T20 World Cup: New Zealand-র বিরুদ্ধে Pakistan-র জয়, Indian Cricket Teamকে কি সুবিধা করে দিল প্রতিবেশী দেশ

Last Updated:

টি টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup) ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) ম্যাচের আগে প্রতিবেশী পাকিস্তান কি সত্যিই ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) জন্য বন্ধুর মতো কাজ করল!

ICC T20 World Cup- Photo- AP
ICC T20 World Cup- Photo- AP
#কলকাতা: পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) শানদার প্রদর্শন জারি রেখেছে৷ ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand) আগে পাকিস্তান তাদের হারিয়ে দিল৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেটে জিতেছে৷  নিউজিল্যান্ড  প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৩৪ রান করে৷ জবাবে পাকিস্তানে ১৮.৪ ওভারে ৫ উইকেটে জয় পেয়ে যায়৷ পেসার হারিস রউফ শানদার বল করে নিউজিল্যান্ডের ৪ উইকেটে নিয়ে নেয়৷ পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে ভারত ১০ উইকেটে হেরেছে৷
এদিকে এদিন পাকিস্তান নিউজিল্যান্ডকে বধ করায় ভারতের (Indian Cricket Team) জন্য নিউজিল্যান্ড ম্যাচ কার্যত ডু অর ডাই হয়ে গেল৷ যে দল ম্যাচ জিতবে তার টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালের আশা উজ্জ্বল হবে আর যে দল হেরে যাবে তার সেমিফাইনালের যাওয়ার স্বপ্ন কার্যত ডুবে যাবে৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩১ অক্টোবরের ম্যাচের আগে নিউজিল্যান্ড যদি পাকিস্তানকে হারাত তাহলে তারা খানিকটা হলেও ভারতের থেকে অ্যাডভানটেজ থাকত , এক  তো পয়েন্টর দিক থেকে এগিয়ে যেত৷ অন্যদিকে পাকিস্তানকে হারানোয় তারা মানসিক ভাবেও চাঙ্গা থাকত৷
advertisement
advertisement
তাই নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়ে ঘুরিয়ে ভারতের (India vs New Zealand) খানিকটা হলেও অ্যাডভানটেজ পরিস্থিতি করিয়ে দিয়েছে পাকিস্তান৷
পাকিস্তান লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম পাঁচ ওভারে এক উইকেটও হারায়নি৷ তবে স্কোরিং স্লো ছিল৷ মাত্র ২৮ রান করেছিল৷ ছ ওভারে প্রথমে বল করে টিম সাউদি বাবর আজমকে ৯ রানে আউট করে দেয়৷ তাঁর এই আউট করার সঙ্গে সঙ্গে টি টোয়েন্টিতে ১০০ উইকেট নেয়৷ এরপর ফখর জমা ১১ করেন এবং ফর্মে ছিলেন না৷ মহম্মদ হাফিজ ১১ রানে একটা ছক্কা হাঁকান৷ কিন্তু ডেবান কনবে শানদার ক্যাচ ধরেন৷ নিউজিল্যান্ড ম্যাচে ফিরে আসে৷
advertisement
ভারতের দিনে বিধ্বংসী হয়ে ওঠা ওপেনার মহম্মদ রিজওয়ান ইশ সোধির বলে আউট হন ৩৩ রানে৷ তিনি ৫ টি চার মেরেছিলেন৷ টিম শেষ পাঁচ ওভারে ৪৪ রান করে পাকিস্তান৷ আসিফ ২ টি ছক্কা মারেন৷ শেষ তিন ওভারে পাকিস্তানকে ২৪ রান করতে হত৷
advertisement
ভারতের জামাই শোয়েব মালিক ২৬ ও আসিফ আলি ২৭ রান করে দলের জয় নিশ্চিত করে৷ এই জয়ের ফলে পাকিস্তান ফের দু নম্বর গ্রুপের এক নম্বর জায়গা মজবুত করে কব্জা করে নিল৷
বাংলা খবর/ খবর/খেলা/
T20 World Cup: New Zealand-র বিরুদ্ধে Pakistan-র জয়, Indian Cricket Teamকে কি সুবিধা করে দিল প্রতিবেশী দেশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement