ছক্কা-সহ ওই ওভার থেকে দক্ষিণ আফ্রিকা মোট ১৮ রান তুলে নেয়। নিজের বোলিং দেখে অর্শদীপ সিং নিজেও বেশ হতাশ ছিলেন। তবে কোনওভাবে ওই ওভার শেষ করে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
advertisement
আরও পড়ুন- বিরাট-রোহিতের লড়াই শুরু! আইসিসি যা করল, রো-কো জুটি পেলেন পুরস্কার
অর্শদীপ সিংয় একটি ছক্কা হজম করার পরই তাঁর লাইন-লেন্থ নড়বড়ে হয়ে গিয়েছিল। সেই কুইন্টন ডি কক ম্যাচে সেঞ্চুরি করতে পারেননি। ডি’কক খুব দ্রুত সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি তা পূরণ করতে পারেননি। বরুণ চক্রবর্তীর বলে তিনি জিতেশ শর্মার হাতে রান-আউট হয়ে যান। প্রথম টি২০-তে খাতা না খুলেই আউট হওয়া ডি কক এই ম্যাচে ৪৬ বলে ৯০ রান করেন। তাঁর এই ইনিংসে ছিল ৭টি ছক্কা ও ৫টি চার। তবে শুরুতে একটি উইকেট পড়ে যাওয়ার পর ডি কক যেভাবে ইনিংস সামলেছিলেন, তার জন্য তাঁর প্রশংসা প্রাপ্য। ৪ উইকেট হারিয়ে ২১৩ রান করে দক্ষিণ আফ্রিকা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Sa 2nd T20 : ৭টি ওয়াইড, এক ডজনেরও বেশি বলে ওভার, অর্শদীপ সিংয়ের কেরিয়ার কি শেষ! গম্ভীরের মুখ-চোখ বদলে গেল
Next Article
advertisement
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের, খোলা মনে আলোচনায় বসার পরামর্শ রাজ্যকে
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের
  • কোভিড যদি আবার ফেরত না আসে তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনওদিনই কমবে না। চিংড়িহাটা মেট্রো প্রকল্প সংক্রান্ত মামলায় এমনটাই মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের। একইসঙ্গে রাজ্যকে খোলা মনে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে আদালত

VIEW MORE
advertisement
advertisement