IND vs SA 3rd ODI : ডি ককের দুরন্ত শতরান, হোয়াইটওয়াশ বাঁচাতে ২৮৮ রান তুলতে হবে ভারতকে

Last Updated:

IND vs SA 3rd ODI Quniton de Kock brilliant century takes South Africa to fighting total at Cape Town. ভারতের বিরুদ্ধে একদিনের ক্রিকেটের নিজের ১৭ তম শতরান করলেন কুইন্টন ডি কক, প্রসিধ কৃষ্ণ নিলেন তিনটি উইকেট

ভারতের বিরুদ্ধে একদিনের ক্রিকেটের নিজের ১৭ তম শতরান করলেন কুইন্টন ডি কক
ভারতের বিরুদ্ধে একদিনের ক্রিকেটের নিজের ১৭ তম শতরান করলেন কুইন্টন ডি কক
#কেপটাউন: টেস্ট সিরিজের পর আগেই হাত ছাড়া হয়েছিল একদিনের সিরিজ। পার্ল বলান্ড পার্ক স্টেডিয়ামে শুক্রবারই সিরিজ হেরে গিয়েছিল ভারত। আজ কার্যত নিয়ম-রক্ষার ম্যাচ ছিল। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা ভারতের বিরুদ্ধে ৩-০ জয়ের হুমকি দিয়েছিলেন। অন্যদিকে ভারতের লক্ষ্য ছিল শেষ ম্যাচটা অন্তত জিতে হোয়াইটওয়াশ বাঁচানো।
টস জিতে কেপ টাউনে বল করার সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক কে এল রাহুল। এদিন দলে চারটি পরিবর্তন করেছিল ভারত। অশ্বিন, শার্দূল, ভেঙ্কটেশ এবং ভুবনেশ্বরের জায়গায় এলেন সূর্যকুমার, জয়ন্ত, প্রসিদ্ধ এবং দীপক চাহার। তিন নম্বর ওভারেই জানেমান মালানকে তুলে নিলেন দীপক চাহার। ক্রিকেটের পেছনে পন্থকে ক্যাচ দিয়ে ফেরেন মালান। অল্প সময়ের মধ্যেই সরাসরি ছুঁড়ে বাভুমাকে (৮) রান আউট করেন অধিনায়ক রাহুল।
advertisement
advertisement
মার্করাম (১৫) করে ফেললেন সেই দীপক চাহারের বলে। মনে হয়েছিল এই জায়গা থেকে ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে নেবে ভারত। কিন্তু সেটা হতে দিলেন না কুইন্টন ডি কক এবং ভ্যান ডের ডুসেন। আগের দিন ৭৮ করে ফিরে গিয়েছিলেন ডি কক। তাতেই ম্যাচের সেরা হয়েছিলেন। আজ ভারতের বিরুদ্ধে ষষ্ঠ শতরান এবং সব মিলিয়ে একদিনের ক্রিকেটে ১৭ তম শতরান করলেন ডি কক।
advertisement
বুমরাহ, দীপক চাহার, জয়ন্ত যাদবদের যেখানে ইচ্ছে সেখানে মারলেন। অবশেষে বুমরাহর বলে আউট হলেন শিখর ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে। ততক্ষণে ১২৪ করে দিয়েছেন দক্ষিণ আফ্রিকান উইকেট রক্ষক। ডুসেনের সঙ্গে তার ১৪৪ রানের পার্টনারশিপ ভারতের রক্তচাপ বাড়ানোর পক্ষে যথেষ্ট। ডি কক আউট হওয়ার পর ভারতীয় ক্রিকেটাররা তাকে শুভেচ্ছা জানালেন।
advertisement
এর কিছু পরেই চাহাল ফিরিয়ে দিলেন ডের দুসেনকে (৫২) । ডিপ মিড উইকেটে দুরন্ত ক্যাচ নিলেন শ্রেয়স আইয়ার। যে গতিতে রান তুলছিল দক্ষিণ আফ্রিকা, মিলার এবং ফেলুকাওকে কিছুটা আটকে রাখল ভারত। বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে জয়ন্ত যাদব বেশি বুদ্ধি করে বল করলেন।
এরপর ফেলুকায়ও ৪ করে রান আউট' হলেন। এই জায়গা থেকে দক্ষিণ আফ্রিকার রান বাড়িয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল ডেভিড মিলারের ওপর। কিলার মিলার কতটা ভয়ংকর হতে পারেন সেটাই ছিল দেখার। এদিন অফ স্পিন বল করতে দেখা গেল শ্রেয়স আইয়ারকেও।
advertisement
মিলারকে সাহায্য করলেন প্রিটোরিয়াস (২০)। মিলার আউট হলেন ৩৯ করে প্রসিধের বলে। ক্যাচ নিলেন কোহলি। দক্ষিণ আফ্রিকা ৩০০ ছুঁতে না পারলেও, এই রান ভারতের পক্ষে যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA 3rd ODI : ডি ককের দুরন্ত শতরান, হোয়াইটওয়াশ বাঁচাতে ২৮৮ রান তুলতে হবে ভারতকে
Next Article
advertisement
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ?
  • হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে

VIEW MORE
advertisement
advertisement