IND vs SA: গম্ভীরের সঙ্গে দীর্ঘ সময় কথা, ইডেন টেস্টের আগে চাপে গিল! নেটে দীর্ঘ সময় ঝরালেন ঘাম

Last Updated:

IND vs SA 1st Test: ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে লাল বলের প্রস্তুতিতে মনোনিবেশ করেছেন।

News18
News18
ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে লাল বলের প্রস্তুতিতে মনোনিবেশ করেছেন। মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেনে প্রায় দেড় ঘণ্টার নিবিড় নেট সেশনে ব্যাট হাতে দেখা যায় তাঁকে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে অর্ধশতরা ও অপরাজিত সেঞ্চুরি করলেও সাম্প্রতিক সীমিত ওভারের ক্রিকেটে তিনি রান পাচ্ছেন না। অস্ট্রেলিয়ায় আট ইনিংসে তাঁর একমাত্র উল্লেখযোগ্য ইনিংস ছিল ৪৬ রানের, যা তাঁকে ফর্ম পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা অনুভব করিয়েছে।
নেট সেশন শুরুর আগে গিলের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন প্রধান কোচ গৌতম গম্ভীর ও সহকারী কোচ সিতাংশু কোটাক। ধারণা করা হচ্ছে, তাঁরা গিলের ব্যাটিং টেম্পো ও মানসিক প্রস্তুতি নিয়ে কথা বলেন। এরপর গিল সতীর্থদের সঙ্গে স্লিপ ফিল্ডিং অনুশীলনে যোগ দেন এবং পরে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ব্যাট হাতে নামেন। প্রথমে স্পিনার রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর-এর বিপক্ষে অনুশীলন করেন তিনি, যেখানে বেশিরভাগ শট খেলেন মাটিতে এবং মাঝে মাঝে সুইপ শট ব্যবহার করেন।
advertisement
স্পিন মোকাবিলা শেষে গিল মুখোমুখি হন পেসারদের। শুরুতে জসপ্রিত বুমরাহর কয়েক ওভার সামলান, এরপর নিতীশ কুমার রেড্ডি ও স্থানীয় ক্লাব বোলারদের মুখোমুখি হন। তাঁরা বলের সিম মুভমেন্ট দিয়ে গিলকে চ্যালেঞ্জ জানান। এরপর সাপোর্ট স্টাফের একজন সাইডআর্ম দিয়ে তাঁকে অতিরিক্ত বাউন্স ও গতি দেওয়া থ্রোডাউন করান, যাতে গিল দ্রুতগতির বলের সঙ্গে মানিয়ে নিতে পারেন।
advertisement
advertisement
সাইড নেটে প্রায় এক ঘণ্টা ব্যাটিংয়ের পর গিল যান কেন্দ্রীয় উইকেটে, যেখানে আরও ৩০ মিনিট অনুশীলন করেন বোলিং কোচ মর্নে মরকেলের তত্ত্বাবধানে। মরকেল নিজেও থ্রোডাউনে গতি ও বাউন্স তৈরি করে গিলকে পরীক্ষা নেন। এই সেশন থেকে স্পষ্ট, গিল টেস্ট সিরিজের আগে নিজের ছন্দ ফিরে পেতে মরিয়া।
advertisement
অন্যদিকে, যশস্বী জয়সওয়ালও দীর্ঘ অনুশীলন সেশন কাটান। রনজি ট্রফিতে ৬৭ ও ১৫৬ রানের ইনিংস খেলে দুর্দান্ত ফর্মে থাকা এই বাঁহাতি ব্যাটার আত্মবিশ্বাসের সঙ্গে ড্রাইভ ও পুল শট খেলেন। এদিকে, পাকিস্তানে ১-১ ড্র করে দক্ষিণ আফ্রিকা দলও আত্মবিশ্বাসে ভরপুর হয়ে ভারতে এসেছে, ফলে ইডেন গার্ডেন্সে শুরু হতে যাওয়া সিরিজ হতে চলেছে উত্তেজনাপূর্ণ লড়াই।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA: গম্ভীরের সঙ্গে দীর্ঘ সময় কথা, ইডেন টেস্টের আগে চাপে গিল! নেটে দীর্ঘ সময় ঝরালেন ঘাম
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement