IND vs AUS: প্রথম ম্যাচে ফ্লপ! এবার কোহলি-রোহিতের ভবিষ্যৎ নিয়ে বড় কথা বলে দিলেন গাভাসকর
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs AUS: ৭ মাস পর ভারতীয় দলে ফিরে কামব্যাকটা প্রত্যাশিত হয়নি ভারতীয় ক্রিকেট দলের দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির।
৭ মাস পর ভারতীয় দলে ফিরে কামব্যাকটা প্রত্যাশিত হয়নি ভারতীয় ক্রিকেট দলের দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির। পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে রোহিত করেন মাত্র ৮ রান এবং কোহলি আউট হন শূন্য রানে। এই ব্যর্থতা ভারতীয় সমর্থকদের হতাশ করে। এবার কোহলি-রোহিতের ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য করলেন সুনীল গাভাসকর।
গাভাসকর রোহিত-কোহলির প্রতি আস্থা রেখে আশাবাদী মন্তব্য করেছেন। তাঁর মতে,পার্থের পিচ ছিল অস্ট্রেলিয়ার অন্যতম বাউন্সি পিচ, যেখানে খেলা সহজ ছিল না। বিশেষ করে এমন ক্রিকেটারদের জন্য যাঁরা দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ থেকে দূরে রয়েছেন। এমনকি শুভমান গিল ও শ্রেয়স আইয়ারের মতো নিয়মিত খেলোয়াড়দের জন্যও এটি ছিল কঠিন পরীক্ষা।
সুনীল গাভাসকর আরও বলেন, রোহিত ও কোহলি আগামী ম্যাচগুলিতে নিশ্চয়ই ভালো করবেন। তাঁর যুক্তি, যত বেশি তাঁরা খেলার মধ্যে থাকবেন, নেটে অনুশীলন করবেন ও থ্রোডাউন নেবেন, তত দ্রুত তাঁদের পুরোনো ছন্দ ফিরে আসবে। একবার ছন্দে ফিরলে ভারতীয় দলের রান ৩০০-এর উপরে যাওয়া সময়ের ব্যাপার মাত্র।
advertisement
advertisement
আডিলেড ওভালে দ্বিতীয় ওডিআই অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। এই মাঠে বিরাট কোহলির অতীত রেকর্ড দুর্দান্ত। ২০১৪ সালে এখানেই টেস্ট অধিনায়ক হিসেবে তাঁর অভিষেক ম্যাচে তিনি করেছিলেন দুটি সেঞ্চুরি। এছাড়া ২০১৫ সালের বিশ্বকাপেও এখানেই পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন কোহলি।
আরও পড়ুনঃ Shubman Gill: এমন লজ্জার রেকর্ড! ভারতীয় দ্বিতীয় অধিবায়ক হিসেবে সেই তালিকায় নাম লেখালেন গিল
advertisement
রোহিত শর্মার জন্যও এই ম্যাচটি হতে পারে বিশেষ। তিনি এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজে ২০ ম্যাচে করেছেন ৯৯৮ রান। দ্বিতীয় ম্যাচে মাত্র ২ রান করলেই তিনি হবেন এই ফরম্যাটে অস্ট্রেলিয়ায় ১০০০ রান করা প্রথম ভারতীয় ব্যাটার। সবমিলিয়ে, প্রথম ম্যাচে ব্যর্থতার পরও রোহিত-কোহলির উপর ভরসা রাখছে ভারতীয় দল ও ভক্তরা। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে তাঁদের ব্যাটে বড় রান দেখার অপেক্ষায় সকলেই।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 20, 2025 12:52 PM IST