ICC World Cup 2023 India vs England: ইংল্যান্ড ম্যাচের আগে চোট পেলেন রোহিত শর্মা, চিন্তা বাড়ল টিম ইন্ডিয়ার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC World Cup 2023 India vs England Indian Team Captain Rohit Sharma Injured ahead of IND vs ENG match in ODI World Cup 2023: রবিবার ইংল্যান্ডকে হারাতে পারলে বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিৎ হয়ে যাবে টিম ইন্ডিয়া। কিন্তু বড় ম্যাচের আগে ভারতীয় শিবিরের চিন্তা বাড়াল রোহিত শর্মার চোট।
লখনউ: রবিবার বিশ্বকাপে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। লখনউয়ের একানা স্টেডিয়ামে টানা ৬ ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে নামতে তৈরি টিম ইন্ডিয়া। ইংল্যান্ডকে হারাতে পারলে বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিৎ হয়ে যাবে ভারতীয় দলের। কিন্তু বড় ম্যাচের আগে ভারতীয় শিবিরের চিন্তা বাড়াল রোহিত শর্মার চোট।
এমনিতেই চোটের কারণে বিশ্বকাপে অনিশ্চিৎ হয়ে পড়েছেন হার্দিক পান্ডিয়া। কবে তিনি দলে ফিরবেন তা নিয়ে কোনও নিশ্চিয়তা এখনও পর্যন্ত নেই। এরই মধ্যে ইংল্যান্ড ম্যাচের আগের দিন অনুশীলনে চোট পেলেন রোহিত শর্মা। শনিবার একানা স্টেডিয়ামে রোহিত ব্যাটিং অনুশীলনের সময় কবজিতে চোট পান। চোট লাগতেই নেট ছেড়ে বেরিয়ে যান রোহিত শর্মা।
চোট লাগার পর তড়িঘড়ি ফিজিওর কাছে যান ভারত অধিনায়ক। ফিজিও তার চোট খতিয়ে দেখেন। রোহিতের চোটের খবর সামনে আসতেই জল্পনা শুরু হয়েছে যে আদৌ রেহিত শর্মা ইংল্যান্ড ম্যাচে খেলবেন কিনা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চোট খুব একটা গুরুতর নয়। যদিও ভারতীয় দলের থেকে রোহিতের চোট সম্পর্কে এখনও কোনও আপডেট মেলেনি।
advertisement
advertisement
চলতি বিশ্বকাপে রোহিত শর্মা দারুণ ফর্মে রয়েছেন। ৫ ম্যাচে ৩১১ রান বানিয়েছেন হিটম্যান। ১টি করে শতরান ও ১ টি অর্ধশতরান হাঁকিয়েছেন রোহিত। এছাড়া অস্ট্রেলিয়া ম্যাচ বাদ দিলে প্রতি ম্যাচেই রান পেয়েছেন হিটম্যান। তবে ইংল্যান্ড ম্যাচের আগে রোহিত শর্মার চোটের খবর চিন্তা বাড়িয়েছে ভারতীয় ফ্যানেদের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 29, 2023 10:13 AM IST