Amitabh Bachchan Income: ছেলে অভিষেককে দশ গোল, বউমা ঐশ্বর্য্যও নেই ধারেকাছে, অমিতাভের প্রতি মাসে রোজগার আকাশ ছোঁওয়া

Last Updated:
Amitabh Bachchan Income : ১১ অক্টোবর ৮১ হয়ে যাবেন বিগ বি৷  এই বয়সেও তাঁর কেরিয়ারে দারুণ শিখরেই রয়েছেন তিনি৷ তাঁর রোজগারও আকাশ ছোঁওয়া৷
1/10
: বলিউডের শাহেনশা তিনি৷ বয়স আশি কিন্তু এখনও সিলভার স্ক্রিনে দাপটের সঙ্গে রাজ করছেন তিনি৷ অভিনয় নিয়ে প্রশ্ন তোলে এই সাহস তো অতিবড় নিন্দুকেরও নেই৷ পাশাপাশি তাঁর মাসিক আয় এই বয়সেও যা তা শুনলে মাথা ঘুরে পড়েও যেতে পারেন৷ স্ত্রী, মেয়ে, ছেলে , ছেলের বউ এবং নাতি ও নাতনি নিয়ে তাঁর সুখের সংসার৷
: বলিউডের শাহেনশা তিনি৷ বয়স আশি কিন্তু এখনও সিলভার স্ক্রিনে দাপটের সঙ্গে রাজ করছেন তিনি৷ অভিনয় নিয়ে প্রশ্ন তোলে এই সাহস তো অতিবড় নিন্দুকেরও নেই৷ পাশাপাশি তাঁর মাসিক আয় এই বয়সেও যা তা শুনলে মাথা ঘুরে পড়েও যেতে পারেন৷ স্ত্রী, মেয়ে, ছেলে , ছেলের বউ এবং নাতি ও নাতনি নিয়ে তাঁর সুখের সংসার৷
advertisement
2/10
১১ অক্টোবর ৮১ হয়ে যাবেন বিগ বি৷  এই বয়সেও তাঁর কেরিয়ারে দারুণ শিখরেই রয়েছেন তিনি৷ তাঁর রোজগারও আকাশ ছোঁওয়া৷ এমনকি পরিবারে সকলেই অভিনেতা হলেও তাঁর প্রতি সিনেমায় অভিনয় করে টাকা আয়ের ব্যাপারে তিনি সকলকেই টেক্কা দিচ্ছেন৷
১১ অক্টোবর ৮১ হয়ে যাবেন বিগ বি৷  এই বয়সেও তাঁর কেরিয়ারে দারুণ শিখরেই রয়েছেন তিনি৷ তাঁর রোজগারও আকাশ ছোঁওয়া৷ এমনকি পরিবারে সকলেই অভিনেতা হলেও তাঁর প্রতি সিনেমায় অভিনয় করে টাকা আয়ের ব্যাপারে তিনি সকলকেই টেক্কা দিচ্ছেন৷
advertisement
3/10
বলিউড লাইফের প্রকাশিত খবর অনুযায়ি এখনও প্রতি মাসে ৫ কোটি টাকা আয় করেন তিনি৷ তাঁর বার্ষিক আয় ৬০ কোটি টাকা৷ সূত্রের খবর তাঁর মোট আয় ৩৩৯০ কোটি টাকা৷
বলিউড লাইফের প্রকাশিত খবর অনুযায়ি এখনও প্রতি মাসে ৫ কোটি টাকা আয় করেন তিনি৷ তাঁর বার্ষিক আয় ৬০ কোটি টাকা৷ সূত্রের খবর তাঁর মোট আয় ৩৩৯০ কোটি টাকা৷
advertisement
4/10
অমিতাভ বচ্চনের ছেলে এখন বছরে ২৪ কোটি টাকা রোজগার৷ প্রতি মাসে তাঁর গড় রোজগার ২ কোটি টাকার আশেপাশে৷
অমিতাভ বচ্চনের ছেলে এখন বছরে ২৪ কোটি টাকা রোজগার৷ প্রতি মাসে তাঁর গড় রোজগার ২ কোটি টাকার আশেপাশে৷
advertisement
5/10
