IND vs ENG: সব থেকে কম রানে টেস্ট জয়! ইংরেজদের হারিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়ল টিম ইন্ডিয়া

Last Updated:

IND vs ENG 5th Test: শেষদিনে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ৩৫। ভারতের দরকার ছিল ৪ উইকেট। মহম্মদ সিরাজের আগুনে স্পেলের সামনে শেষ দিনে রীতিমত অসহায় আত্মসমর্পন করে ইংল্যান্ড।

(Photo-AP)
(Photo-AP)
ওভালে শেষ টেস্টে ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে ভারতীয় দল। শেষদিনে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ৩৫। ভারতের দরকার ছিল ৪ উইকেট। মহম্মদ সিরাজের আগুনে স্পেলের সামনে শেষ দিনে রীতিমত অসহায় আত্মসমর্পন করে ইংল্যান্ড। ৩৬৭ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। রুদ্ধশ্বাস জয় পায় ভারত।
দ্বিতীয় ইনিংসে ভারতের বোলারদের মধ্যে মহম্মদ সিরাজ সবচেয়ে সফল। তিনি ৩০.১ ওভারে ১০৪ রান দিয়ে ৫টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। পাশাপাশি প্রসিদ্ধ কৃষ্ণাও দুর্দান্ত বোলিং করে ২৭ ওভারে ১২৬ রানে ৪টি উইকেট তুলে নেন। তাঁদের এই দুর্দান্ত পারফরম্যান্সই ইংল্যান্ডের শেষ আশাও ভেঙে দেয়। গিলের অধিনায়কত্বে এই জয় ভারতের ক্রিকেট ইতিহাসে একটি নতুন মাইলফলক।
advertisement
এই জয় ভারতের টেস্ট ইতিহাসে সবচেয়ে ছোট ব্যবধানে রানে জয় হিসেবে রেকর্ড গড়েছে। এর আগে ২০০৪ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ১৩ রানে হারানো ছিল ভারতের সবচেয়ে কম ব্যবধানে জয়। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল ভারতীয় দল। ৩৭৪ রানের বিশাল লক্ষ্য রক্ষা করে মাত্র ৬ রানে জয় পাওয়া নিঃসন্দেহে এক বিস্ময়কর কীর্তি।
advertisement
advertisement
ভারতের টেস্ট ইতিহাসে এমন কিছু ম্যাচ রয়েছে, যেখানে রানের ব্যবধানে খুবই কম ব্যবধানে জয় এসেছে। ১৯৭২ সালে ইংল্যান্ডকে ২৮ রানে, ২০১৮ সালে অস্ট্রেলিয়াকে অ্যাডিলেডে ৩১ রানে, এবং ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজকে পোর্ট অব স্পেনে ৩৭ রানে হারানোর ঘটনাগুলো অন্যতম। তবে ২০২৫ সালের এই জয় সবার শীর্ষে জায়গা করে নিল।
advertisement
প্রসঙ্গত, টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে মাত্র দুইবার এক রানে ম্যাচ জেতার ঘটনা ঘটেছে। ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ওয়েস্ট ইন্ডিজ, এবং ২০২৩ সালে নিউজিল্যান্ড ওয়েলিংটনে ইংল্যান্ডকে ১ রানে হারায়। এবার ভারতও এমনই এক রোমাঞ্চকর জয়ের সাক্ষী হলো, যা ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: সব থেকে কম রানে টেস্ট জয়! ইংরেজদের হারিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়ল টিম ইন্ডিয়া
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement