পুরুষ মৌমাছিদের চিনতেই পারছে না স্ত্রীরা, দায়ি মানুষই! প্রকৃতির এমন পরিবর্তন ভয়ঙ্কর ইঙ্গিত!

Last Updated:
মিলন থেকে মুখ ফিরিয়েছে মৌমাছিরা! কারণ শুনলে ভয় করবে
মিলন থেকে মুখ ফিরিয়েছে মৌমাছিরা! কারণ শুনলে ভয় করবে
দিল্লি: ভয়ংকর বিপদের সামনে দাঁড়িয়ে পৃথিবী। সেই বিপদ খুব তাড়াতাড়ি বোঝা না গেলেও আগামী দিনে বড় আকার নিতে পারে। আর এর জন্য সম্পূর্ণভাবে দায়ী মানুষ। সম্প্রতি একটি রিসার্চ প্রমাণ করেছে মৌমাছি এবং বিভিন্ন পতঙ্গের মধ্যে মিলন কমে গিয়েছে। তারা আগের মত মিলিত হচ্ছে না। আর এটা অস্বাভাবিক ঘটনা বলেই ধরছেন বিজ্ঞানীরা।
সাধারণত প্রজননের জন্য মিলিত হয় মৌমাছিরা। মিলনের আগে ফোরোমোন নামের এক রাসানিক নির্গত হয় তাদের শরীর থেকে। কিন্তু বাতাসে এমনই দূষণ যে, সেই ফোরোমোন ঠিক মতো কাজই করছে না। ওজোন গ্যাসের পরিমাণ বেশি বলে কমে যাচ্ছে ফোরোমোনের আকর্ষণ ক্ষমতা।সমস্যা এটুকুতেই থেমে নেই। বিপরীত লিঙ্গের মৌমাছিকে যেমন খুঁজে পাওয়া মুশকিল হচ্ছে।
advertisement
আরও পড়ুন - বাংলাদেশিকে অধিনায়ক করে বাঙালি সেন্টিমেন্টে সুড়সুড়ি দেবে কেকেআর? সম্ভাবনা ১৬ আনা
তেমনই নিজের লিঙ্গের মৌমাছির সঙ্গেই মিলন হয়ে যাচ্ছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। স্ত্রী মৌমাছিরাও এই ক্ষেত্রে মুখ ফিরিয়ে নিচ্ছে। যেসব পুরুষ মৌমাছি ওজোন গ্যাসের প্রভাবে সেভাবে আকর্ষণ তৈরি করতে পারে না, তাদের দিকে তাকাচ্ছেই না স্ত্রী মৌমাছিরা। শুধু তাই নয়, মৌমাছিদের মধ্যেও চলে ইঙ্গিতের খেলা।
advertisement
advertisement
অর্থাৎ সঙ্গম করার ইচ্ছে জানান দিতে নানারকম অঙ্গভঙ্গি করে পুরুষ মৌমাছিরা। কিন্তু তাতেও মন গলছে না স্ত্রী মৌমাছিদের। প্রজননের হার কমে গেলে কী হতে পারে? বিজ্ঞানীদের কথায়, শুধু মৌমাছি নয়, এই ফোরোমোন আরও অনেক পতঙ্গ ও প্রাণীর প্রজননে সাহায্য করে। বিপরীত লিঙ্গের সঙ্গে মিলিত হতে সাহায্য করে। এর ক্ষতি হওয়া মানে অনেক প্রজাতির অস্তিত্বে বিপদ ঘনিয়ে আসা।
advertisement
বায়ুতে দূষণের মাত্রা না কমলে এর থেকে রেহাই নেই। এর ফলে ইকো সিস্টেমে ব্যালেন্সের অভাব দেখা দিতে পারে। সেটা হলে মানুষের জীবন আরও কঠিন হতে পারে। ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রোগ বাড়তে পারে। তাই দ্রুত এই পলিউশন কমাতে না পারলে ভয়াবহ রূপ নিতে পারে পৃথিবী।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
পুরুষ মৌমাছিদের চিনতেই পারছে না স্ত্রীরা, দায়ি মানুষই! প্রকৃতির এমন পরিবর্তন ভয়ঙ্কর ইঙ্গিত!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement