Ind vs Pak: মেলবোর্নে আজ ওয়েদার আপডেট কী বলছে, বৃষ্টির সম্ভাবনা কতটা?
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ভারত ও পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ১২ -র ম্যাচে কোনও রিজার্ভ ডে নেই৷ এই বিশ্বকাপে মাত্র সেমিফাইনাল ও ফাইনালে রিজার্ভ ডে রয়েছে৷
#মেলবোর্ন: ভারত বনাম পাকিস্তান ক্রিকেট ম্যাচ এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে হবে আজ অর্থাৎ ২৩ নভেম্বর৷ দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল নিজেদের সুপার ১২ -র ম্যাচ দিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযান শুরু করবে৷ ভারত ও পাকিস্তান এই দুই দলই এই নিয়ে এই বছরে তিনবার মুখোমুখি হয়েছে৷ এই ব্লকব্লাস্টার মোকাবিলার আগে দুই দল গত মাসের এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল৷ ভারত গ্রুপ স্টেজের লড়াইতে পাকিস্তান একেবারে হারিয়ে দেওয়ার পর বাবর আজমের অধিনায়কত্বে পাকিস্তান দলের শানদার পারফরম্যান্স দেখিয়ে ভারতকে হারিয়ে দিয়েছে৷ সেটা সুপার ৪ স্টেজে ভারত হেরেছিল৷
টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের মধ্যে খেলায় বৃষ্টি পরিস্থিতি ভণ্ডুল করতে পারে৷ কারণ ভারত বনাম পাকিস্তান ম্যাচের ওয়েদার আপডেট অনুযায়ী ম্যাচে বৃষ্টির ছায়া রয়েছে৷ এই সপ্তাহের শুরুতেই মেলবোর্নে ভারী বৃষ্টিপাত হয়েছে৷ বুধবার ও বৃহস্পতিবারও ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে৷ অস্ট্রেলিয়া সরকারি আবহাওয়া দফতর অস্ট্রেলিয়ান গভর্মেন্টের ব্যুরো অফ মেটিওরলজি -র মতে রবিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷
advertisement
Melbourne Weather Updateadvertisement
ভারত বনাম পাকিস্তানের মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে কি বৃষ্টি বাধা হতে পারে?
অস্ট্রেলিয়ান সরকারি আবহাওয়া দফতরের জারি করা ওয়েদার আপডেট অনুযায়ী এদিন ৭০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ সর্বোচ্চ ৭০ শতাংশ অবধি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ পাশাপাশি জোরে আঁধিরও সম্ভাবনা রয়েছে৷
advertisement
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায় তাহলে কি রিজার্ভ ডে রয়েছে?
ভারত ও পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ১২ -র ম্যাচে কোনও রিজার্ভ ডে নেই৷ এই বিশ্বকাপে মাত্র সেমিফাইনাল ও ফাইনালে রিজার্ভ ডে রয়েছে৷
advertisement
ভারত বনাম পাকিস্তান ম্যাচ যদি রদ হয়ে যায় তাহলে কী হবে?
ভারত বনাম পাকিস্তান ম্যাচ যদি ভেস্তে যায় তাহলে দুই দলের মধ্যে এক পয়েন্ট করে ভাগ করে দেওয়া হবে৷
ভারত ও পাকিস্তান ম্যাচ কবে খেলা হবে?
ভারত ও পাকিস্তানের মধ্যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের গ্রুপ ১২ -র ম্যাচ রবিবার ২৩ তারিখ খেলা হবে৷
advertisement
ভারত বনাম পাকিস্তান ম্যাচ কোথায় খেলা হবে৷
ভারত বনাম পাকিস্তান ম্যাচের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের গ্রুপ ১২-র ম্যাচ মেলবোর্নে খেলা হবে৷
ভারত বনাম পাকিস্তানের মধ্যে খেলা কটা থেকে শুরু হবে?
ভারত বনাম পাকিস্তান ম্যাচের টি টোয়েন্টি বিশ্বকাপের আজকের মেগা ম্যাচ দুপুর দেড়টায় শুরু হবে৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 23, 2022 7:52 AM IST

