'আমি শুধু আয়োজনের দায়িত্বে, মেসির কাছে বদনাম হলাম', দায় এড়িয়ে আদালতে পাল্টা অভিযোগ শতদ্রুর!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
তিনি শুধু আয়োজন করেছিলেন, শনিবারের বিশৃঙ্খলার জন্য তিনি কোনওভাবেই দায়ী নয় বলে জানালেন ধৃত শতদ্রু দত্ত। যদিও সেই দাবি ধোপে টেঁকেনি।
কলকাতা: তিনি শুধু আয়োজন করেছিলেন, শনিবারের বিশৃঙ্খলার জন্য তিনি কোনওভাবেই দায়ী নয় বলে জানালেন ধৃত শতদ্রু দত্ত। যদিও সেই দাবি ধোপে টেঁকেনি।
শনিবার মেসির যুবভারতীতে আগমন ঘিরে যে চরম বিশৃঙ্খলার ঘটনা ঘটে সেই ঘটনায় আয়োজক ধৃত শতদ্রু দত্তকে চোদ্দ দিনের পুলিশি হেফাজত দিল বিধাননগর আদালত। রবিবার এমনই নির্দেশ দিয়েছে আদালত।
এই প্রসঙ্গে আদালতে সরকারি পক্ষের আইনজীবী জানান, ধৃতকে কোনওভাবেই জামিন না দেওয়া হয়। কারণ এই ঘটনায় আর কে কে যুক্ত রয়েছেন তার একাধিক তথ্যপ্রমাণ জোগাড়ের প্রয়োজনীয়তা রয়েছে। ফলে ধৃতের ১৪ দিনের পুলিশি হেফাজত চান সরকারি পক্ষের আইনজীবী।
advertisement
advertisement
আরও পড়ুন: যুবভারতী কাণ্ডে উত্তাপ! বিধাননগর আদালতের বাইরে BJP-র বিক্ষোভ
অন্যদিকে, শতদ্রুর আইনজীবী জানান, ১৪ দিনের পুলিশি হেফাজতের প্রয়োজন কোনভাবেই দরকার নেই। কারণ তিনি শুধু আয়োজক। এই ঘটনার সঙ্গে তার কোনও যোগ নেই। তিনি শুধু অনুষ্ঠান আয়োজন করেছিলেন।
শতদ্রুর আইনজীবী দ্যুতিমান ভট্টাচার্য বলেন, “আমার মক্কেলকে কেন এই ভাবে ফ্রেম করা হয়েছে? তিনি শুধু ইভেন্ট ম্যানেজার। তিনি কেন এর দায়িত্ব গ্রহণ করতে যাবেন? মেসির কাছে শতদ্রুর নাম খারাপ হচ্ছে।”
advertisement
আরও পড়ুন: শতদ্রু জেলে বসে রসমালাই খাবে…’, বিস্ফোরক শুভেন্দু অধিকারী! দেখুন
অপরদিকে, রাজ্যের তরফে আইনজীবী জানানো হয়, বিএনএস ৩/৫ সেকশনে ৪৫,৪৬ ধারায় মামলা হয়েছে। উনি ইভেন্ট আয়োজন করেছেন। ফলে, কে সামনে যাবে, কে থাকবে না সেটা তাঁরাই ঠিক করে। এফআইআরে উল্লেখ রয়েছে, আয়োজকরা যখন মাঠে ঢোকেন তাঁরা ঘুরে বেড়াচ্ছেন। যার জন্যে গ্যালারি থেকে কিছুই দেখা যাচ্ছিল না। তাঁদের লোকজনেই ঘেরা ছিল। ফলে মানুষ কিছুই দেখতে পায়নি। এই ঘটনায় ভাঙচুর হয়। পুলিশকর্মীরা আহত হন। এরপরেই শতদ্রু দত্তের ১৪ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে আদালত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 14, 2025 6:15 PM IST