ঐশ্বর্য রাই অমিতাভ বচ্চনের ছেলের বউ৷ তাঁর মোট সম্পত্তি ৮২৩ কোটি টাকা৷ অভিনেত্রী প্রতি সিনেমায় ১০ কোটি টাকা নেন৷ সমস্ত এনডর্সমেন্ট মিলিয়ে তাঁর বার্ষিক রোজগার ৫০ কোটি টাকা৷
ঐশ্বর্য রাই অমিতাভ বচ্চনের ছেলের বউ৷ তাঁর মোট সম্পত্তি ৮২৩ কোটি টাকা৷ অভিনেত্রী প্রতি সিনেমায় ১০ কোটি টাকা নেন৷ সমস্ত এনডর্সমেন্ট মিলিয়ে তাঁর বার্ষিক রোজগার ৫০ কোটি টাকা৷
advertisement
6/10
অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চনের মোট সম্পত্তি ৬৪০ কোটি টাকা৷ কিছু দিন আগেই করণ জোহারের সিনেমা রকি অউর রানিতে তিনি অভিনয় করেছেন৷
অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চনের মোট সম্পত্তি ৬৪০ কোটি টাকা৷ কিছু দিন আগেই করণ জোহারের সিনেমা রকি অউর রানিতে তিনি অভিনয় করেছেন৷
advertisement
7/10
অমিতাভ বচ্চন এরপর ব্রহ্মাস্ত্রের দুটি পার্ট এবং কল্কি ও প্রভাস অভিনীত ২৯৮৯ এডি সিনেমায় অভিনয় করছেন৷
অমিতাভ বচ্চন এরপর ব্রহ্মাস্ত্রের দুটি পার্ট এবং কল্কি ও প্রভাস অভিনীত ২৯৮৯ এডি সিনেমায় অভিনয় করছেন৷
advertisement
8/10
অমিতাভ বচ্চন এই মুহূর্তে কেবিসি-র বর্তমান সিজনে কাজ করেছেন৷ তিনি সেই সঞ্চালনার কাজে দারুণ পটু৷ নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন এবং প্রতিযোগীদের সঙ্গেও হাসি ঠাট্টা করে থাকেন৷
অমিতাভ বচ্চন এই মুহূর্তে কেবিসি-র বর্তমান সিজনে কাজ করেছেন৷ তিনি সেই সঞ্চালনার কাজে দারুণ পটু৷ নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন এবং প্রতিযোগীদের সঙ্গেও হাসি ঠাট্টা করে থাকেন৷
advertisement
9/10
১৯৬৯ থেকে ১৯৭৩ সালে তিনি পরপর ১২ টি ফ্লপ ফিল্মে কাজ করেছিলেন৷ এরপর তাঁর একের পর এক হিট ছবি তৈরি শুরু হয়৷ এরপর আর তাঁকে ফিরে তাকাতে হয়নি৷
১৯৬৯ থেকে ১৯৭৩ সালে তিনি পরপর ১২ টি ফ্লপ ফিল্মে কাজ করেছিলেন৷ এরপর তাঁর একের পর এক হিট ছবি তৈরি শুরু হয়৷ এরপর আর তাঁকে ফিরে তাকাতে হয়নি৷
advertisement
10/10
কেরিয়ারের শুরুর দিনে নিজের বাড়িও ছিল না তাঁর থাকার৷ অভিনেতা মেহমুদের বাড়িতে থাকতেন তিনি৷ তিনি সবচেয়ে বেশি ডবল রোলে অভিনয় করা অভিনেতা৷ মহান সিনেমায় তিনি ট্রিপল রোলেও অভিনয় করেছেন৷
কেরিয়ারের শুরুর দিনে নিজের বাড়িও ছিল না তাঁর থাকার৷ অভিনেতা মেহমুদের বাড়িতে থাকতেন তিনি৷ তিনি সবচেয়ে বেশি ডবল রোলে অভিনয় করা অভিনেতা৷ মহান সিনেমায় তিনি ট্রিপল রোলেও অভিনয় করেছেন৷
advertisement
advertisement
advertisement