১১ নভেম্বর বিশেষ দিন! মহাবিশ্বের কাছে আজ রাতেই ১২টি ইচ্ছে লিখলেই আসবে টাকা, প্রেম সৌভাগ্য!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
আজ ১১ নভেম্বর, জ্যোতিষশাস্ত্রে এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। শুধু জ্যোতিষ নয় সংখ্যাতত্ত্বেও এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। বলা হয় এই দিনটি 'ইচ্ছাপূরণের দিন'। ভীষণ শক্তিশালী এই দিনটি কাজে লাগাতে পারলে ইচ্ছাপূরণ হতে পারে আপনারও।
advertisement
advertisement
advertisement
‘১১:১১ পোর্টাল’-এর সঙ্গে যুক্ত একটি জনপ্রিয় রীতি হল '১২ ইচ্ছা রীতি'। নিয়মটি সহজ একটি কাগজে নিজের ১২টি ইচ্ছা লিখে ফেলুন। এর মধ্যে ১১টি ইচ্ছা মহাবিশ্বের হাতে ছেড়ে দিন-মানে, বিশ্বাস রাখুন যে সময় হলে তা পূর্ণ হবে। শেষ ইচ্ছাটি নিজের হাতে রাখুন। অর্থাৎ সেটি পূরণে আপনিই কাজ করবেন। এতে একদিকে আত্মবিশ্বাস বাড়ে, অন্যদিকে বাস্তব পদক্ষেপের এনার্জিও তৈরি হয়।
advertisement
advertisement
advertisement
advertisement


