20 Stitches On Head And Fractured Shoulder: চরম অন্যায়! দলে নির্বাচন করেননি কোচ, তাই বেধড়ক মার দিল ক্রিকেটার, মাথায় পড়ল ২০ টি স্টিচ, ভেঙেছে কাঁধও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
20 Stitches On Head And Fractured Shoulder: চরম অন্যায়! দলে নির্বাচন করেননি কোচ, তাই বেধড়ক মার দিল ক্রিকেটার, মাথায় পড়ল ২০ টি স্টিচ, ভেঙেছে কাঁধও
কলকাতা : ক্রিকেটকে বলা হত জেন্টলসম্যান গেম- সোজা ভাষায় ভদ্দরলোকেদের খেলা৷ আর সেই ট্যাগলাইন ফের একবার কলঙ্কিত করলেন পন্ডিচেরির ক্রিকেটাররা৷ সৈয়দ মুস্তাক আলি ট্রফির দল নির্বাচনে তাঁদের রাখা হয়নি এই অভিযোগে ক্রিকেট অ্যাসোসিয়েশন পন্ডিচেরি -র অনুর্ধ্ব ১৯ হেড কোচকে বীভৎসভাবে মারধর করেছে বলে অভিযোগ৷
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ পন্ডিচেরি (Cricket Association of Pondicherry -CAP)-র অনুর্ধ্ব ১৯ হেড কোচকে তিনজন লোকাল ক্রিকেটার দ্বারা ‘হত্যার উদ্দেশ্যে’ মারধর করা হয়েছিল বলে অভিযোগ ৷ এই ক্রিকেটাররা সৈয়দ মুস্তাক আলি ট্রফি টুর্নামেন্টের জন্য উপেক্ষিত হয়েছিলেন৷ The Indian Express-এর রিপোর্ট অনুসারে, এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ৮ ডিসেম্বর সকালে৷ যখন নিগ্রহের শিকার হওয়া ভেঙ্কটরামন সিএপি কমপ্লেক্সের ভিতরে ছিলেন।
advertisement
কোচের মাথায় আঘাত লেগেছে ও কাঁধ ভেঙে গেছে বলে জানা গেছে। তার কপালে ২০টি সেলাই পড়েছে। এই ঘটনার প্রেক্ষিতে একটি FIR দায়ের হয়েছে এবং অভিযুক্ত ক্রিকেটাররা, সকলেই স্থানীয় এবং এই মুহূর্তে পলাতক।
advertisement
advertisement
সেদারপেট পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর এস রাজেশ বলেছেন, “ভেঙ্কটরামনের কপালে ২০টি সেলাই পড়েছে, তবে তিনি স্থিতিশীল আছেন। ওই খেলোয়াড়রা পলাতক, এবং আমরা তাদের খুঁজছি। আরও তথ্য সময়মতো জানানো হবে৷ ”
তাঁর অভিযোগে, ভেঙ্কটরামন দাবি করেছেন যে Bharathidasan Pondicherry Cricketers’ Forum-র সচিব জি চন্দ্রন ওই তিন ক্রিকেটারকে আক্রমণ করতে উস্কানি দিয়েছেন।
advertisement
“৮ ডিসেম্বর, ২০২৫ তারিখে সকাল ১১টা নাগাদ আমি CAP কমপ্লেক্সের ভিতরে ইন্ডোর নেটে ছিলাম, তখন পন্ডিচেরির সিনিয়র ক্রিকেটার কার্তিকেয়ন, অরবিন্দরাজ, এবং সন্তোষ কুমারন এসে আমাকে গালাগালি করতে শুরু করে, এবং বলে আমি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দলে তাদের না নেওয়ার জন্য দায়ী। তখন অরবিন্দরাজ আমাকে ধরে রাখে, কার্তিকেয়ন, সন্তোষ কুমারন আমায় মেরে ফেলার উদ্দেশ্যে ব্যাট নিয়ে আমাকে মারতে শুরু করে৷ তারা আমাকে মারতে মারতে বলে চন্দ্রন তাদের বলেছে আমাকে মেরে ফেললে তবেই তারা সুযোগ পাবে৷ ” নিজের পুলিশ কমপ্লেনে এই বয়ানেই লিখেছেন তিনি৷
advertisement
পন্ডিচেরি ক্রিকেটার্স ফোরামের ভারতীদশন এই অভিযোগ অস্বীকার করেছে৷ ফোরামের প্রেসিডেন্ট সেনথিল কুমারন চন্দ্রনের বিরুদ্ধে আনা অভিযোহ অস্বীকার করেছেন৷ “Venkataraman-এর বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল। তিনি প্রায়ই লোকাল ক্রিকেটারদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, অশ্লীল ভাষা ব্যবহার করেন। কুমারন বলেছেন, চন্দ্রনের প্রতি তাঁর ক্ষোভও সবার জানা, কারণ আমরা গত সাত বছরে CAP-এর বিভিন্ন বিষয় নিয়ে বারবার BCCI-তে অভিযোগ জানিয়েছি৷”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 10, 2025 12:03 PM IST








