Virat Kohli : বিরাট-রোহিতের লড়াই শুরু! আইসিসি যা করল, রো-কো জুটি যেমন পেলেন পুরস্কার, তেমনই শুরু হয়ে গেল প্রতিযোগিতা

Last Updated:

Virat Kohli Ranking : ICC-র সাম্প্রতিক ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বিরাট কোহলি দুটি ধাপ উঠে দ্বিতীয় স্থানে পৌঁছেছেন। আর ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ২০২৫ সালের শেষে নম্বর ওয়ান ওয়ানডে ব্যাটসম্যান।

News18
News18
মুম্বই : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সম্প্রতি শেষ হওয়া একদিনের সিরিজে ধারাবাহিক দুটি সেঞ্চুরি এবং একটি অর্ধশতক করা বিরাট কোহলির জন্য সুখবর। ICC-র সাম্প্রতিক ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বিরাট কোহলি দুটি ধাপ উঠে দ্বিতীয় স্থানে পৌঁছেছেন। আর ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ২০২৫ সালের শেষে নম্বর ওয়ান ওয়ানডে ব্যাটসম্যান।
বিরাট কোহলি এপ্রিল ২০২১-এ ICC-এর নম্বর ওয়ান ব্যাটসম্যান ছিলেন। কিন্তু পাকিস্তানের বাবর আজম তখন তাঁকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছিলেন। তখন থেকে কিং কোহলি আর কখনও একদিনের ব্যাটসম্যানদের তালিকায় প্রথম স্থান পেতে পারেননি। ৩৭ বছর বয়সী কোহলিকে তিন ম্যাচে ৩০২ রান করার জন্য সিরিজের সেরা খেলোয়াড় হিসেবে বেছে নেওয়া হয়েছে।
রোহিত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ১৪৬ রান করে র‍্যাঙ্কিং-এর শীর্ষে নিজের অবস্থান অটুট রেখেছেন। কোহলি বিশাখাপত্তনমে সিরিজের শেষ ম্যাচে অপরাজিত ৬৫ রানের ইনিংসের সুবাদে রোহিতের থেকে মাত্র আট রেটিং পয়েন্ট পিছনে রয়েছেন। রোহিতের ৭৮১ এবং কোহলির ৭৭৩ পয়েন্ট রয়েছে।
advertisement
advertisement
শুভমান গিল আহত থাকার কারণে তিন ম্যাচের সিরিজে খেলতে না পারলেও র‍্যাঙ্কিংয়ে তিনি পঞ্চম স্থানে রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে দলের নেতৃত্ব নেওয়া লোকেশ রাহুল দুটি ধাপ উন্নতি করে ১২তম স্থানে অবস্থান করছেন।
আরও পড়ুন- চরম অন্যায়! দলে নির্বাচন করেনি কোচ, বেধড়ক মার দিল ক্রিকেটার, মাথায় পড়ল ২০ টি স্টিচ
স্পিনার কুলদীপ যাদব বোলারদের তালিকায় তিন ধাপ উন্নতি করে তৃতীয় স্থানে চলে এসেছেন। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডিকক (তিন ধাপ এগিয়ে ১৩তম স্থানে), এডেন মার্করাম (চার ধাপ এগিয়ে ২৫তম স্থানে) এবং টেম্বা বাভুমা (তিন ধাপ এগিয়ে ৩৭তম স্থানে) র‍্যাঙ্কিংয়ে সুবিধা পেয়েছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli : বিরাট-রোহিতের লড়াই শুরু! আইসিসি যা করল, রো-কো জুটি যেমন পেলেন পুরস্কার, তেমনই শুরু হয়ে গেল প্রতিযোগিতা
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement