ICC World Cup 2023 India vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে মহাচমক! মাস্টারস্ট্রোক টিম ইন্ডিয়ার, ঘুড়ে দাঁড়াতে মরিয়া ব্রিটিশরা

Last Updated:
ICC World Cup 2023 India vs England probable playing 11 Indian Team may give Big Surprise in First Eleven IND vs ENG match in ODI World Cup 2023: রবিবার লকনউয়ের একানা স্টেডিয়ামে বিশ্বকাপের আরও একটি বড় ম্যাচ। মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। টিম ইন্ডিয়ার লক্ষ্য এবার ছয় ছয়। ইংল্যান্ড ম্যাচে দলে ফিরতে পারেন মহাতারকা। ব্রিটিশদের বিরুদ্ধে জয়ের ছকও প্রস্তুত ভারতের।
1/10
সুপার সানডে-তে বিশ্বকাপে আরও এক মহারণ। একদিকে টানা পাঁচ ম্যাচ জেতা টিম ইন্ডিয়া। লক্ষ্য এবার ছয়ে ছয়। অপরদিক, ৫টি মধ্যে একটি মাত্র ম্যাচে জয়ের স্বাদ পাওয়া ইংল্যান্ড। লখনউয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দুই দল।
সুপার সানডে-তে বিশ্বকাপে আরও এক মহারণ। একদিকে টানা পাঁচ ম্যাচ জেতা টিম ইন্ডিয়া। লক্ষ্য এবার ছয়ে ছয়। অপরদিক, ৫টি মধ্যে একটি মাত্র ম্যাচে জয়ের স্বাদ পাওয়া ইংল্যান্ড। লখনউয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দুই দল।
advertisement
2/10
রবিবার ছয়ে ছয় করতে পারলে এবারের বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমি ফাইনালের টিকিট কার্যত নিশ্চিৎ করে ফেলবে ভারতীয় দল। ব্রিটিশদের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসেও ভরপুর রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহরা।
রবিবার ছয়ে ছয় করতে পারলে এবারের বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমি ফাইনালের টিকিট কার্যত নিশ্চিৎ করে ফেলবে ভারতীয় দল। ব্রিটিশদের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসেও ভরপুর রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহরা।
advertisement
3/10
তবে লখনউয়ে ভারতীয় দলের প্রথম একাদশ কী হবে তা নিয়ে রয়েছে নানা জল্পনা। কারণ লখনউয়ের উইকেট সাধারণত স্পিনারদের সাহায্য করে থাকে। শুক্রবার পিচে যেটুকু ঘাস ছিল তাও কেটে ফেলা হয়েছে। ফলে রবিবারের ম্যাচেও পিচে স্পিন ধরবে সে কথা বলাই যায়।
তবে লখনউয়ে ভারতীয় দলের প্রথম একাদশ কী হবে তা নিয়ে রয়েছে নানা জল্পনা। কারণ লখনউয়ের উইকেট সাধারণত স্পিনারদের সাহায্য করে থাকে। শুক্রবার পিচে যেটুকু ঘাস ছিল তাও কেটে ফেলা হয়েছে। ফলে রবিবারের ম্যাচেও পিচে স্পিন ধরবে সে কথা বলাই যায়।
advertisement
4/10
তাই ভারতীয় দল তিন পেসার ও দুই স্পিনার আগের ম্যাচের কম্বিনেশন নিয়েই নামবে না ৩ স্পিনার খেলাবে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। তিন স্পিনার খেলালে দলে ফের সুযোগ পেতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। তবে অষশ্বিনকে খেলালে মহম্মদ সিরাজ ও মহম্মদ শামির মধ্যে এক জনকে বসাতে হবে।
তাই ভারতীয় দল তিন পেসার ও দুই স্পিনার আগের ম্যাচের কম্বিনেশন নিয়েই নামবে না ৩ স্পিনার খেলাবে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। তিন স্পিনার খেলালে দলে ফের সুযোগ পেতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। তবে অষশ্বিনকে খেলালে মহম্মদ সিরাজ ও মহম্মদ শামির মধ্যে এক জনকে বসাতে হবে।
advertisement
5/10
অশ্বিনকে খেলাতে হলে কঠিন সিদ্ধান্ত নিতে হবে টিম ম্যানেজমেন্টকে। শামি গত ম্যাচে ৫ উইকেেট নিয়েছেন। তাঁকে বসানোটা সহজ হবে না। অপরদিকে ছন্দে রয়েছে সিরাজও। হার্দিক না থাকায় সেই জায়গায় খেলছেন সূর্যকুমার। তবে সূত্রের খবর এই ম্যাচে সিরাজকে বিশ্রাম দিয়ে অশ্বিনকে খেলানো হতে পারে।
