IND vs ENG: ফের কাজে লেগে গেল গাভাসকরের তুকতাক! সানির 'ম্যাজিকেই' ওভাল জয় ভারতের!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG 5th Test: ইংল্যান্ড সফরে ঐতিহাসিক এক জয় দিয়ে সফর শেষ করল টিম ইন্ডিয়া। ওভাল টেস্টে ৩৭৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে ইংল্যান্ড ৩৬৭ রানে অলআউট হয়ে যায়।
ইংল্যান্ড সফরে ঐতিহাসিক এক জয় দিয়ে সফর শেষ করল টিম ইন্ডিয়া। ওভাল টেস্টে ৩৭৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে ইংল্যান্ড ৩৬৭ রানে অলআউট হয়ে যায়। ভারত মাত্র ৬ রানে ম্যাচ জিতে সিরিজ ২-২ সমতায় শেষ করে। এই রোমাঞ্চকর জয়ে বড় ভূমিকা রাখেন পেসার মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা।
মহম্মদ সিরাজ ম্যাচে ৯টি এবং প্রসিদ্ধ কৃষ্ণা দুই ইনিংসে মিলিয়ে ৮টি উইকেট নেন। শেষ দিনে ইংল্যান্ডের দরকার ছিল মাত্র ৩৫ রান, কিন্তু সিরাজ ও কৃষ্ণার আগুন ঝরানো বোলিংয়ে তারা শেষ ৪টি উইকেট হারায়। শুভমান গিলের নেতৃত্বে ভারত এই টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায়।
এই জয়ের নেপথ্যে একটি ব্যতিক্রমী ঘটনাও উল্লেখযোগ্য। ম্যাচের তৃতীয় দিনে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাসকর অধিনায়ক শুভমান গিলকে একটি বিশেষ উপহার দেন—যার মধ্যে ছিল তার নামাঙ্কিত টি-শার্ট ও সই করা ক্যাপ। সেইসঙ্গে তিনি ঘোষণা করেন, চতুর্থ দিনে তিনি তার ‘লাকি’ গাবা জ্যাকেট পরে আসবেন।
advertisement
advertisement
আসলে সুনীল গাভাসকের কাছে একটি সাদা জ্যাকেট আছে। যা তিনি লাকি বলে মনে করেন। গাবাতে ওই জ্যাকেট পরেই ভারতের জয় দেখেছিলেন। এবার সুনীল গাভাসকর ওভাল টেস্টের চতুর্থ ও পঞ্চম দিনে সেই সাদা জ্যাকেটটি পরেই ধারাভাষ্য করতে আসেন। কমেন্ট্রি বক্সে গাভাসকরকে জ্যাকেট পরে উচ্ছ্বসিত দেখা যায়। শেষ উইকেট পড়তেই তিনি আনন্দে উল্লাস করেন।
advertisement
ভারতের এই নাটকীয় জয়ে যেমন মাথা উঁচু হয়েছে দলের, তেমনি গাভাসকরের এই ‘টোটকা’ নিয়ে তৈরি হয়েছে এক অন্যরকম আবেগ। অনেকেই বিশ্বাস করছেন, কিংবদন্তির ভাগ্যবান জ্যাকেট যেন সত্যিই ভারতকে জয় এনে দিল। একইসঙ্গে ভবিষ্যতের জন্য সানির তার লাকি জ্যাকেট নিয়ে বিশ্বাস আরও বাড়ল।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 04, 2025 7:09 PM IST