ICC World Cup 2023: বিশ্বকাপে ক্রিকেটে নয়া নজির, ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে নতুন ইতিহাস তৈরি করে জয় পাকিস্তানের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ICC World Cup 2023: ১০ বল বাকি থাকতেই মারাত্মক জয়, জয়ের জন্য ৩৪৫ তাড়া করে হায়দরাবাদে শ্রীলঙ্কার ঝাঁঝ শেষ করে দিল পাকিস্তান৷
হায়দরাবাদ: শনিবাসরীয় ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগেই বিশ্বকাপের বাজার গরম করে দিল পাকিস্তান ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ উইকেটে বিশ্বকাপে নিজেদের ম্যাচ জিতল পাকিস্তান৷ ৪৮ বছরের পুরুষ একদিনের ক্রিকেটে ৫০ ওভারের ইতিহাসে সর্বোচ্চ রান চেজ করে জিতে ফেলল তারা৷ তবে এদিন পাক দুই ব্যাটার শতরান করলেও প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও ফ্লপ পাক অধিনায়ক বাবর আজম৷
পাশাপাশি পাকিস্তানের নিজের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ সফল রান চেজ করে আবদুল্লাহ শফিক, মহম্মদ রিজওয়ানের জোড়া শতরানে তুমুল জয় পাকিস্তানের৷
Aaj bhi aur kal bhi, dil se aur jaan se hum hain #DattKePakistani pic.twitter.com/YoGj6lbOJ7
— Pakistan Cricket (@TheRealPCB) October 10, 2023
advertisement
advertisement
পাকিস্তানের রান তাড়া করে সবচেয়ে বড় জয় ৩৪৯ রান তাড়া করে৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই বিশাল রান তাড়া করে জিতেছিল ভারত৷ এদিন পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৫০ ওভারে ৯ উইকেটে ৩৪৪ রান করে ৷ শ্রীলঙ্কার কুশালা মেন্ডিস এবং সাদিরা সামারাবিক্রমা শতরান করেন৷
advertisement
এদিকে শ্রীলঙ্কার এই বিশাল রান তাড়া করতে নেমে এদিন শুরুটা খুব একটা ভাল হয়নি৷ ফের ফ্লপ বাবর আজম৷ ইমান উল হকও রান পাননি৷ ২ উইকেটে ৩৭ থেকে পরের উইকেট পতন হয় ২১৩ রানে৷ আবদুল্লাহ শফিক এবং মহম্মদ রিজওয়ান জুটি পাকিস্তানের ইনিংসের হয়ে খেলা ধরে নেন৷ দুজনের শতরানে ভর দিয়ে পাকিস্তান ঐতিহাসিক জয়ের কাছাকাছি পৌঁছে যায়৷
advertisement
এদিন আবদুল্লাহ ১০৩ বলে ১১৩ রান করেন, তাঁর ইনিংস সাজানো ১০ টি চার ও ৩ টি ছয় দিয়ে৷ অন্যদিকে মহম্মদ রিজওয়ান ১২১ বলে ১৩১ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ৮ টি চার ও ৩ টি ছয় দিয়ে৷
এর পাশাপাশি পাকিস্তানের এই জয় ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে বড় জয়ে বাড়তি অক্সিজেন সঞ্চার করল৷ পাশাপাশি পরপর দুটি ম্যাচ জয় ও রানরেট ভাল থাকায় বেশ চনমনে পাকিস্তান৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 10, 2023 11:30 PM IST