Ind vs Pak: Harbhajan-র সঙ্গে তুমুল ঝগড়া Mohammad Amir-র, মোক্ষম অপমান করে চুপ করালেন ভাজ্জি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ভারতীয় বোলার হরভজন সিং (Harbhajan Singh) এবং পাকিস্তানি বোলার মহম্মদ আমির (Mohammad Amir) সোশ্যাল মিডিয়ায় জবরদস্ত ঝগড়া করলেন৷ সোজা বাংলায় যাকে বলে কোমর বেঁধে ঝগড়া!
#কলকাতা: ভারতীয় বোলার হরভজন সিং (Harbhajan Singh) এবং পাকিস্তানি বোলার মহম্মদ আমির (Mohammad Amir) সোশ্যাল মিডিয়ায় জবরদস্ত ঝগড়া করলেন৷ সোজা বাংলায় যাকে বলে কোমর বেঁধে ঝগড়া! পাকিস্তানি বোলার এমন সব শব্দ ব্যবহার করলেন যা সব সীমা-পরিসীমা পার করে দিচ্ছিলেন৷ আমিরকে থামাতে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে হয় হরভজন সিংকে৷ তিনি পুরনো একটা ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের ভিডিও পোস্ট করেছেন যেখানে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হচ্ছে৷ সেখানে মহম্মদ আমিরকে ছয় মেরে ম্যাচ জেতাচ্ছেন তিনি৷ এতে ট্যাগলাইন আছে ফিক্সার কো সিক্সার, মহম্মদ আমির চলো দফা হো যাও, অর্থাৎ ফিক্সারকে ছক্কা, মহম্মদ আমির এখান থেকে ফোটো!
দুজনের লড়াই সোশ্যাল মিডিয়ায় সেটা ট্রেন্ডিং হয়ে যায়৷ ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের পর এমনিতেই সোশ্যালমিডিয়ায় নেটিজেনরা নিজেদের মতো করে লড়াইতে ব্যস্ত৷ মহম্মদ আমির (Mohammad Amir) ট্যুইট করে বলেন জিজ্ঞাস্য যে হরভজন সিং (Harbhajan Singh) টিভি ভেঙে দেননি তো? এর জবাবে ভাজ্জি একটি ভিডিও শেয়ার করে বলেন এখন তুমি বলবে ছক্কা তোমার বাড়ির টিভিতে পরেনি তো? এরপর সারারাতের ঝগড়ার ক্রম শুরু হয়ে যায়৷
advertisement



advertisement
আমির মঙ্গলবার এক ভিডিও শেয়ার করেছিলেন যা ম্যাচের ভিডিও৷ এই ভিডিওতে শাহিদ আফ্রিদি হরভজন সিংকে চার বলে চারটি চার মারছেন৷ আমির এই ভিডিও শেয়ার করেন তখন ভাজ্জি সেটা দেখছেন, তখন তাতে লেখাছিল যখন লালা আপনার বলে চারটি ছক্কা মেরেছিলেন, ক্রিকেটে এরকম হতেই পারে৷ এরপরে হরভজন সিং মহম্মদ আমিরকে জিজ্ঞাসা করেন লর্ডসে আমি কেমন বল করেছিলাম, সেখানের গড় দিয়েছিলেন৷ এরপর তিনি বলেন এরপর আমাদের বিশ্বকাপ জিততে দেখ৷
advertisement
আরও পড়ুন - T20 World Cup: New Zealand-র বিরুদ্ধে Pakistan-র জয়, Indian Cricket Teamকে কি সুবিধা করে দিল প্রতিবেশী দেশ
advertisement
এরপর মহম্মদ আমির সমস্ত শব্দের সীমা পার করে দেন যখন, তখন হরভজন সিংকে মোক্ষম চাল দিতে হয়৷ একটি পুরনো ভিডিও শেয়ার করেন তাতে হরভজন ছক্কা মেরে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতান৷ তখন ভারতের জয়ের জন্য ৩ রান দরকার ছিল৷
Fixer ko sixer.. out of the park @iamamirofficial chal daffa ho ja pic.twitter.com/UiUp8cAc0g
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 26, 2021
advertisement
এরপর এর মহম্মদ আমির যা উত্তর দিয়েছিলেন তা নিয়ে জমিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 27, 2021 11:19 AM IST