অশ্বিনকে খেলাতে হলে কঠিন সিদ্ধান্ত নিতে হবে টিম ম্যানেজমেন্টকে। শামি গত ম্যাচে ৫ উইকেেট নিয়েছেন। তাঁকে বসানোটা সহজ হবে না। অপরদিকে ছন্দে রয়েছে সিরাজও। হার্দিক না থাকায় সেই জায়গায় খেলছেন সূর্যকুমার। তবে সূত্রের খবর এই ম্যাচে সিরাজকে বিশ্রাম দিয়ে অশ্বিনকে খেলানো হতে পারে।
advertisement
6/10
শুক্রবার নেটে দীর্ঘসময় ব্যাটিং অনুশীলন করেছেন রবিচন্দ্রন অশ্বিন। ফলে তারকা স্পিনারের দলে ফেরার সম্ভাবনা খুব বেশি বলেই মনে করা হচ্ছে। তবে কার জায়গায় সেটাই দেখার। এখনও পর্যন্ত যা খবর তাতে ৩ স্পিনার নিয়ে ভারতের খেলার সম্ভাবনা বেশি।
শুক্রবার নেটে দীর্ঘসময় ব্যাটিং অনুশীলন করেছেন রবিচন্দ্রন অশ্বিন। ফলে তারকা স্পিনারের দলে ফেরার সম্ভাবনা খুব বেশি বলেই মনে করা হচ্ছে। তবে কার জায়গায় সেটাই দেখার। এখনও পর্যন্ত যা খবর তাতে ৩ স্পিনার নিয়ে ভারতের খেলার সম্ভাবনা বেশি।
advertisement
7/10
গত ম্যাচে সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়ার জায়গায় খেললেও রান পাননি। দুর্ভাগ্যবশত রান আউট হয়েছেন। সূর্যকুমার যাদবের জায়গায় দলে ঈশান কিশানকে খেলানো হবে কিনা সেটাও দেখার। কারণ ভারতীয় দলে বাঁ হাতি ব্যাটারের অভাব রয়েছে। তবে ফিনিশার হিসেবে সূর্যের খেলার সম্ভাবনাই বেশি।
গত ম্যাচে সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়ার জায়গায় খেললেও রান পাননি। দুর্ভাগ্যবশত রান আউট হয়েছেন। সূর্যকুমার যাদবের জায়গায় দলে ঈশান কিশানকে খেলানো হবে কিনা সেটাও দেখার। কারণ ভারতীয় দলে বাঁ হাতি ব্যাটারের অভাব রয়েছে। তবে ফিনিশার হিসেবে সূর্যের খেলার সম্ভাবনাই বেশি।
advertisement
8/10
অপরদিকে, পরপর ৪টি ম্যাচ হেরে বিশ্বকাপের সেমি ফাইনালের ওঠার দরজা কার্যত একেবারেই বন্ধ করে ফেলেছে ইংল্যান্ড। যেটুকু অঙ্কের জটিল বিচারে সুযোগ রয়েছে সেখানে  বাকি ম্যাচগুলি বড় ব্যবধানে জেতার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে। তবে তা নিয়ে না ভেবে জয়ে ফেরাটাই প্রধান লক্ষ্য জস বাটলারের দলের কাছে। ভারতের বিরুদ্ধে ম্যাচ তাদের কাছে প্রেস্টিজ ফাইটও বটে।
অপরদিকে, পরপর ৪টি ম্যাচ হেরে বিশ্বকাপের সেমি ফাইনালের ওঠার দরজা কার্যত একেবারেই বন্ধ করে ফেলেছে ইংল্যান্ড। যেটুকু অঙ্কের জটিল বিচারে সুযোগ রয়েছে সেখানে বাকি ম্যাচগুলি বড় ব্যবধানে জেতার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে। তবে তা নিয়ে না ভেবে জয়ে ফেরাটাই প্রধান লক্ষ্য জস বাটলারের দলের কাছে। ভারতের বিরুদ্ধে ম্যাচ তাদের কাছে প্রেস্টিজ ফাইটও বটে।
advertisement
9/10
এক ঝলকে দেখে নিন ইংল্যান্ডের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতীয় দলের সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব,  রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি।
এক ঝলকে দেখে নিন ইংল্যান্ডের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতীয় দলের সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি।
advertisement
10/10
এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড দলের সম্ভাব্য প্রথম একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক, উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ডেভিড উইলি, আদিল রাশিদ, মার্ক উড, গাস আটকিনসন।
এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড দলের সম্ভাব্য প্রথম একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক, উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ডেভিড উইলি, আদিল রাশিদ, মার্ক উড, গাস আটকিনসন।
advertisement
advertisement
advertisement