কুড়ি বছর ধরে ভাঙেনি রেকর্ড! উমরান করে দেখালে নিজেই জড়িয়ে ধরবেন শোয়েব
- Published by:Rohan roychowdhury
Last Updated:
লাহোর: আইপিএলে ঘন্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিবেগে বল করে সর্বপ্রথম সকলের নজর কারেন কাশ্মীরের উমরান মালিক। গত আইপিএলে দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে ১৫৭ কিলোমিটার / ঘন্টায় বল করে তিনি তাক লাগিয়ে দিয়েছেন। আইপিএলে ১৫০ কিলোমিটারের উপর বল করে যাওয়ার ধারাবাহিকতা তাকে ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ এনে দেয়।
এবার যেকোনও পরিস্থিতিতেই উমরানকে গতি না কমানোর পরামর্শ দিলেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। তার বোলিংকে ধারালো করার প্রয়োজনীয় পরামর্শও দিলেন রাউলপিন্ডি এক্সপ্রেস। বললেন ব্যাটার যতই তাকে তুলোধনা করুক, গতির সঙ্গে কোনোমতেই যেন আপোষ না করেন উমরান।
আরও পড়ুন - Sachin Tendulkar: পাক স্পিনারের 'গালে চড় মেরেছিলেন' সচিন! অজানা কাহিনী চমকে দেবে একেবারে
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় শোয়েব বলেন , ও সত্যিই একজন ভাল বোলার। ওর শক্তিশালী রানআপ , হাতের গতিও দারুন। আমি বলতে চাই উমরান দ্রুত বোলিং এর শিল্প শিখেছেন, কিভাবে উইকেট নিতে হবে তার কৌশল রপ্ত করেছেন। উইকেট নেওয়ার শিল্প আগ্রাসনকে কমিয়ে নয়। কোনো ব্যাটার তোমায় যতই মারুক, তুমি গতি কমানোর কথা ভেবও না।
advertisement
advertisement
শোয়েব আরো বলেন, যখনই তুমি মাঠে নামবে, শুধু ভেব মাঠের মালিক তুমিই। একটা অসাধারণ দেশের হয়ে তুমি খেলছ, তাই কখনও তোমার দেশের ক্রিকেটপ্রেমীদের অনুভূতিকে আঘাত দিও না। রাউলপিন্ডি এক্সপ্রেস আরো বলেন তিনি নিশ্চিত যে উমরান আগামী দিনে আরো দক্ষ হয়ে উঠবেন, তার প্রয়োজন হলে তিনি তাকে সাহায্য করতেও রাজি আছেন বলে জানান শোয়েব।
advertisement
যখন তাকে জিজ্ঞাসা করা হয় প্রতি ঘন্টায় ১৫৭ কিলোমিটার থেকে ১৬২ কিলোমিটার গতিবেগে যেতে তাকে কি করতে হবে এই প্রশ্নের জবাবে শোয়েব বলেন, আমি যখন বল করতাম ২৬ গজ দূর থেকে বল করতাম, উমরান ২২ গজ দূর থেকে বল করে। যদি সে ২২ গজ থেকে ২৬ গজে পৌঁছয় ও নানান মাংসপেশী তৈরি হবে। অনবরত একইরকম একশনে বল করতে থাকলে, মাঝে মাঝে মাংসপেশী ক্লান্ত হয়ে পড়ে, তখন বোলার আলাদা একশন চেষ্টা করে, অন্য মাংসপেশী দিয়ে।
advertisement
New Vlog "Boys talk" is up. Do check out our discussion about Pakistan cricket and its future. @captainmisbahpk @SAfridiOfficial @sohailmalik614 Full video:https://t.co/0NxiRQDQgd pic.twitter.com/0EuGx7SSLf
— Shoaib Akhtar (@shoaib100mph) March 15, 2023
আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম বল করার রেকর্ড শোয়েব আখতারের রয়েছে। ২০০৩ সালে ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬১.৩ কিলোমিটার / ঘন্টায় বল করে সেই নজির সৃষ্টি করেন প্রাক্তন পাক জোরে বোলার। শোয়েব বলেন, যদি তুমি ( উমরান ) রেকর্ড ভাঙতে চাও , দয়া করে করো, কারণ ২০ বছর হয়ে গেছে আমি সেই রেকর্ড করেছি, দয়া করে সেই রেকর্ডটা ভেঙে দাও। তুমি রেকর্ড ভাঙলে আমি সর্বপ্রথম তোমার কাছে এসে, তোমায় জড়িয়ে ধরবো।
advertisement
এদিকে, বিরাট কোহলির ফর্ম নিয়ে শোয়েব বলেন, বিরাটই আধুনিক যুগের সেরা ব্যাটার। যদিও তিনি মনে করেন পরবর্তী ২৫ টি সেঞ্চুরি করে শচীনের ১০০ টি শতরানের রেকর্ড স্পর্শ করা বিরাটের জন্য কঠিন হবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 16, 2023 10:21 PM IST