Sachin Tendulkar: পাক স্পিনারের 'গালে চড় মেরেছিলেন' সচিন! অজানা কাহিনী চমকে দেবে একেবারে

Last Updated:
সচিনকে কেন সেরার সেরা বললেন পাক স্পিনার
সচিনকে কেন সেরার সেরা বললেন পাক স্পিনার
লাহোর: এখনকার মত ছিল না পরিস্থিতি। ভারত এবং পাকিস্তান দুই দেশ তখন নিয়মিত ক্রিকেট মাঠে ম্যাচ খেলত। রাজনৈতিক সম্পর্ক যাই হোক ক্রিকেট মাঠে প্রভাব পড়েনি। তখন অবশ্য কারগিল যুদ্ধ হয়নি। সময়টা ১৯৯৭। কানাডায় একদিনের সিরিজ খেলত ভারত পাক। এই সময় বেশ কিছু উপভোগ্য ম্যাচ হয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে।
সাকলাইন মুশতাক তখন বাচ্চা ছেলে। কিন্তু প্রতিভার ছাপ রেখেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। সাকলাইন একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে জানিয়েছেন ভারত পাক ম্যাচ চলার সময় তিনি একবার সচিনকে স্লেজ করেন। ভেবেছিলেন তাকে উত্তেজিত করে উইকেট তুলে নেবেন। ওভার শেষ হতে সচিন সাকলাইনকে বলেন তিনি আশা করেননি সাকি এমন কথা বলবেন।
advertisement
advertisement
সাকলাইন ভদ্র ক্রিকেটার ভেবেছিলেন সচিন। কথাগুলো বলার সময় পাক তারকার পিঠে হাত রেখেছিলেন সচিন। এতেই নিজের ভুল বুঝতে পারেন সাকলাইন। নিজের ফোকাস হারিয়ে ফেলেন বোলিং থেকে। এরপর যত সময় যেতে থাকে তাকে নিয়ে ছেলে খেলা করতে থাকেন সচিন। প্রায় প্রতিটা ওভারে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি মারেন। সাকলাইন তখন অনুতপ্ত।
কিছুটা লজ্জিত বোধ করছিলেন। তার মনে হচ্ছিল সচিন তার গালে সপাটে থাপ্পড় মারছেন। পরে বুঝতে পারেন শান্ত থেকে কিভাবে সচিন সাকলাইনকে নিজের পাতা ফাঁদে ফেলেছিলেন। সেদিন সন্ধ্যা বেলায় যখন দুজনের দেখা হয় সাকলাইন সচিনকে বলেন এতক্ষণে তিনি তার চালাকি ধরতে পেরেছেন।
advertisement
সচিন হো হো করে হেসে ওঠেন। পাক স্পিনারকে আবার বলেন সবকিছু গরম মাথায় হয় না। কাজ উদ্ধার সব সময় ঠান্ডা মাথায় হয়। সাকলাইন বলেছেন সেদিন থেকে তিনি বুঝতে পারেন সচিন তেন্ডুলকর কেন কমপ্লিট ব্যাটসম্যান। কতটা বুদ্ধিমান তিনি। এরকম ক্রিকেটারের বিপক্ষে খেলে নিজেকে গর্বিত মনে করেন। তাই সাকলাইন এখনকার ক্রিকেটারদের এই ঘটনা থেকে শিক্ষা নিতে বলছেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sachin Tendulkar: পাক স্পিনারের 'গালে চড় মেরেছিলেন' সচিন! অজানা কাহিনী চমকে দেবে একেবারে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement