তিবলিস- জর্জিয়ার বাসিন্দা ক্রিস্টিন আজটেক (Kristina Ozturk) এই মুহূর্তে খবরের শিরোনামে৷ ২৪ বছরের এই সুন্দরী ২১ সন্তানের মা (mother)! তাঁর কোটিপতি স্বামীর সঙ্গে তিনি এতগুলো সন্তানের মাতৃত্ব বরণ করেছেন৷ এই মুহূর্তে তাই রাশিয়ার গণ্ডি ছাড়িয়ে তাঁর মাতৃত্বের (surrogate babies)খবর সারা দুনিয়ার ভাইরাল নিউজ (Viral News)৷
ক্রিস্টিনা পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি তাঁর প্রত্যেক সন্তানকে একইরকমভাবে দেখেন৷ তিনি সবসময়েই বাচ্চাদের সঙ্গে থাকেন৷ সব মায়েরা যা করেন তিনিও তাই করেন৷ বাকিদের থেকে তাঁর একটিই পার্থক্য তাঁর বাচ্চার সংখ্যা একটু বেশি৷ প্রতিটা দিন আলাদা৷ রোজই তাঁকে স্টাফদের শিডিউল বানাতে হয়৷ পরিবারের সব কেনকাটাই তিনি নিজে করেন৷